ইতালিয়ান সিরি-আ লিগে উদিনেসের মাঠে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলেন এসি মিলানের গোলকিপার মাইক মাইগান। অপ্রীতিকর ঘটনায় কঠোর বিবৃতি জানিয়েছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফরাসি গোলকিপারকে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে উদিনেসকে শাস্তি দিয়েছে ইতালিয়ান লিগের ডিসিপ্লিনারি কমিটি। পরবর্তী হোম ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে ক্লাবটিকে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে উদিনেসের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান লিগ সিরি-আ কর্তৃপক্ষ।
গত শনিবার সিরি-আ লিগের ম্যাচে এসি মিলানের মাইগানকে লক্ষ্য করে বারবার বর্ণবাদী গালি দেয় গ্যালারিতে থাকা উদিনেস সমর্থকরা। সঙ্গে সঙ্গে ম্যাচের চতুর্থ অফিসিয়াল রেফারিকে বিষয়টি নিয়ে অভিযোগ করেন ২৮ বছর বয়সী ফরাসি গোলকিপার। তিন মিনিটের মধ্যে দ্বিতীয়বার বর্ণবাদের শিকার হন মিলান কিপার।
অনাকাঙ্খিত ঘটনার কারণে ফুটবল মাঠ ত্যাগ করেছিলেন মাইগান। লিগ অফিসিয়ালরা টানেল থেকে মিলান গোলকিপারকে ফিরিয়ে আনলে পুনরায় ম্যাচটি মাঠে গড়ায়। সেসময় প্রায় ১০ মিনিটের মতো বন্ধ ছিল এসি মিলান-উদিনেস ম্যাচটি। শেষ পর্যন্ত ম্যাচটিতে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।
বর্ণবাদী আচরণে জড়িত থাকায় এক সমর্থককে আজীবন নিষিদ্ধ করেছে উদিনেস কর্তৃপক্ষ। ভিডিও ফুটেজ দেখে বাকিদেরও শনাক্তের চেষ্টা করছে ইতালিয়ান ক্লাবটি। মাইগানকে বর্ণবাদী গালি দেওয়া ৪৬ বছর বয়সী ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে ইতালিয়ান গণমাধ্যম।
মাইগানকে লক্ষ্য করে বর্ণবাদী অপমানজনক গালি দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। যেখানে স্পষ্টভাবে মাইগানকে লক্ষ্য করে গালি দিচ্ছেন ৪৬ বছর বয়সী ব্যাক্তি।
২০২১ সালের সেপ্টেম্বরেও বর্ণবাদের শিকার হয়েছেন এসি মিলানের মাইগান। জুভেন্টাসের সমর্থকদের কাছে বর্ণবাদের রোষানলে পড়েছিলেন ২৮ বছর বয়সী ফরাসি গোলকিপার।
মন্তব্য করুন