স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৩:০১ পিএম
আপডেট : ২৬ মে ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নারী চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা আবারও বার্সার ঘরে

শিরোপা হাতে বার্সার নারী দল। ছবি : সংগৃহীত
শিরোপা হাতে বার্সার নারী দল। ছবি : সংগৃহীত

স্পেনের বাস্কের বিলবাও শহর, পর্যটনের সঙ্গে সঙ্গে যা সাধারণত লা লিগার ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের ঘরের মাঠ বলেও পরিচিত। তবে অ্যাথলেটিকের শহরে বার্সেলোনার লাল ও নীল রঙে ভরে উঠেছিল শনিবার। কাতালান ক্লাবটির ভক্তরা প্রতিটিবার এবং রেস্তোরাঁয় বার্সেলোনার নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিওঁর বিরুদ্ধে ম্যাচ দেখতে ভরে গিয়েছিল।

শনিবার (২৫ মে) উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্পেনের বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে অলিম্পিক লিওঁকে ২-০ গোলে হারিয়েছে আসরটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা নারী ফুটবল দল। দলের অন্যতম দুই প্রধান তারকা আইতানা বোনমাতি এবং আলেক্সিস পুতেল্লাসের গোলে জয় নিশ্চিত হয় বার্সার। বোনমাতি ম্যাচের এক ঘণ্টা পেরোনোর কিছুক্ষণ পরে বল জালে পাঠান আর পুতেল্লাস অতিরিক্ত সময়ের তিন মিনিটে গোল দিয়ে জয় নিশ্চিত করেন। এই জয়ে বার্সা ঐতিহাসিক কোয়াড্রপলও অর্জন করল।

অথচ এই লিওঁই বার্সাকে ফাইনালে আগের দুই দেখায় রীতিমতো বিধ্বস্ত করে। কিন্তু আগের দুই ম্যাচের মতো এটি একপেশে ছিল না ২০১৯ সালে বুদাপেস্টের ফাইনালে, লিওঁ ৩০ মিনিটের মধ্যে চার গোল করে ৪-১ ব্যবধানে জয় পেয়েছিল। তিন বছর পর তুরিনে, লিওঁ ৩৩ মিনিটের মধ্যে ৩-০ তে এগিয়ে গিয়ে ৩-১ ব্যবধানে জয় পায়।

বার্সেলোনা কষ্টের সেই দুই পরাজয়ের পর থেকে নারী ফুটবলে বেশ উন্নতি করেছে, বিলবাওতে তৃতীয় দেখার বিজয়ের আগে বার্সা দুবার ট্রফি তুলেছে তবে লিওঁর দেখা পায়নি। এবার অবশেষে বার্সার প্রতিশোধ সম্পন্ন হলো।

ম্যাচের ফরোয়ার্ড ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন ম্যাচের পর মন্তব্য করেন যে, ‘আমরা উল্লেখযোগ্যভাবে পরিপক্ব হয়েছি এবং বিগত বছরগুলোতে শিখেছি, বিশেষ করে আমরা যে ফাইনালগুলো হেরেছিলাম তা থেকে। তাই, আমরা আবার একটি সুযোগ পেয়ে খুশি এবং দেখাতে পেরেছি, আমরা কতটা পরিবর্তিত এবং কঠিন হয়ে উঠেছি।’

বার্সেলোনার জন্য লিওঁ ঐতিহ্যগতভাবে কঠিন এক প্রতিপক্ষ। বার্সার প্রভাবের আগে লিওঁ ইউরোপীয় মহিলা ফুটবলে আমূল পরিবর্তন এনেছিল।

পুরো ম্যাচজুড়েই বার্সার আধিপত্য স্পষ্ট ছিল। তাদের আধিপত্য বিস্তার করা ফুটবলের সঙ্গে লিওঁ পেরে উঠছিল না। তবে, তারা প্রথমে তাদের সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল, প্রথমার্ধের তাদের সেরা সুযোগটি লিওঁর গোলকিপার ক্রিশ্চিয়ানে এন্ডলার ফিরিয়ে দেন।

লিওঁর সেরা সুযোগটি দ্বিতীয়ার্ধের শুরুতে এসেছিল, কিন্তু সেলমা বাচারের ফ্রি-কিক থেকে গিলসের হেডার লক্ষ্যভ্রষ্ট হয়।

লিয়নের মিস করা সুযোগগুলো তাদের গলার কাঁটা হয়ে ওঠে যখন ব্যালন ডি’অর জয়ী বোনমাতি ঘণ্টা পেরোনোর একটু পরেই ডেডলক ভেঙে দেন। তার শট গিলস থেকে প্রতিফলিত হয়ে এন্ডলারের পাশ দিয়ে যায়।

লিওঁ সমতাসূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। প্রতিযোগিতার রেকর্ড গোলদাতা আডা হেগেরবার্গকে মাঠে আনে সমতাসূচক গোলের জন্য। তবে, পুতেল্লাসের শেষ মুহূর্তের গোল লিওঁর সমতাসূচক গোলের স্বপ্নের ইতি টানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আজহারির উদ্বেগ

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

১০

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১১

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১২

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১৩

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৪

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৬

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৭

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৮

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৯

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

২০
X