ঢাকা-আসাম হ্যান্ডবল সিরিজের পুরুষ বিভাগে শুভ সূচনা করেছে ঢাকা দল। প্রথম ম্যাচে ঢাকা ৪৭-২৪ গোলে আসাম হ্যান্ডবল দলকে পরাজিত করে।
বিজয়ী দল প্রথমার্ধে ২৩-১১ গোলে এগিয়ে ছিল। ঢাকা হ্যান্ডবলে মো. ফয়সাল সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও ভারতের আসাম রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘ঢাকা-আসাম হ্যান্ডবল সিরিজ’-এর উদ্বোধন হলো রোববার (৩০ জুন)। এ সিরিজে নারী ও পুরুষ বিভাগে খেলা হবে।
পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক মহাসচিব ও ভলিবল ফেডারেশনের সাবেক সভাপতি বর্ষীয়ান ক্রীড়া সংগঠক গোলাম কুদ্দুস চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরিজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সহসভাপতি ও আসাম হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমল নারায়ণ পাটোয়ারী, ঢাকা-আসাম হ্যান্ডবল সিরিজের আহ্বায়ক মো. মকবুল হোসেনসহ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের অন্য কর্মকর্তারা।
মন্তব্য করুন