সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনালদোর শখের যেন শেষ নেই। কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি যেমন রয়েছে, তেমনি বিলাসবহুল বাড়িও রয়েছে এই পর্তুগিজ ফুটবলারের। এবার লিসবনে প্রায় ৪০০ কোটি টাকা খরচ করে বাড়ি বানাচ্ছেন রোনালদো। তবে পর্তুগিজ তারকার বাড়ির কাজে বিরক্ত প্রকাশ করেছেন প্রতিবেশীরা।
২০২০ সালে পর্তুগালের রাজধানী লিসবনে রোনালদোর বাড়ি তৈরির কাজ শুরু হয়। প্রথমে বাড়িটির নির্মাণ খরচ ধরা হয়েছিল ১৩ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১৪০ কোটি ৬৪ লাখ টাকা। পরবর্তীতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩৮৯ কোটি ৪৭ লাখ টাকা।
তিন বছর পেরিয়ে গেলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি নির্মাণকারী প্রতিষ্ঠান। আরও ১ বছরের বেশি সময় লাগবে কাজ সম্পূর্ণ করতে। বাড়ির কাজ সম্পূর্ণ না হওয়ায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার প্রতিবেশীদের।
বিরক্তি প্রকাশ করে রোনালদোর প্রতিবেশীরা বলেছেন, ‘রোনালদো তিন বছর ধরে বিলাসবহুল বাড়ি বানাচ্ছে। বাড়িটাকে দেখে মনে হচ্ছে এটি কোনো হাসপাতাল। বাড়ির কাজের জন্য ৩ বছর ধরে সামনের রাস্তা বন্ধ। ধুলোয় আমাদের বাগান, ঘরবাড়ি ভর্তি হয়ে যায়। আর এই সবকিছুর জন্য রোনালদোর পিরামিড দায়ী।’
রোনালদোর বিলাসবহুল বাড়িতে কাচের তৈরি বিশাল সুইমিংপুল। পানির নিচে হাঁটাচলার জন্য ওয়াকওয়ে বানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্যারিয়ার শেষে পরিবারকে নিয়ে এই বাড়িতে থাকার পরিকল্পনা থেকেই বাড়িটি বানাতে পারেন রোনালদো।
মন্তব্য করুন