ম্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবলে আসছে নীল কার্ড, কখন প্রয়োগ?  

নীল কার্ডের প্রতীকি ছবি।
নীল কার্ডের প্রতীকি ছবি।

জীবনের মতো ক্রীড়াক্ষেত্রের খেলাগুলোতেও প্রতিনিয়ত কোনো না কোনো পরিবর্তন আসে। শুরুতে এক নিয়ম থাকলেও কিছুদিন পরেই সেই নিয়মে আসে পরিবর্তন। এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তনের প্রস্তাব আনা হচ্ছে। হলুদ ও লাল কার্ডের পাশাপাশি এবার আরেকটি নতুন কার্ড চালু করার কথা ভাবছে ফুটবলের নিয়ম নির্ধারণকারী সংস্থা। এই কার্ডের রং হবে নীল।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানায় যে, ফুটবলের নিয়মকানুন প্রণয়নকারী সংস্থা (আইএফএবি) শীঘ্রই ফুটবলে নতুন এই কার্ডের অনুমোদন দিতে যাচ্ছে যা আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) নিশ্চিত করার কথা। আইস হকির সিন বিনের সাথে মিল রেখে এই কার্ডটি আনা হয়েছে। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড জানিয়েছে, রেফারি কিংবা অন্য কারো সঙ্গে অসদাচরণ করলে ফুটবলার ও সেই দলের অন্য যে কাউকে দেখানো হবে নীল কার্ড। তবে হলুদ বা লাল কার্ডের সঙ্গে এর পার্থক্যও রয়েছে। ফুটবলের এই নতুন সংযোজন আসার আগে যেনে নেওয়া যাক এই কার্ডের কাজ কি?

এই কার্ড কখন দেখানো হবে?

কোনও ফুটবলার রেফারির সঙ্গে খারাপ ব্যবহার করলে দেখান হবে এই কার্ড। বিভিন্ন সময় দেখা যায় রেফারির সিদ্ধান্তে খুশি হতে না পেরে প্লেয়াররা নানা কটূ মন্তব্য করে বসেন। তা ঠেকাতেই এই নতুন কার্ড আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। সব দেশের ফুটবল লিগেই নিচের ডিভিশনে শুরুতে দেখা যাবে নীল কার্ডের ব্যবহার। তবে প্রিমিয়ার লিগ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ বড় লিগগুলোতে এখনই এই কার্ এখনইড আনা হচ্ছে না। আন্তর্জাতিক পর্যায়েও এই কার্ডের ব্যবহার শুরু করা হবে না। আগামী ২ বছর এটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। সাফল্য এলেই কেবল বড় লিগে দেখা যাবে নীল কার্ডের ব্যবহার।

নীল কার্ড দেখলে ফুটবলারদের কী শাস্তি হবে?

প্রসঙ্গত কোনও ফুটবলার নীল কার্ড দেখলে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে যাবেন। সাময়িক এই নিষেধাজ্ঞা শেষে আবার মাঠে ফিরতে পারবেন তিনি। যদি ফেরার পর আবারও নীল কার্ড দেখেন, তাহলে সেটা লাল কার্ড হিসেবে গণ্য হবে। একটি নীল কার্ড ও একটি হলুদ কার্ড দেখলেও লাল কার্ড দেখার মতো তাকে ম্যাচে আর দেখা যাবে না। একই ম্যাচে দুইবার নীল কার্ড দেখলে সেটি লাল কার্ড বলে গণ্য হবে। এর আগে হকিতে ব্যবহার হয়েছে এই সবুজ কার্ড। সেখানেও নিয়মটা অনেকটাই এই রকম ছিল। তবে কার্ডের রঙ বদলে যাচ্ছে ফুটবলে।

তবে এই সংবাদের প্রতিক্রিয়ায় ফিফা একটি বিবৃতি দিয়েছে যেখানে বলা হয়েছে: “ফিফা স্পষ্ট করতে চায় যে ফুটবলের অভিজাত স্তরে তথাকথিত 'ব্লু কার্ড'-এর রিপোর্ট ভুল এবং অপরিপক্ব।” বিবৃতিতে আরো বলা হয় “যেকোনো ট্রায়াল, যদি বাস্তবায়িত হয়, তাহলে তা অবশ্যই নিম্ন স্তরে দায়িত্বশীল পদ্ধতিতে পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে।” আগামী ২ মার্চ ফিফার বার্ষিক সাধারণ সভায় ফিফা এই বিষয় নিয়ে বিম্তারিত বলবে।

তবে এই কার্ডের বিরোধীও অনেক আছে। ‍উয়েফার সভাপতি অ্যালেক্সান্ডার সেরেকিনও এর বিরোধিতা করে বলেছেন এসব কিছু আসলে খেলাটি আর ফুটবল থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

দক্ষ এমডির চরম সংকটে ব্যাংকিং খাত : গভর্নর 

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

১০

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

১১

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

১২

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

১৩

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

১৪

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

১৫

চট্টগ্রামে প্লাস্টিকের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

১৬

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

১৭

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

১৮

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

১৯

বিএফইউজে নির্বাহী কমিটির সভা / নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি

২০
X