ক্রীড়া ক্ষেত্রে নিবেদন ও পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটার তাসকিন আহমেদ এবং নারী ফুটবলার সাবিনা খাতুনকে এ পুরস্কারে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এবার ১০ জন ব্যক্তি ও দুটি সংস্থা শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পাবে। তবে পৃষ্ঠপোষক হিসেবে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস।
এ বছর জাতীয় ক্রীড়া পরিষদ পরিষদ পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি আব্দুস সাদেক। সেরা ক্রীড়াবিদ হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। এ ছাড়া জিয়ারুল ইসলামও পাচ্ছেন এ পুরস্কার।
আগামী ৫ আগস্ট শেখ কামালের জন্মদিনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের ক্রেস্ট তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারপ্রাপ্তরা ১ লাখ টাকা, সম্মাননাপত্র এবং ক্রেস্ট পাবেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী পুরস্কারের আর্থিক পরিমাণ সম্পর্কে বলেন, ‘জাতীয় ক্রীড়া পুরস্কারের পরিমাণও এক লাখ টাকা। কাজেই সেটি না বৃদ্ধি পাওয়া পর্যন্ত এটির অঙ্ক বাড়ানো সম্ভব নয়।’
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন যারা :
আজীবন ক্রীড়া সম্মাননা : আব্দুস সাদেক
ক্রীড়াবিদ : সাবিনা খাতুন, তাসকিন আহমেদ ও জিয়ারুল ইসলাম
উদীয়মান ক্রীড়াবিদ : মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলাম
ক্রীড়া সংগঠক : মালা রাণী সরকার ও ফজলুল ইসলাম
ক্রীড়া সাংবাদিক : খন্দকার তারেক
ক্রীড়া ধারাভাষ্যকার : আতাহার আলী খান
ক্রীড়া সংস্থা : আরচ্যারি ফেডারেশন
ক্রীড়া পৃষ্ঠপোষক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
মন্তব্য করুন