স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

স্পেনের পর এবার ইতালিতেও বর্ণবাদের কালো থাবা

বর্ণবাদের শিকারের পর রেফারির কাছে মাইক মাইগানের অভিযোগ। ছবি : সংগৃহীত
বর্ণবাদের শিকারের পর রেফারির কাছে মাইক মাইগানের অভিযোগ। ছবি : সংগৃহীত

গত বছরে স্প্যানিশ লা লিগায় বর্ণবাদের শিকার হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ঘৃণ্য ওই ঘটনার পর পুরো বিশ্ব পাশে দাঁড়িয়েছিল সেলেসাও তারকার। বর্ণবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে স্পেনের মাটিতে দেশটির বিপক্ষে মার্চে একটি প্রীতি ম্যাচও খেলবে ব্রাজিল। তবে সেই ম্যাচের আগেই আবারও ইউরোপিয়ান ফুটবলে ফিরে এসেছে বর্ণবাদের কালো থাবা। এবার বর্ণবাদের শিকার হয়েছেন এসি মিলানের ফরাসি গোলকিপার মাইক মাইগান।

শনিবার (২০ জানুয়ারি) ইতালিয়ান সিরি ‘আ’ উদিনেস ও এসি মিলান ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন মাইগান। এমন জঘন্য আক্রমণের প্রতিবাদস্বরূপ মাঠ ছেড়েও উঠে যান মিলান গোলকিপার।

সিরি-আতে এসি মিলান-উদিনেসে ম্যাচের ২৬ মিনিটে প্রথমবার বর্ণবাদী আক্রমণের শিকার হন মাইগান। সঙ্গে সঙ্গে ম্যাচের রেফারির কাছে অভিযোগ জানান এ ফরাসি গোলকিপার। দ্বিতীয়বার একই ঘটনা ঘটেছে ৩১ মিনিটের মাথায়। তখন ইংলিশ তারকা রুবেন লুফটাস-চেকের গোলে উদিনেসের মাঠে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিলান।

এসি মিলানের গোলের পরই আবারও অভিযোগ জানান মাইগান। এবার অভিযোগ করতে করতে মাঠ ছাড়েন মিলান কিপার। সাইডলাইনে কিছু সময় দাঁড়িয়ে টানেলের দিকে হাঁটা শুরু করেন তিনি।

টানেল থেকে অফিসিয়াল কর্তপক্ষ ফিরিয়ে আনেন মাইগানকে। প্রায় ১০ মিনিট মতো বন্ধ থাকার শুরু হয় ম্যাচটি।

অনাকাঙ্ক্ষিত ঘটনার ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে এসি মিলান। এই জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে সান সিরোর দলটি। তবে ম্যাচ শেষে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে মাইগানের বর্ণবাদী আচরনের শিকার এবং মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনা।

মাইগানের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার ঘটনায় বিবৃতিতে দিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, ‘৩টি প্রক্রিয়া (ম্যাচ থামানো, ম্যাচ পুনরায় থামানো, ম্যাচ বাতিল)-কে অনুসরণ করতেই হবে, এ ছাড়া যে দলের সমর্থকেরা বর্ণবাদী আচরণ করবে সেই দলটি ম্যাচ ছেড়ে দিয়েছে ধরে নিয়ে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হবে। পাশাপাশি যারা বর্ণবাদী আচরণ করবে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগও আনতে হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিবৃতি দিয়েছে এসি মিলানও। তারা লিখেছে, ‘ফুটবল খেলায় বর্ণবাদের কোনো জায়গা নেই। আমরা সবাই আতঙ্কিত। মাইক, আমরা তোমার সঙ্গে আছি।’

এসি মিলানের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানও মাইগানের পাশে দাঁড়ানোর কথা বলেছে। তারা লিখেছে, ‘আমরা যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে। তোমাদের পাশে আছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বর্গাচাষির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা

পতাকা বৈঠকের পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ল প্রাইভেটকার, মামলা হয়নি এখনো

গারোদের ওয়ানগালা উৎসব শুরু

শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন : অ্যাটর্নি জেনারেল

অযত্নে ‘অসুস্থ’ কোটি টাকার রেসকিউ বোট

হত্যাসহ ১২ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

ভূমিকম্পে চট্টগ্রামেও হেলে পড়েছে ভবন, বাসিন্দাদের জন্য মাইকিং

১০

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

১১

রিকশাচালকদের চাঁদা বন্ধের আশ্বাস আমিনুল হকের

১২

আলাউদ্দিন মৃধা হত্যা মামলার আসামি মিন্টু গ্রেপ্তার

১৩

দেশের প্রথম আন্তঃচেইন হোটেল ‘ডি মোর’ লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

১৪

২৮ জেলে-মাঝিসহ ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

১৫

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৬

হোয়াটসঅ্যাপে ফিরছে পুরোনো সেই ফিচার, যেসব সুবিধা পাবেন

১৭

খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় রাজধানীতে শীতবস্ত্র বিতরণ

১৮

পোল্যান্ডে প্যাট্রিয়টসহ সেনা মোতায়েন নেদারল্যান্ডসের

১৯

দরজার ধাক্কায় আঙুল ভেঙে ফেললেন তারকা খেলোয়াড়

২০
X