এমিলিয়ানো মার্তিনেজ, আর্জেন্টাইন ফুটবলে অন্যতম বড় তারকা হলেও বিশ্ব ফুটবলে যাকে নিয়ে রয়েছে নানা ধরনের সমালোচনা। ফুটবলীয় প্রতিভা নিয়ে প্রশ্ন না উঠলেও আচরণগত কারণে হয়েছেন বারবারই সমালোচিত। এবার আবারও নতুন করে সমালোচনার জন্ম দিলেন এই আর্জেন্টাইন তারকা ফুটবলার।
ফুটবল মাঠে আর্জেন্টিনার গোলবার যেভাবে সামলান তাতে আর্জেন্টাইন ভক্তদের কাছে এমিলিয়ানো মার্তিনেজ দুধে ধোয়া তুলসী পাতা হতেই পারেন। তবে পুরো ফুটবল বিশ্ব যে দুই ভাগে বিভক্ত, এক পক্ষের কাছে তিনি ত্রাতা হলেও, অন্য পক্ষের কাছে অশ্লীল অঙ্গভঙ্গির কারণে প্রশ্নবিদ্ধ হয়েছেন বারবারই। বিশ্বকাপ ফাইনালের সেই অশ্লীল উদযাপন এখনো সমালোচনার জন্ম দিচ্ছে। সেই ধারা অব্যাহত রেখে আবারও অশ্লীল অঙ্গভঙ্গিতে উদযাপন করে, উসকে দিলেন সমর্থকদের।
চিলির বিপক্ষে কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বাজে অঙ্গভঙ্গির কারণে আবারও সংবাদের শিরোনামে উঠে এসেছেন বিশ্বজয়ী এই গোলকিপারের নাম। গোলপোস্টের নিচে এদিন আর্জেন্টিনাকে বাঁচিয়েছেন বেশ কয়েকবার, তবে গোলের খেলা ফুটবলে ওই গোলের দেখাটাই পাচ্ছিল না লিও মেসির আর্জেন্টিনা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা।
তখনই সমর্থকদের মতো মাঠেই উচ্ছ্বাসে মেতে ওঠেন আর্জেন্টাইন খেলোয়াড়রা, সেই উচ্ছ্বাসে যোগ দেন এমি মার্তিনেজও। তবে সেটি সতীর্থদের সঙ্গে নয়। আর্জেন্টিনার গোলবারের পিছনে ছিল বেশকিছু চিলি সমর্থক, আর তাদের উদ্দেশ্য করেই বাজে অঙ্গভঙ্গি করতে থাকেন মার্তিনেজ।
গোলবার থেকে দৌড়ে এসে গ্যালারি নিরাপত্তা বেষ্টনীতে উঠে চিলির সমর্থকদের উদ্দেশে এই অঙ্গভঙ্গি করতে দেখা পাই এমিলিয়ানোকে। উল্টো পাশ থেকে ক্ষুব্ধ চিলির সমর্থকরাও মার্তিনেজকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের বাজে আকার ইঙ্গিত প্রদর্শন করে।
সমর্থকদের সেই আচরণ নিয়ে যতটানা আলোচনা তার চাইতে কয়েকগুণ মার্তিনেজের উদযাপন নিয়ে। বর্তমান সময়ে ক্রীড়া জগতের বহু তারকার জীবনধারাই অনুসরণ করে থাকে তরুণ প্রজন্ম। তাই তো এমিলিয়ানো মার্তিনেজের এমন কাণ্ডে কী শিখবে তার ভক্ত অনুরাগীরা?
এটাই যে তার প্রথম এমন উদযাপন তাও কিন্তু নয়। কাতার বিশ্বকাপ জয়ের পরে মার্তিনেজের উদযাপন ছিল একেবারেই দৃষ্টিকটু। সেই সমালোচনার ঝড় থামেনি খুব তাড়াতাড়ি।
শুধুই অমন উদযাপনে সীমাবদ্ধ থাকেননি তিনি, অন্যকে ছোট করেও হয়েছেন সমালোচিত। বিশ্বকাপ জিতে এমবাপ্পেকে ও ব্যঙ্গ করতে ছাড়েননি এই আর্জেন্টাইন তারকা। ট্রফি নিয়ে দেশে ফিরে ছাদখোলা বাসে বসে এমবাপ্পের পুতুল হাতে করেছেন ভিন্নধর্মী উদযাপন। তাই তো এমিলিয়ানো মার্তিনেজের এমন উদ্যাপন নতুন কোনো ঘটনা নয়। তবে এমন উদযাপন অবশ্যই প্রশ্নবিদ্ধ করে ফুটবলীয় সৌন্দর্যকে।
মন্তব্য করুন