ফুটবল বিশ্বের রোমাঞ্চকর লড়াইয়ের মধ্যে অন্যতম হলো ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথ। প্রায় দেড় দশক ইউরোপ মাতিয়ে এখন বিশ্বের দুই প্রান্তের বাসিন্দা দুই ফুটবল মহারথী। একজনের ঠিকানা সৌদি আরব আরেক জনের ঠিকানা হয়েছ মার্কিন যুক্তরাষ্ট্র। তবে আরও একবার একে অপরের মুখোমুখি হচ্ছেন সিআরসেভেন-এলএমটেন। রিয়াদ সিজন কাপের লড়াইয়ে রোনালদোর আল নাসরের মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি।
আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিদ্বন্দ্বী মেসি ও রোনালদো। তবে আসন্ন এ ম্যাচে চোটের কারণে পর্তুগিজ যুবরাজের খেলা নিয়ে শঙ্কার খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’।
সৌদি আরবের সংবাদমাধ্যম অ্যারাবিক স্পোর্টসের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, লিওনেল মেসির ইন্টার মায়ামির বিরুদ্ধে রিয়াদ সিজন কাপের লড়াইয়ে রোনালদোর খেলা নিয়ে শঙ্কা রয়েছে। পায়ের পেশির চোটে পড়েছেন আল নাসর স্ট্রাইকার। সে কারণে দুই মহারথীর লড়াইয়ে না দেখা যেতে পারে সিআরসেভেনকে।
স্প্যানিশ সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, পায়ের পেশির চোট থেকে সেরে উঠতে সেরে উঠতে দুই সপ্তাহ লাগতে পারে রোনালদোর। এ সময়ের মধ্যে চিকিৎসা ও পুনর্বাসনে থাকতে হতে পারে আল নাসর ফরোয়ার্ডকে। সেক্ষেত্রে ইন্টার মায়ামির বিপক্ষে দর্শক সারিতে থাকতে হতে পারে রোনালদোকে।
স্প্যানিশ সংবাদমাধ্যমটির খবর সত্য হলে বড় বিপদে পরতে পারে আল নাসর। কারণ ইন্টার মায়ামির বিপক্ষে মাঠে নামার আগে চীন সফরে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে রোনালদোর দল। আগামী ২৪ জানুয়ারি সাংহাই সিনহুয়া এবং ২৮ জানুয়ারি জেজিয়াংয়ের বিপক্ষে খেলবে আল নাসর। মেসির মায়ামি ছাড়াও চীনে হতে যাওয়া দুটি প্রীতি ম্যাচেও রোনালদোকে পাবে না মধ্যপ্রাচ্যের দলটি।
২০২৩ সালের ১৯ জানুয়ারি সবশেষ মুখোমুখি হয়েছিলেন মেসি–রোনালদো। যদি চোট থেকে দ্রুত সেরে উঠতে পারেন রোনালদো তাহলে আরও একবার দুই মহারথীর দ্বৈরথ দেখার সুযোগ পাবে সারা বিশ্বের ফুটবল সমর্থকরা।
মন্তব্য করুন