স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৬ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

অন্যরকম এক ফাইনালের সামনে আর্জেন্টিনা-ব্রাজিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এই বছরের জুলাই মাসে প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকের আসরে আর্জেন্টিনার ইচ্ছে মেসি ও ডি-মারিয়াকে খেলানো, তবে অবস্থা এমন দাঁড়িয়েছে অলিম্পিকে আলবিসেলেস্তেরাই খেলতে পারবে কি না সে নিয়ে সন্দেহ। যেতে হলে অলিখিত এক ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারাতে হবে। অন্যদিকে ব্রাজিলেরও অলিম্পিকে স্বর্ণের স্বপ্ন জিইয়ে রাখতে আর্জেন্টিনার কাছে হারা যাবে না।

লাতিন আমেরিকা অঞ্চলের অলিম্পিকে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য লড়ছে ৪ দেশ। রাউন্ড রবিন পর্যায়ের দ্বিতীয় ম্যাচ শেষে অবস্থা এমন দাঁড়িয়েছে যে চার দলই সমীকরণে আছে। দ্বিতীয় ম্যাচে চরম নাটকীয়তার জন্ম দিয়ে প্যরাগুয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা। কনমেবল অঞ্চলের অলিম্পিক বাছাইপর্বে যা যোগ করেছে ভিন্ন এক মাত্রা। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে জয়ের কোনো বিকল্পই নেই আর্জেন্টিনার।

অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল যে খুব স্বস্তিতে আছে তা কিন্তু নয় গত ম্যাচেই প্যারাগুয়ের যুবাদের কাছে হেরে বসে র‍্যামন মেনেজেসের দল। এই ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে তারা। দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দুইয়ে। পরের ম্যাচে তাদের সামনেও জয়ের বিকল্প নেই। অপর ম্যাচে ভেনেজুয়েলা জিতলেই মারপ্যাঁচে আটকাতে হবে তাদের।

প্যারাগুয়ের সঙ্গে নাটকীয় ড্র হওয়া ম্যাচে আর্জেন্টিনাকে অনেকটাই পিছিয়ে দিয়েছে অলিম্পিক বাছাইপর্বের রেস থেকে। তবে শেষ সময়ে গোল করে মেসির দেশের মান বাচিয়েছেন রেডন্ডো। ম্যাচে অবশ্য শুরুতেই আর্জেন্টিনাই লিড পায়। ম্যাচের তৃতীয় মিনিটে পাবল সোলারির গোল এগিয়ে যায় তারা। এরপরেই ৪২ মিনিটে ডিয়েগো গোমেজের গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে।

৭০ মিনিটে নুনেজের গোলে প্যারাগুয়ে ব্যবধান ২-১এ নিয়ে যায়। আর্জেন্টিনা সমতায় ফিরতে সময় নেয় ১৪ মিনিট। থিয়াগো আলমাদা পেনাল্টিতে গোল করে সমতা ফেরান। ৯০ মিনিটে এনজো গনসালেস প্যারাগুয়েকে দ্বিতীয়বার এগিয়ে দেন। হারের শঙ্কায় থাকা আর্জেন্টিনা যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল করে মূল্যবান ১ পয়েন্ট অর্জন করে।

দিনের অন্য ম্যাচে ৮৮ মিনিটের গোলে জয় পেয়েছে ব্রাজিল। গিলের্মে বেরোর গোলে জয় আসে ব্রাজিল শিবিরে। চূড়ান্ত পর্বে খেলা চার দলের মধ্যে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল, ২ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা।

রোববার শেষ দিনে প্যারাগুয়ের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। অন্যম্যাচে খেলবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিল জিতলে ৬ পয়েন্ট নিয়ে তাদের অলিম্পিক যাত্রা নিশ্চিত হবে। তাতে অন্যকোনো হিসাবের দরকার হবে না। আর্জেন্টিনা জিতলে তারা অলিম্পিকে যাবে ৫ পয়েন্ট নিয়ে। সেক্ষেত্রে বাদ পড়বে ব্রাজিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর ‘নাগরিক সেবা’ নিয়ে বিতর্ক, চাপ প্রয়োগ করে কক্ষ বরাদ্দের অভিযোগ 

ঋণ নিয়ে আত্মসাৎ / এস আলম-পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

মাদক কারবার নিয়ে সংঘর্ষ, অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত মতামত দেওয়ার অধিকার রাখে না : রিজওয়ানা

ক্রিকেট দলকে ‘না’ তবে শুটিং দলকে ভারতে যেতে অনুমতি দিল সরকার

জবিতে ‘আইকিউএসি সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জামায়াতের প্রার্থীকে শোকজ

নির্বাচনের সার্বিক খোঁজখবর রাখবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব

সেতু নির্মাণে অনিয়ম, অভিযানে গেল দুদক

১০

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৩ দলের ১৫ নেতাকর্মী

১১

ফিক্সিং কেলেঙ্কারিতে শ্রীলঙ্কায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশের কারাদণ্ড

১২

ইরানে আরও এক নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যারা অন্যায় করেনি আমরা তাদের বুকে টেনে নেব : মির্জা ফখরুল

১৪

হায়ার বাংলাদেশের জাঁকজমকপূর্ণ পার্টনার কনভেনশন অনুষ্ঠিত

১৫

২২ বছর পর রাজশাহীতে আসছেন তারেক রহমান

১৬

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

১৭

প্রার্থীর মেয়ের ওপর হামলায় ইসলামী আন্দোলনের প্রতিবাদ

১৮

দুর্নীতিবাজকে ভোট  দিয়ে সুশাসনের স্বপ্ন দেখাই আত্মপ্রবঞ্চনা

১৯

খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৭ ফুটবল সমর্থক নিহত

২০
X