আর কিছুক্ষণ পড়েই লিওনেল মেসির দল ইন্টার মায়ামির মুখোমুখি হবে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর দল সৌদি প্রো লিগে খেলা ক্লাব আল নাসর। অথচ মাত্র এক বছর আগেও মাত্র হাতে গোনা কয়েকজন এই লিগের খোঁজ রাখত। এই সবের পরিবর্তন হয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর। সিআরসেভেন যাওয়ার পর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সৌদির ক্লাব ফুটবল নিয়ে আগ্রহ বাড়ে। ক্লাবটিকে উৎসাহ দিতে ফেসবুক পেজও খোলা হয়েছে বাংলাদেশে।
বিষয়টি দৃষ্টি এড়ায়নি আল নাসর কর্মকর্তাদের। তাইতো নাসর কোচ লুইস কাস্ত্রো বাংলাদেশের সমর্থকদের জানালেন ধন্যবাদ!
বুধবার (৩১ জানুয়ারি) রাতে আল নাসরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে যাতে আল নাসর কোচ লুইস কাস্ত্রো বলেন, ‘নিবেদন ও আস্থা রাখার জন্য বাংলাদেশের সমর্থকদের আমি ধন্যবাদ জানাই।’
রিয়াদ সিজন কাপে আজ বাংলাদেশ সময় রাত ১২টায় মেসির মায়ামির মুখোমুখি হবে আল নাসর। তার আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাস্ত্রো।
কাস্ত্রো ধন্যবাদ জানিয়েছেন বিশ্বব্যাপী আল নাসরের সব সমর্থকদেরও, ‘বিশ্বব্যাপী সব সমর্থককেও ধন্যবাদ জানাই। বিশেষ করে সৌদি আরবের সমর্থকদের, যারা আল নাসরকে সমর্থন দিচ্ছেন।’
সৌদি প্রো লিগে এখন নজর রাখেন অনেক বাংলাদেশি। কারণ নাসর ছাড়াও আল হিলালে আছেন নেইমার, আল ইত্তিহাদে করিম বেনজেমে।
মন্তব্য করুন