কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে টাইগার রবির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘সুপারফ্যান’ টাইগার রবি। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘সুপারফ্যান’ টাইগার রবি। ছবি : সংগৃহীত

বৃষ্টির কারণে কানপুরে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়ায়নি। খেলা না হলেও থেমে নেই ক্রিকেট মাঠের বাইরের ঘটনা নিয়ে চর্চা। এখনো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘সুপারফ্যান’ হিসেবে পরিচিত টাইগার রবির হেনস্থার ঘটনায় ক্রিকেট মাঠের বাইরে চলছে আলোচনা-সমালোচনা।

ঘটনার শুরু চেন্নাইয়ে প্রথম টেস্ট চলাকালীন সময়ে। সে সময় ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন রবি। সে সময় চেন্নাই পুলিশ তার অভিযোগ অস্বীকার করেছিল।

এরপর কানপুর দ্বিতীয় টেস্টের প্রথম দিন শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আবারও ভারতীয় সমর্থকদের দ্বারা মারধরের শিকার হওয়ার অভিযোগ করেন টাইগার রবি। কিন্তু দেখা গেল, ঘটনায় রয়েছে ভিন্ন কিছু।

জানা যায়, কানপুরের গ্রিন পার্কে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে গ্যালারি থেকে বের করে টাইগার রবিকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে টাইগার রবি অভিযোগ করেন, ভারতীয় সমর্থকরা তাকে গ্যালারিতে হেনস্থা ও মারধর করেছেন।

দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী এসব অভিযোগ অস্বীকার করে জানান, টাইগার রবি ডিহাইড্রেশনের জন্য অসুস্থ হয়ে পড়েন।

এবার রবিকে নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। দেশটির সংবাদমাধ্যম বলছে, মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসেছেন টাইগার রবি। মূলত, চিকিৎসা করাতে তিনি ভারতে এসেছেন।

এ ঘটনায় প্রশ্ন উঠেছে টাইগার রবি মেডিকেল ভিসা নিয়ে মাঠে কীভাবে দেশের হয়ে গলা ফাটাচ্ছিলেন। এমনকি চেন্নাইয়ের পর হাজির হয়েছেন কানপুরেও। সে বিষয়টি নিয়েই চলছে সমালোচনা।

এমনকি আরও বিস্ফোরক তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। হাসপাতালের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আরও জানিয়েছে, যক্ষ্মা রোগে আক্রান্ত টাইগার রবি। এই রোগ লুকিয়ে তিনি স্টেডিয়ামে ঢুকেছেন। এই রোগ সংক্রামক এবং বিশেষ করে ক্রিকেট মাঠের গ্যালারির মতো জনবহুল জায়গায় এই রোগ নিয়ে থাকাটা মোটেও নিরাপদ নয়।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড বলছে, টাইগার রবি একটি নির্দিষ্ট সংস্থার লোগো ও নামসহ পোশাক পরে বাঘ সেজে মাঠে থাকেন। মাথায় থাকে টেডি বাঘ। কিন্তু এভাবে গ্যালারিতে কোনো সংস্থার প্রচার করা যায় না।

এত সব কিছুর পর টাইগার রবিকে শুধু দেশে ফেরত পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি ভারত। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ভারতে আগামী পাঁচ বছর নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে তাকে। ইতোমধ্যেই কানপুর থেকে রবিকে শনিবার (২৮ আগস্ট) রাজধানী দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সব কিছু ঠিকঠাক থাকলে রোববার (২৯ সেপ্টেম্বর) দিল্লি থেকে সরাসরি ঢাকাগামী বিমানে তুলে দেশে ফেরত পাঠানো হবে তাকে।

সূত্র : এবিপি লাইভ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিবাজকে ভোট  দিয়ে সুশাসনের স্বপ্ন দেখাই আত্মপ্রবঞ্চনা

খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৭ ফুটবল সমর্থক নিহত

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

ধর্মেন্দ্র পাচ্ছেন মরণোত্তর পদ্মবিভূষণ

হজের কার্যক্রম নিয়ে নতুন তথ্য জানালেন ধর্ম উপদেষ্টা

বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর

বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ

একই দলের প্রার্থী হয়ে লড়ছেন মামা-ভাগনে

নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে শান্তি ফেরাব : মির্জা ফখরুল

১০

বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ

১১

নির্বাচনে বিএনপিকে দুটি চ্যালেঞ্জ নিতে হচ্ছে : রবিউল আলম

১২

স্বামী জামায়াত আমিরের জন্য ভোট চাইলেন ডা. আমেনা বেগম

১৩

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনা নিয়ে নতুন তথ্য

১৪

নাগরিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতি ইশরাকের

১৫

প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর

১৬

আরও ১১ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

১৭

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

১৮

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

১৯

রবিনের ধানের শীষেই আস্থা সাধারণ ভোটারদের 

২০
X