শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
রায়হান রাসেল
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অনূর্ধ্ব-১৭ বিশ্বজয়ীদের নিয়ে বড় স্বপ্ন জার্মানদের

জার্মানি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ছবি: সংগৃহীত
জার্মানি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ছবি: সংগৃহীত

পনেরো-ষোলো বয়সেই ইউরোপের বড় বড় ক্লাবে নাম লিখিয়ে ফেলেন আর্জেন্টিনা-ব্রাজিলের অনেক ফুটবলার। চার-পাঁচ গোল দিলে, ‘নতুন মেসি’ আর ‘নতুন নেইমার’র তকমা পান অনেকে। সেই তুলনায় হাইপ অনেক কম জার্মানির তরুণ ফুটবলারদের।

দুর্দান্ত দলগত পারফর‌ম্যান্সে ইন্দোনেশিয়ায় প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতেছে জার্মানি। কিন্তু সেই দলের ফুটবলাদের ‘নতুন বালাক’ কিংবা ‘নতুন ক্লোজা’ নামে ডাকা হচ্ছে না।

তাই বলে বয়সভিত্তিক এই দলে নতুন দিনের তারকা নেই, বিষয়টি এমন নয়। শিরোপা জয়ী দলটিতে বার্সেলোনা লা মেসিয়া, বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের একাডেমির অনেক ‍ফুটলার আছেন। আগামী কয়েক বছরের পরে বদলে দিতে পারেন জার্মান ফুটবলের গতিপথ।

২০১৪ বিশ্বকাপ জয়ের পর উল্টো পথে চলে জার্মানি জাতীয় ফুটবল দল। এর জাতীয় দল জায়গা করে নিলে, লিখতে পারেন হাওয়া বদলের গল্প। প্যারিসে ব্রুনার, তেমনই একজন। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের যুব দলে খেলেন তিনি। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ছয় ম্যাচে ৮ গোল করেছেন কঙ্গো বংশোদ্ভূত এই জার্মান।

যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বল জিতেছেন এই লেফট উইঙ্গার। ভবিষ্যতে বর্তমান জার্মান দলের তরুণ তুর্কি জামাল মুসিয়ালার সঙ্গে তার জুটির রসায়ণ যে কোনো দলের জন্য বিপদের কারণ হতে পারে।

জার্মান ফুটবলারদের অন্য দেশের একাডেমিতে খুব একটা দেখা যায় না। সেই হিসেবে নোহা ডারভিস ব্যতিক্রম। বার্সার একাডেমিতে লা মেসিয়াতে বেড়ে ওঠা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী তারকার। এরই মধ্যে বার্সার বিশেষ নজরে আছেন তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডার।

বয়সভিত্তিক পর্যায়ে বিশ্বকাপ জেতা এই তারকা ১৬ ম্যাচে করেছেন সাত গোল। স্বাভাবিকভাবে তার প্রতিভায় মুগ্ধ বার্সার প্রশাসন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে জন্ম নেওয়ার ফুটবলারদের মধ্যে ডারভিস সেরা।

গোলকিপার ম্যাক্স এক্সামিটের গড়ে ওঠা জার্মান লিগের রেকর্ড শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখ একাডেমিতে। রক্ষণভাগের তারকা ম্যাক্সিমিলিয়ান সেবাস্তিয়ানও খেলেন জার্মান চ্যাম্পিয়নদের দলে। একই সঙ্গে তারকা হওয়ার দৌড়ে আছেন হফেনহেইমের সেন্ট্রাল ফরোয়ার্ড ম্যাক্স মোরেস্টেড।

যাকে বলা হচ্ছে জার্মান ফুটবলের ভবিষ্যৎ তারকা। এরই মধ্যে জার্মান লিগ বুন্দেসলিগা অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ৯ ম্যাচে ১০ গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট রয়েছে তার। উচ্চতা কাজে লাগিয়ে গোল করতে জুড়ি নেই তার।

বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত জার্মান উইনার্স ওসাওয়ে। আরবি লাইপজিগে এই ফুটবলার ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও সেন্ট্রাল মিডে দুর্দান্ত খেলেছেন। রক্ষণভাগের আরেক তারকা ফিন জেল্টসকে শুধু ভবিষ্যৎ তারকা নয় নেতাও মনে করা হচ্ছে। প্রথমসারির ক্লাব নুরেমবার্গ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেন তিনি। সব মিলিয়ে বয়সভিত্তিক দলের এই তারকাদের নিয়ে বড় স্বপ্ন দেখতে পারেন জার্মান সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

১০

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১১

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১২

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৩

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১৪

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৫

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১৬

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১৭

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৮

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৯

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

২০
X