স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

গোল বাতিলের তালিকার শীর্ষে রিয়াল

পুরনো ছবি।
পুরনো ছবি।

ফুটবল মাঠে সিদ্ধান্ত গ্রহণে রেফারিকে সহায়তার জন্য যোগ করা হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি-ভিএআর। কিন্তু স্প্যানিশ লা লিগায় এই ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) যেন গলার কাঁটা। গত মাসে আলমেরিয়াকে ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই ম্যাচে ভিএআরের দেওয়া বিতর্কিত সিদ্ধান্ত যায় রিয়ালের পক্ষে। পরে তা নিয়ে হয়েছে বেশ তুলকালাম।

সামনে আসে রিয়ালের প্রতি রেফারির পক্ষপাতিত্বের বেশি কিছু অভিযোগ। এ নিয়ে সরাসরি মন্তব্য করেন স্পেনে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কর্তারা। আলমেরিয়ার কাছ থেকে ম্যাচ ছিনতাই করা হয়েছে বলে মন্তব্য করেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। আর বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা রিয়ালের জয়কে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেন।

পরে এই ঘটনায় দুটি ভুল খুঁজে পায় রেফারিদের কমিটি। তবে সে ম্যাচে ভিএআরের সিদ্ধান্তে রিয়ালের উপকার হলেও লা লিগায় সামগ্রিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল তারাই। সম্প্রতি ফুটবলের পরিসংখ্যান বিষয়ক মিস্টার চিপ এই সংকান্ত একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। এই পরিসংখ্যানে উঠে এসেছে এ চিত্র।

সোমবার রাতে নিজেদের মাঠে সেভিয়াকে ১-০ গোলে হারায় রিয়াল। সে ম্যাচের ১০ মিনিটে সেভিয়ার জালে বড় জড়ান রিয়ালের উরুগুয়ের তারকা লুকাস ভাসকেজ। কিন্তু ভিএআরে বাতিল হয় সেই গোল। ভিএআরে গোল যাচাইয়ে দেখা যায়, আক্রমণ তৈরির সময় সেভিয়ার ইউসেফকে ফাউল করেন রিয়াল তারকা নাচো।

পরে ক্রোয়েশিয়ান তারকা লুকা মদরিচের গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের। কিন্তু বাতিল হওয়া গোলটি নিয়ে আলোচনা হয়েছে অনেক। এ নিয়ে প্রশ্ন তোলেন রিয়াল মাদ্রিদ টিভির ধারাভাষ্যকাররাও। এ সময় তারা রেফারির সমালোচনাও করেন। এরপরই ত ভিএআরে গোল বাতিলের পরিসংখ্যানটি প্রকাশ করে মিস্টার চিপ।

স্প্যানিশ লা লিগায় ২০১৮-১৯ মৌসুমে চালু হয় ভিএআর। এরপর থেকে সবচেয়ে বেশি ২৭টি গোল বাতিল হয়েছে রিয়াল মাদ্রিদের। এর আগে পাশে নেই অন্য কোনো দল। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার গোল বাতিল হয়েছে ১৬টি।

গোল বাতিলের তালিকায় পরে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার নাম। দুদলের বাতিল হয়েছে ১৪টি করে গোল। পঞ্চম স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের গোল বাতিল হয়েছে ১৩টি। ১২টি বাতিল গোল নিয়ে তালিকার ছয়ে সেল্টা ভিগো। আর এই তালিকার ৭ নম্বরে আছে বার্সেলোনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা

‘ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি’

রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়েছে ভবন

গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প অনুভব করেননি : পরিবেশ উপদেষ্টা

ভূমিকম্পে কেরানীগঞ্জে হেলে পড়েছে ৭ তলা ভবন

১৫ বছর ধরে অচল পবিপ্রবিতে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্র

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু 

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত

ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির তথ্য জানাল ফায়ার সার্ভিস

রাজধানীবাসী এমন ভূমিকম্প আগে কখনো দেখেনি

১০

হতাশ হয়ে থিয়েটার ছাড়ছেন নিবেদিতা

১১

ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে

১২

ভূমিকম্পে ৩ মিনিট বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট

১৩

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির চারতলা থেকে শিক্ষার্থীর লাফ

১৪

ভূমিকম্পে গাজীপুরে স্কুল-মসজিদসহ বেশ কয়েকটি বাড়িতে ফাটল

১৫

ভূমিকম্পে বাড্ডায় হেলে পড়ল ভবন

১৬

ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

১৭

‘ভূমিকম্পে যে ঝাঁকুনি হলো, তা এযাবৎকালের সর্বোচ্চ’

১৮

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

১৯

যৌন হয়রানির ঘটনায় নিরাপত্তা প্রার্থনা / ক্রীড়া উপদেষ্টাকে এক শুটারের খোলা চিঠি

২০
X