স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই ম্যাচের নিষেধাজ্ঞাকে হাস্যকর বললেন বেলিংহ্যাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবারের স্প্যানিশ লা লিগায় রীতিমতো উড়ন্ত শুরু করেছিলেন রিয়ালের নতুন সেনসেশন জুড বেলিংহ্যাম। অবশ্য গত কয়েক ম্যাচ ধরে ইনজুরিতে ভুগছেন পৃথিবীর সেরা এই ক্লাবের ইংলিশ তারকা। ইনজুরি কাটিয়ে মাত্রই ফিরেছিলেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের একাদশে তবে একাদশে ফেরাটা ভালো হয়নি তার। ফিরেই দেখেছেন লাল কার্ড। সেই সঙ্গে রেফারির সঙ্গে অসদাচরণে পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। এই লাল কার্ডের নিষেধাজ্ঞা অবশ্য কোনোমতেই মানতে পারছেন না এই মৌসুমে রিয়ালের অন্যতম সেরা এই তারকা।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে বিতর্কিত সময়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেন তিনি। এ ছাড়াও অসদাচরণের জন্য বেড়েছে শাস্তির পরিমাণও। আর এতে ঘোর আপত্তি রিয়াল মাদ্রিদের এই তরুণ সেনসেশনের। প্রতিভাবান এই ইংলিশ ফুটবলারের দাবি, রেফারি ক্ষেপে যায় এমন কিছু্ই তিনি বলেননি।

লা লিগার শনিবার (২ মার্চ) ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষে ওই কার্ড দেখেন বেলিংহ্যাম। রেফারির তার ম্যাচ পরবর্তী প্রতিবেদনে বেলিংহ্যাম সম্পর্কে লেখেন ‘আগ্রাসী আচরণ’ করেছেন এই ফুটবলার। পরে তাকে লা লিগায় দুটি ম্যাচের জন্য নিষিদ্ধ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

তবে আগ্রাসী আচরণের অভিযোগ মানতে নারাজ বেলিংহ্যাম। স্প্যানিশ ফুটবলে নতুন বলেই এরকম সিদ্ধান্তের শিকার তিনি বলে দাবি বেলিংহ্যামের। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (৬ মার্চ) লাইপজিগের বিপক্ষে ম্যাচের পর সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমার মনে হয় না তার দিকে অপমানজনক কোনো কথা বলেছি। অন্য সতীর্থদের মতোই তার দিকে ছুটে গেছি আমি। আমার মনে হয় যেহেতু আমি এখনও নতুন এবং এরকম, এজন্যই আমাকে দিয়ে উদাহরণ গড়তে চায় ‘

ভালেন্সিয়ার বিপক্ষে সেই বিতর্কিত ম্যাচের একদম শেষ দিকে বক্সের ডান পাশ থেকে ব্রাহিম দিয়াসের ক্রস থেকে হেড করে বল জালে জড়ান বেলিংহ্যাম। কিন্তু ব্রাহিমের ক্রস বাতাসে থাকা অবস্থায়ই শেষ বাঁশি বাজান রেফারি। ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।

গোলমুখে বল এরকম বাতাসে থাকা অবস্থায় খেলা শেষ করে দেওয়া একরকম নজিরবিহীন। রিয়ালের ফুটবলাররাও তা মানতে চাননি। মাঠে তারা ঘিরে ধরে রেফারিকে। সেখানে ছিলেন বেলিংহ্যামও। কিছু একটা বলতে দেখা যায় তাকে। এরপরই লাল কার্ড দেখানো হয় এই মৌসুমেই যোগ দেওয়া ফুটবলারকে।

নিজের দায় যেটুকু আছে, তা মানছেন বেলিংহ্যামও। তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞাকে মানতে তিনি রাজি নন।

‘নিজের কাজের দায় আমাকে নিতেই হবে এবং আমার মনে হয়, তাকে লাল কার্ড দেখানোর সুযোগ করে দিয়েছি আমি।’

‘তবে এই সিদ্ধান্তে আমি খুশি নই। আমার মনে হয়, ক্লাব যদি আপিল করে, আরও ভালো কিছু হতে পারে। কারণ আমার মতে, দুই ম্যাচের নিষেধাজ্ঞা কিছুটা হাস্যকর। শেষ পর্যন্ত দুই ম্যাচই বাইরে থাকতে হলে সেই দায়ও আমাকে নিতে হবে এবং গ্যালারি থেকেই দলকে সমর্থন জোগাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

জনগণের আমানত রক্ষায় জমিয়ত সর্বদা সচেষ্ট থাকবে : মোহাম্মদ আলী

স্বর্ণে সর্বোচ্চ দামের নতুন ইতিহাস, ভরি কত

অসুস্থ নাতনিকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল নানা-নানির

এবার রুপার দামেও নতুন রেকর্ড

ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহীসহ ৬ জনের নামে মামলা

কেশবপুরে মন্দির থেকে স্বর্ণালংকার, শালগ্রাম শিলা চুরি

১০

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার আগে যা ভাবতে বললেন নুর

১১

অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু রিমান্ডে

১২

ভারতীয় নাগরিক জগদীশকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৩

পবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের উদ্যোগে ‘পর্দা কর্নার’ চালু

১৪

ভোটারদের পছন্দে এগিয়ে কোন দল, উঠে এলো জরিপে

১৫

আহান পান্ডে ও অনীত পড্ডাকে নিয়ে প্রেমের গুঞ্জন

১৬

শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম চবি ক্যাম্পাস

১৭

চমেক হাসপাতালে হাজতির মৃত্যু

১৮

না ফেরার দেশে পাকিস্তানের প্রথম টেস্ট দলের শেষ সদস্য

১৯

জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

২০
X