ব্রাজিল ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র যে আমোদ পছন্দ করেন সেটা সবারই জানা। শুধু কি নেইমার, ব্রাজিলের অনেক তারকা ফুটবলারই এমন আমোদ-ফুর্তি, আড্ডা, পার্টি ইত্যাদি দারুণভাবে পছন্দ করেন। এসব আমোদ প্রমোদের জন্য ব্রাজিলের ফুটবলারদের কুখ্যাতি কম নেই। নেইমারকে এখন ফুটবলের মাঠে দেখা যাবে না। বেশ কিছুদিন আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন তাকে ফুটবলের বাইরেই কাটাতে হবে। এমন অবস্থাতেও নেইমারের পার্টি করা কমছেই না।
শঙ্কা আছে নেইমার ২০২৪ সালের কোপা আমেরিকাতেও খেলতে পারবে কি না তা নিয়েও। তবে তাতে কী? থেমে নেই ব্রাজিলের তারকার বিলাসি জীবনযাপন। গত সোমবার আটলান্টিক মহাসাগরে ভাসিয়েছেন নৌবিহার। আগেই জানানো হয়ছিলো যারা সেই নৌবিহারে থাকবেন চাইলেই দেখা করতে পারবেন নেইমারের সাথে, দিতে পারবেন আড্ডা। তার জন্য গুনতে হবে মোটা অঙ্কের টাকা। ইতোমধ্যে নেইমারের জাহাজটি কয়েক হাজার যাত্রী নিয়ে সমুদ্রপথে ব্রাজিলের বিভিন্ন এলাকা ঘুরে রিও ডি জেনিরোয় পৌঁছায়। রিও থেকে আজ সরাসরি সাও পাওলোয় ফেরার কথা।
জাহাজে ৩ দিনের এই ভ্রমণে নেইমার আমন্ত্রণ জানান দেশটির জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পী, ডিজে ও কৌতুক অভিনেতাদের। নাচ, গান, অভিনয়ে তাঁরা পুরো সময় মাতিয়ে রাখেন। প্রমোদতরিতে ক্যাসিনো ও ওয়াটার পার্কও আছে।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, গভীর সমুদ্রে রোমাঞ্চকর এই ভ্রমণে যাত্রীরা নেইমারের সঙ্গে নাচ, গান, পার্টি, ছবি তোলা ও খাওয়াদাওয়ার সুযোগ পেয়েছেন। একেকজন যাত্রীর কাছ থেকে সর্বনিম্ন ৫ হাজার ৩৬৬ থেকে ৩২ হাজার ২০০ ব্রাজিলিয়ান রিয়াল করে নেওয়া হয়েছে। সব মিলিয়ে যাত্রী ভাড়া থেকে নেইমারের আয় হতে পারে ২ কোটি ব্রাজিলিয়ান রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় ৪৫ কোটি ২৮ লাখ টাকা। নেইমারের এই সমুদ্র ভ্রমণ পরিষেবার নাম ‘নেই এম আলতো মার’। আসল কথা নেইমারের এটা নতুন ব্যবসা। সামনে এমন সফর আরও করবেন তিনি।
মন্তব্য করুন