স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৬:০০ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অলিম্পিকের উদ্বোধনীতে সাড়ে ৫ ঘণ্টা দাঁড়িয়ে থাকবেন অ্যাথলেটরা!

প্যারিস অলিম্পিক। ছবি : সংগৃহীত
প্যারিস অলিম্পিক। ছবি : সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপর আনুষ্ঠানি উদ্বোধন হবে প্যারিস অলিম্পিকের। বিশ্বের প্রায় সব দেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণে ফ্রান্সের রাজধানী বসবে মিলনমেলা। তাই তো এতে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।’

প্যারিসের আকাশে উড়বে ২০৬টি দেশের পতাকা। ৩২ খেলার ৩২৯ ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণে লড়বেন ১০ হাজার ৫০০ অ্যাথলেট। দর্শক থাকবেন কয়েক লাখ। তাই অলিম্পিকে দেখা মেলে সত্যিকারের ক্রীড়া মহোৎসব।

বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুলাই) মধ্য রাতে শুরু হবে প্যারিস অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠান। এবার দীর্ঘদিনের প্রথা ভাঙছেন আয়োজকরা। স্টেডিয়ামের পরিবর্তে প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠান হবে নদীতে। এর জন্য নানান রংয়ে সাজানো হয়েছে সেইন নদীর দুই পাড়।

তবে বেশ ভোগান্তি পোহাতে হবে অংশগ্রহণকারী অ্যাথলেটদের। মাত্র ৪৫ মিনিটের প্যারেডের জন্য ক্রীড়াবিদদের অপেক্ষা করতে হবে প্রায় সাড়ে ৫ ঘণ্টা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে প্যারিসে পুরো উদ্বোধনী অনুষ্ঠান হবে ৭ ঘণ্টা ৪০ মিনিট ধরে।

অলিম্পিক গেমস ভিলেজের মূল ফটক থেকে অন্তত ৯৪০ মিটার হাঁটতে হবে ক্রীড়াবিদদের। আর ভিলেজের একেবারে শেষ প্রান্তে যারা অবস্থান করছেন তাদের হাঁটতে হবে ২ কিলোমিটারের বেশি। এরপর দীর্ঘ অপেক্ষা।

আয়োজকরা জানিয়েছেন, সবমিলিয়ে প্রায় সাড়ে ৫ ঘণ্টা অপেক্ষা করতে হবে ক্রীড়াবিদদের। আর প্যারেডের জন্য সেইন নদীতে নৌকায় তাদের থাকতে হতে পারে ৪৫ মিনিটের মতো।

সর্বমোট ৯৪টি নৌকায় হবে উদ্বোধনী প্যারেড। এতে থাকবেন প্রায় ৭ হাজার অ্যাথলেট। একের পর এক নৌকা ছাড়বে। তাই দীর্ঘসময় অপেক্ষো করতে হবে প্রতিযোগীদের। সে সময় তারা যাতে কোনো সমস্যা না পড়েন, এ জন্য থাকবে খাবারের ব্যবস্থা। ফল, শুকনো খাবার, পানি ও লাইফ জ্যাকেট দেওয়া হবে প্যারেডে অংশ নেওয়া প্রতিযোগীদের।

যদিও উদ্বোধনী অনুষ্ঠান কেমন হবে, তা নিয়ে কিছুই খোলসা করেননি আয়োজকরা। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন বিখ্যাত গায়িকা সেলিন ডিওন ও লেডি গাগা। প্রায় পাঁচ লাখ দর্শক উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন বলে আশা করছে আয়োজকরা।

এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পাঁচ অ্যাথলেট। এদের মধ্যে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন আরচার সাগর ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের প্যারেডে লাল-সবুজের পতাকায় বাংলাদেশকে নেতৃত্বে দেবেন তিনি।

এ ছাড়া অ্যাথলেটিক্সে ইমরানুর রহমান, সাঁতারে সামিউল ইসলাম রাফি, সোনিয়া আক্তার এবং শুটিংয়ে রবিউল ইসলাম সুযোগ পেয়েছেন ওয়াইল্ড কার্ডে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবিয়ান সাগরে নিহত ৪

দোনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে : পুতিন

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

১০

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

১১

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

১২

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৩

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১৪

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১৫

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৬

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৭

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৮

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৯

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

২০
X