গুঞ্জন যা চলছিল শেষ পর্যন্ত তাই সত্যি হলো। স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনা তাদের পদত্যাগ প্রত্যাহার করে আসা কোচ জাভি হার্নান্দেজকে বরখাস্তই করলো। অথচ কিংবদন্তি এই স্প্যানিশ ফুটবলার সম্প্রতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার পূর্ববর্তী সিদ্ধান্ত প্রত্যাহার করেন।
বার্সা জাভিকে বরখাস্ত করার পদক্ষেপটি তাদের ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তার সাথে জাভির সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের ফলশ্রুতিতে নিতে বাধ্য হয়েছে। কিছুদিন আগেই জাভি দাবি করেন বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তার বড় সাইনিং-এর প্রয়োজন। এটি বার্সার কর্তারা ভালোভাবে নিতে পারেনি।
চলতি মাসের শুরুর দিকে, জাভি লাপোর্তাকে ক্ষেপিয়ে দেন যখন তিনি বলেন যে বার্সেলোনা তাদের প্রতিদ্বন্দ্বীদের সাথে মানিয়ে নিতে বড় ধরনের শক্তিবৃদ্ধি ছাড়া অক্ষম। অর্থাৎ বার্সার বর্তমান দল রিয়ালের সাথে প্রতিযোগিতায় টিকবে না। যা তিনি ক্লাব কর্মকর্তাদের সাথে ব্যক্তিগত আলোচনায় মেনে নিয়েছিলেন বলে জানা গেছে। এর জোড়েই মূলত বার্সা সভাপতি ও জাভির বিরোধ শুরু। এই বিরোধ এখন তার বরখাস্তের মাধ্যমে পরিণতি লাভ করলো। বার্সেলোনার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তা জানিয়েছে।
শুক্রবার (২৪ মে) ক্লাবের বিবৃতিতে জাভিকে ধন্যবাদ জানানো হয়েছে "তার কাজের জন্য, যা একজন খেলোয়াড় এবং দলের অধিনায়ক হিসেবে অনন্য ক্যারিয়ারের সাথে যুক্ত হয়েছে এবং তাকে বিশ্বের সমস্ত শুভেচ্ছা জানানো হয়েছে।" অবশ্য বরখাস্ত হওয়া সত্ত্বেও, জাভি রোববার সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার লা লিগা মৌসুমের শেষ ম্যাচে কোচের দায়িত্ব পালন করবেন।
এদিকে সাবেক বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় দলের ম্যানেজার হান্সি ফ্লিক জাভির স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম। প্রাক্তন জার্মানি জাতীয় দলের এই ম্যানেজারের সাথে একটি চুক্তি এই সপ্তাহের শুরুতে হয়েছে বলে জানা গেছে, যেখানে ফ্লিক অন্যান্য দলের প্রস্তাবগুলির চেয়ে বার্সেলোনাকে অগ্রাধিকার দিয়েছেন।
জাভির বরখাস্ত হওয়ার মাধ্যমে বিশ্বের অন্যতম সেরা এই ক্লাবের ম্যানেজার নিয়ে নাটকের অবসান ঘটলো।
জাভি বার্সাকে ২০২২/২৩ মৌসুমের লা লিগা শিরোপা জিতিয়ে দেওয়ার পর, ২০২৩/২৪ মৌসুমের শুরুর দিকে তীব্র চাপে পড়েন। এই বছরের জানুয়ারিতে, তিনি মৌসুম শেষে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। তবে, দলের পারফরম্যান্সের উল্লেখযোগ্য উন্নতির পর, ক্লাব কর্মকর্তারা, লাপোর্তা সহ, তাকে পুনর্বিবেচনার জন্য প্রকাশ্যে আহ্বান জানান। জাভি শেষ পর্যন্ত এপ্রিলে ঘোষণা করেন যে তিনি চলমান মৌসুমের পরেও থাকবেন।
এই উল্টো সিদ্ধান্তের পরেও, এক মাসের কম সময়ের মধ্যে, বার্সেলোনা জাভিকে জানিয়েছে যে তিনি পরবর্তী মৌসুমে ম্যানেজারের দায়িত্বে থাকবেন না। জানুয়ারিতে জাভির ঘোষণার পরে প্রাথমিক আলোচনায় শীর্ষ প্রার্থী হিসাবে দেখা হওয়া হান্সি ফ্লিক এখন এই গ্রীষ্মে ম্যানেজারিয়াল দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত।
▶ FC Barcelona official statementhttps://t.co/yJRoC1n9YS— FC Barcelona (@FCBarcelona) May 24, 2024
মন্তব্য করুন