মেজর লিগ সকারে (এমএলএস) মন্ট্রিয়লের বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন লিওনেল মেসি। তবে ছিল পুরোপুরি নিষ্প্রভ। না নিজে গোল করতে পারছিলেন, না পারছিলেন সতীর্থদের দিয়ে করাতে।
তাতে কী? ইন্টার মায়ামির রয়েছে আর্জেন্টাইন কিংবদন্তির দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ। তিনি পেয়েছেন গোল। রোববার চলতি মৌসুমে গোল করার প্রতিযোগিতায় বিশ্বকাপজয়ী তারকাকে ছাড়িয়ে গেলেন উরুগুয়ের এ স্ট্রাইকার।
মেজর লিগ সকারের ম্যাচে শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়ে মায়ামি। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যার্বতনের গল্প লিখে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। সুয়ারেজ ছাড়াও ফ্লোরিডার হয়ে স্কোর শিটে নাম তোলেন মাতিয়াস রোহাস ও বেঞ্জামিন ক্রিমাশ্চি।
এর আগে লিগ ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছিল ইন্টার মায়ামি। সেই ম্যাচে শুরুতে ১ গোলে পিছিয়ে পড়েছিল। পরে ম্যাচটি জেতে ৬-২ গোলের বড় ব্যবধানে।
আর এ ম্যাচে ৩২ মিনিটের মেসি-সুয়ারেজদের জালে দুই গোল দেয় মন্ট্রিয়ল। পিছিয়ে পড়ে ভয়ংকর রূপ ধারণ করে মায়ামি। একের পর এক আক্রমণে চাপ বাড়ায় মন্ট্রিয়লের রক্ষণে। প্রথমার্ধের শেষ মুহূর্তে পায় কাঙ্ক্ষিত গোলের দেখা।
রোহাসের পর প্রথমার্ধের যোগ করা সময়ে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। মেজর লিগ সকারের চলতি আসরে এটি উরুগুয়ের তারকার ১১ তম গোল। যা দলনেতা মেসির চেয়ে একটি বেশি। এরপর ৫৯ মিনিটে মায়ামির হয়ে জয়সূচক গোলটি করেন ক্রিমাশ্চি।
এই জয়ে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে মায়ামি। ইস্টার্ন-ওয়েস্টার্ন, দুই কনফারেন্স মিলিয়েও শীর্ষে ডেভিড বেকহ্যামের দল।
মন্তব্য করুন