স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

স্পেনের পর এবার ইতালিতেও বর্ণবাদের কালো থাবা

বর্ণবাদের শিকারের পর রেফারির কাছে মাইক মাইগানের অভিযোগ। ছবি : সংগৃহীত
বর্ণবাদের শিকারের পর রেফারির কাছে মাইক মাইগানের অভিযোগ। ছবি : সংগৃহীত

গত বছরে স্প্যানিশ লা লিগায় বর্ণবাদের শিকার হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ঘৃণ্য ওই ঘটনার পর পুরো বিশ্ব পাশে দাঁড়িয়েছিল সেলেসাও তারকার। বর্ণবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে স্পেনের মাটিতে দেশটির বিপক্ষে মার্চে একটি প্রীতি ম্যাচও খেলবে ব্রাজিল। তবে সেই ম্যাচের আগেই আবারও ইউরোপিয়ান ফুটবলে ফিরে এসেছে বর্ণবাদের কালো থাবা। এবার বর্ণবাদের শিকার হয়েছেন এসি মিলানের ফরাসি গোলকিপার মাইক মাইগান।

শনিবার (২০ জানুয়ারি) ইতালিয়ান সিরি ‘আ’ উদিনেস ও এসি মিলান ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন মাইগান। এমন জঘন্য আক্রমণের প্রতিবাদস্বরূপ মাঠ ছেড়েও উঠে যান মিলান গোলকিপার।

সিরি-আতে এসি মিলান-উদিনেসে ম্যাচের ২৬ মিনিটে প্রথমবার বর্ণবাদী আক্রমণের শিকার হন মাইগান। সঙ্গে সঙ্গে ম্যাচের রেফারির কাছে অভিযোগ জানান এ ফরাসি গোলকিপার। দ্বিতীয়বার একই ঘটনা ঘটেছে ৩১ মিনিটের মাথায়। তখন ইংলিশ তারকা রুবেন লুফটাস-চেকের গোলে উদিনেসের মাঠে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিলান।

এসি মিলানের গোলের পরই আবারও অভিযোগ জানান মাইগান। এবার অভিযোগ করতে করতে মাঠ ছাড়েন মিলান কিপার। সাইডলাইনে কিছু সময় দাঁড়িয়ে টানেলের দিকে হাঁটা শুরু করেন তিনি।

টানেল থেকে অফিসিয়াল কর্তপক্ষ ফিরিয়ে আনেন মাইগানকে। প্রায় ১০ মিনিট মতো বন্ধ থাকার শুরু হয় ম্যাচটি।

অনাকাঙ্ক্ষিত ঘটনার ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে এসি মিলান। এই জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে সান সিরোর দলটি। তবে ম্যাচ শেষে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে মাইগানের বর্ণবাদী আচরনের শিকার এবং মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনা।

মাইগানের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার ঘটনায় বিবৃতিতে দিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, ‘৩টি প্রক্রিয়া (ম্যাচ থামানো, ম্যাচ পুনরায় থামানো, ম্যাচ বাতিল)-কে অনুসরণ করতেই হবে, এ ছাড়া যে দলের সমর্থকেরা বর্ণবাদী আচরণ করবে সেই দলটি ম্যাচ ছেড়ে দিয়েছে ধরে নিয়ে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হবে। পাশাপাশি যারা বর্ণবাদী আচরণ করবে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগও আনতে হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিবৃতি দিয়েছে এসি মিলানও। তারা লিখেছে, ‘ফুটবল খেলায় বর্ণবাদের কোনো জায়গা নেই। আমরা সবাই আতঙ্কিত। মাইক, আমরা তোমার সঙ্গে আছি।’

এসি মিলানের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানও মাইগানের পাশে দাঁড়ানোর কথা বলেছে। তারা লিখেছে, ‘আমরা যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে। তোমাদের পাশে আছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনার শখের গাছের জন্য প্রাকৃতিক টনিক

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী 

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

মিষ্টিমুখে অস্বাস্থ্যকর চিত্র, জরিমানা এক লাখ

‘মব’ করে তিন কিশোরকে বেঁধে বেধড়ক পিটুনি, নিহত ১

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান

এশিয়া কাপের আগে জার্সি স্পনসর হারানোর শঙ্কায় ভারত দল

১০

গবেষণা / পুরুষদের তুলনায় নারীদের বেশি ঘুমের প্রয়োজন, জেনে নিন কেন

১১

৪০ কোটি টাকায় দেড়শ বছরের সিআরবি ভবন সংস্কারের উদ্যোগ

১২

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত

১৩

‘যদি পিআরের জন্য আন্দোলন করেন, তাহলে নমিনেশন দিলেন কেন’

১৪

প্রপাগান্ডা ছড়ানোর আগে পরামর্শ নিতে বললেন শিবির প‍্যানেলের সর্ব মিত্র!

১৫

মালয়েশিয়ায় নামাজ আদায় করে কার্যক্রম শুরু করলেন নাহিদ

১৬

খাওয়ার পর করা এই ৮ কাজ ডেকে আনবে বিপদ, বলছেন বিশেষজ্ঞ

১৭

এবার নাহিদা-সোবহানারাও হারল যুবাদের কাছে

১৮

গুম-খুনের জন্য হাসিনার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

১৯

৩৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন গোবিন্দ ও সুনীতা

২০
X