স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কোপায় যাদের উপর ভরসা ব্রাজিলের

ব্রাজিল দলের তিন ফুটবলার। প্রতীকী ছবি
ব্রাজিল দলের তিন ফুটবলার। প্রতীকী ছবি

নেইমার আর ইনজুরি যেন সমার্থক! গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা।

ফলে খেলা হচ্ছে না আসছে কোপা আমেরিকা কাপে। তাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়র। কাজেই কোপার শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধারে অন্যদের উপর ভরসা করতে হচ্ছে সেলেসাওদের।

লাতিন আমেরিকার শিরোপা জয়ের পথে ব্রাজিলিয়ানদের বড় বাধা আর্জেন্টিনা এবং লিওনেল মেসি। শিরোপা ধরে রাখতে মরিয়া আলবিসেলেস্তারা। আরেক বাধা হতে পারে উরুগুয়ে। আর্জেন্টিনার সমান ১৫ বার কোপার শিরোপা ঘরে তুলেছে সুয়ারেজ-কাভানিরা।

অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ দশম শিরোপা ঘরে তুলতে দলের বেশ কয়েক ফুটবলারের উপর ভরসা রাখছেন ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়র। নিজের প্রথম বড় এসাইনমেন্টে সফল হতে দলের পাঁচজন গুরুত্বপূর্ণ ফুটবলারের উপর ভরসা রাখছেন তিনি।

৫. রদ্রিগো : যদিও ব্রাজিলের নতুন সেনসেশন এন্ড্রিককে ঘিরে রয়েছে অনেক গুঞ্জন। তবে রদ্রিগোকে ঘিরে কোচের আস্থাও কম নয়। ব্রাজিলের সবশেষ চার ম্যাচের দুটিতে গোল করেছেন রিয়াল মাদ্রিদের তারকা। মৌসুম জুড়ে আছেন দারুণ ফর্মে।

রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে বড় ভুমিকা রাখেন তিনি। মাঝমাঠে থেকে আক্রমণের দায়িত্ব পালন করবেন রদ্রিগো। ২৪ বছর বয়সী উইঙ্গার দেশের হয়ে ২২ ম্যাচে করেছেন পাঁচ গোল।

পরিসংখ্যানে তার গোল করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে পারে, তবে নিজের সেরা দিনে রদ্রিগো বেশ ভয়ংকর। যা তিনি আগেও প্রমাণ দিয়েছেন।

৪. লুকাস পাকুয়েতা : ব্রাজিলের বর্তমান দলে ডগলাস লুইজ, ব্রুনো গুইমারেস ও জোয়াও গোমেজের মতো প্রতিভাবান মিডফিল্ডার রয়েছেন। তবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের লুকাস পাকুয়েতা হতে পারেন মিডফিল্ডে দলের তুরুপের তাস।

আক্রমণ ভাগের ফুটবলারদের বল যোগান দেওয়ার পাশাপাশি নিজেরও গোল করার সহজাত প্রতিভা রয়েছে তরুণ এই মিডফিল্ডারের। অ্যাটাকিং মিডফিল্ডের দায়িত্ব সামলাতে হবে তাকেই।

৩৷ অ্যালিসন বেকার : তারকাবহুল ব্রাজিল দলে ফরোয়ার্ড এবং মিডফিল্ডারদের নিয়ে কথা বলা সহজ। তবে শিরোপা জিততে হলে গোল করার পাশাপাশি সুরক্ষিত রাখতে হয় নিজের গোলপোস্টও। আর এই কাজে বেশ পটু ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকার।

নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার তিনি। ব্রাজিল ও লিভারপুলকে অংসখ্যবার বিপদ থেকে বাঁচিয়েছেন অভিজ্ঞ এ গোলকিপার। শিরোপা পুনরুদ্ধারে তার কাছ থেকে সেরাটাই প্রত্যাশা করছে সেলেসাওদের স্বপ্নসারথিরা।

২. মার্কুইনহোস : স্ট্রাইকার ম্যাচ জেতায় আর ডিফেন্ডার জেতায় শিরোপা। কাজেই কোপার শিরোপার পুনরুদ্ধারে ব্রাজিলের রক্ষণভাগকে দেখা হবে দৃঢ়তা। আর এতে নেতৃত্ব দিতে হবে পিএসজির আইকন মার্কুইনহোসকে।

তিনি শুধু দলের সেরা ডিফেন্ডারই নন, অধিনায়কও। কাজেই ৩০ বছর বয়সি এই ফুটবলারের আস্থা দরিভাল জুনিয়রের।

১. ভিনিসিয়াস জুনিয়র : ব্রাজিলের শিরোপা জয়ে সবচেয়ে বড় কারিগর হতে পারেন তিনি। নেইমার দলে না থাকায় গোল করার বড় দায়িত্ব পালন করতে হবে ভিনিসিয়াস জুনিয়রকে।

ক্লাব কিংবা জাতীয় দলের জার্সিতে এই কাজটা করতে তার জুড়ি নেই। বিদ্যুৎ গতি আর ড্রিবলিং দক্ষতায় প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত রাখেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। কাজেই কোপায় তার সেরা পারফরম্যান্সের অপেক্ষায় ব্রাজিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেয়া পায়েলকে

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

মানসিক স্বাস্থ্য ভালো রাখার কিছু দৈনন্দিন অভ্যাস

নারায়ণগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের মনোনয়নপত্র স্থগিত ‎

সেই ব্যবসায়ীর মৃত্যুতে নুরুদ্দিন অপুর শোক

তাসনিম জারার মনোনয়ন বাতিল

ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

এক্স ও গ্রোককে ৭২ ঘণ্টার আলটিমেটাম ভারতের

মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশ

১০

কাবাডির ফাইনালে বিজিবি-সেনাবাহিনী, আনসার-পুলিশ

১১

ছুরিকাঘাত ও আগুনে দগ্ধ সেই ব্যবসায়ীর মৃত্যু

১২

১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৩

বাংলাদেশে সবচেয়ে বেশি শীত কবে পড়েছিল

১৪

সমীকরণ মিললে এই বছর পাঁচবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান!

১৫

সিনেমায় আবারও জুটি হচ্ছেন রানি-অক্ষয়

১৬

৮৪ জনের প্রার্থিতা বাতিল, কে কোন দলের

১৭

লেবাননে স্থল অভিযান চালাতে পারে ইসরায়েল

১৮

রমজানে লোডশেডিংয়ের শঙ্কা

১৯

এক দিনেই ২ ডিগ্রি কমলো নওগাঁর তাপমাত্রা

২০
X