স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সিটির সাফল্যের অন্যতম কারিগরকে দলে ভেড়াল ম্যানইউ

ম্যানইউর নতুন সিইও ওমর বেরাদা। ছবি : সংগৃহীত
ম্যানইউর নতুন সিইও ওমর বেরাদা। ছবি : সংগৃহীত

২০১০-১২ সালের দিকেও ইংল্যান্ডের অন্যতম বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ছোট্ট এবং উপদ্রবকারী প্রতিবেশী হিসেবে দেখা হতো ম্যানচেস্টার সিটিকে। তবে সময় পাল্টেছে এখন উল্টো ইউনাইটেডকেই দেখা হয় সিটির ছায়ায় হারাতে থাকা প্রতিবেশী হিসেবে। এমন অবস্থা দাঁড়িয়েছে সিটির সাম্প্রতিক ফুটবল সাফল্যের কিঞ্চিত ভাগ পেলেই খুশি হবে রেড ডেভিলসরা। সেই বাস্তবতায় বেশ বড় একটি দাও মারল ওল্ড ট্রাফোডের দলটি। সিটির সাম্প্রতিক ফুটবল সাফল্যের অন্যতম কারিগর ওমর বেরাদাকে ইউনাইটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিল ম্যানইউর মালিক গ্লেজার পরিবার।

ম্যানইউ তাদের সাবেক সিইও রিচার্ড আর্নল্ডের প্রস্থানের পর থেকে একজন নতুন সিইওর সন্ধানে ছিল এবং বেরাদাতে তারা আর্নল্ডের চেয়েও যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছে বলে ফুটবল সংশ্লিষ্ট সবাই মনে করছে। বেরাদাকে সিটির সাম্প্রতিক এবং মাঠের বাইরে সাফল্যের গুরুত্বপূর্ণ চালকশক্তি হিসেবে দেখা হয়ে থাকে।

ইংল্যান্ডের খেলাধুলাবিষয়ক সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস নিউজ জানায়, নিয়োগটি ইউনাইটেডের মালিকানার নতুন অংশীদার স্যার জিম র‌্যাটক্লিফের পরামর্শে ম্যানইউর সংখ্যাগরিষ্ঠ মালিক জোয়েল এবং আব্রাহাম গ্লেজার দ্রুততার সাথে সম্পন্ন করেন যাতে র‌্যাটক্লিফ দায়িত্বে আসার সাথে সাথে তিনি কাজ শুরু করতে পারেন।

ম্যানচেস্টাার সিটি এবং বার্সেলোনায় বিশাল সাফল্য উপভোগ করার কারণে ইউনাইটেড বেরাদাকে সিইও-এর আদর্শ পছন্দ হিসেবে দেখা শুরু করে। দুই ক্লাবেই ফুটবল এবং বাণিজ্যিক উভয় দিক সামলানোর দুর্দান্ত রেকর্ড রয়েছে তার।

সাম্প্রতিক সময়ে বেরাদা সিটিতে গোল মেশিন আর্লিং হলান্ড এবং জ্যাক গ্রিলিশকে নিয়ে এসেছিলেন। সেইসাথে ম্যানসিটির একাডেমিকে বিশ্বের অন্যতম সেরা একাডেমি করার পেছনে তার ভূমিকা সবচেয়ে বেশি।

চুক্তির সাথে যুক্ত একটি সূত্র স্কাই স্পোর্টস নিউজকে জানায় বেরাদা যখন জানল তার ওপর ম্যানইউর আগ্রহ এবং যেভাবে ইউনাইটেড তার সাথে আলোচনা করেছে তারপর আসলে রেড ডেভিলদের না বলা অসম্ভব ছিল।

ইউনাইটেডের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা ফুটবল এবং পারফরম্যান্সকে পিচে ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা যা কিছু করি তার সবকিছুর মূলে এটি। ওমরের নিয়োগ এই যাত্রার প্রথম ধাপ মাত্র।

ইউরোপীয় ফুটবলের শীর্ষ পর্যায়ে সবচেয়ে অভিজ্ঞ ফুটবল নির্বাহীদের একজন হিসেবে, ওমর ফুটবল এবং বাণিজ্যিক দক্ষতার স্কিলকে একটি সম্পদে পরিণত করেছেন। তার সফল নেতৃত্বের প্রমাণিত রেকর্ড এবং ক্লাব জুড়ে নেতৃত্ব পরিবর্তনে সহায়তা করার আবেগের জন্য তিনিই ছিলেন আমাদের প্রথম পছন্দ।

ম্যানচেস্টার ইউনাইটেডকে একটি শিরোপা জয়ী ক্লাব হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করা আমাদের উচ্চাকাঙ্ক্ষা। আমরা আনন্দিত যে ওমর সেই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য আমাদের সাথে যোগ দেবেন, যাতে আবারও ইউনাইটেড ভক্তরা দেখতে পারেন, ইউরোপীয় এবং বিশ্ব ফুটবলের শীর্ষে ম্যানইউয়ের লাল পতাকা উড়ছে।

অন্যদিকে ম্যানচেস্টার সিটিও একটি বিবৃতিতে বেরাদার প্রস্থান নিশ্চিত করেছে। সিটি বিবৃতিতে জানায়, সিটি ক্লাব একটি নতুন চ্যালেঞ্জের সন্ধান করার তার সিদ্ধান্ত বুঝতে পেরেছে এবং তার নতুন দায়িত্বে সে আমাদের ধন্যবাদ ও শুভকামনা নিয়েই যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X