ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্রীড়াঙ্গনে হট্টগোল, ব্লেম-গেম চলছেই!

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দাবা ফেডারেশনে সভাপতি নিয়ে আপত্তি। কাবাডিতে আপত্তি সাধারণ সম্পাদককে নিয়ে। হকিতে নবগঠিত অ্যাডহক কমিটি নিয়েই কারোর আপত্তি। জিমন্যাস্টিকসে আবার খেলাটি সংশ্লিষ্ট অধিকাংশ ব্যক্তিকে নিয়ে আপত্তি একজনের। ক্রীড়াঙ্গনে যারা ব্লেম-গেম খেলছেন, তাদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। কিন্তু তাদের উৎপাত চরমে পৌঁছেছে!

মজার বিষয় হচ্ছে, দাবা, কাবাডি ও হকিতে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে অ্যাডহক কমিটি গঠনের পর। কিন্তু বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনে কমিটি গঠনের আগেই শুরু হয়েছে সেটা। অভিযোগ আছে, মসনদে আসতে ব্লেম-গেম খেলছেন সাবেক জিমন্যাস্ট মোহাম্মদ কাওছার; যিনি কোচিং কোর্স করতে গিয়ে বিদেশে পালিয়েছিলেন। দুই দফায় বহিষ্কৃত হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোচেস প্যানেল থেকে। সেই মোহাম্মদ কাওছার জিমন্যাস্টিকস সংশ্লিষ্টদের বিরুদ্ধে উদ্ভট সব দাবি করে পরিস্থিতি ঘোলাটে করছেন।

হকি ও কাবাডিতে বঞ্চিতরা আপত্তি তুলেছেন। অ্যাডহক কমিটি নিয়ে সাবেক সাধারণ সম্পাদক সাজেদ এ এ আদেল নানা আপত্তি তুললেও এখন কিছুটা নীরব। কাবাডিতে হট্টগোল চলছেই। গতকাল মানববন্ধনে বেরিয়ে এসেছে থলের বিড়াল। অ্যাডহক কমিটি নিয়ে যে হট্টগোল চলমান, তার মূলে আছেন আনোয়ার হোসেন আনু। এনএসসি টাওয়ারের সামনে আয়োজিত মানববন্ধনের পর কাবাডির সাধারণ সম্পাদক হওয়ার ‘খায়েশ’ খোলাসাও করেন তিনি। এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, সবাইকে নিয়ে কাবাডিকে বিশ্বপর্যায়ে নিয়ে যেতে কাজ করব।’

খায়েশ পূরণের অংশ হিসেবে কাবাডি সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সরকারি নানা দপ্তরে অভিযোগ করেছেন, অন্যদের দিয়েও অভিযোগ করিয়েছেন আনোয়ার হোসেন আনু। জাতীয় ক্রীড়া পরিষদে আরেকজনের নামে অভিযোগ করতে গিয়ে স্বাক্ষর জালিয়াতি করেছেন—অভিযোগ আছে আনোয়ার হোসেন আনুর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে দেনদরবার করলেও জাতীয় খেলার মসনদে আসতে পারেননি। এ কারণেই ‘কাবাডি ক্লাব খেলোয়াড় সংগঠক সমিতি’ নামের উদ্ভট এক সংগঠনের ব্যানারে মানববন্ধনের ডাক দিয়েছেন। যেখানে দাবি করা হয়, অধিকাংশ ক্লাব তাদের সঙ্গে রয়েছে। বাস্তবে মানববন্ধনে উপস্থিত ছিলেন ২৫-২৬ জন। কাবাডি সংশ্লিষ্টদের দাবি, যারা উপস্থিত ছিলেন, তাদের তিনজন ক্লাব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। একজন সাবেক জাতীয় খেলোয়াড়। বাকিরা কাবাডি সংশ্লিষ্ট নন। তারা আনোয়ার হোসেন আনুর প্রেস এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মী।

‘দুর্নীতিবাজ সোহাগ হটাও, জাতীয় খেলা কাবাডি বাঁচাও’—শিরোনামে করা মানববন্ধনে দাবি করা হয়, ‘অ্যাডহক কমিটি সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ আট বছরে কাবাডি ফেডারেশন থেকে তুলে নিয়ে গেছেন কোটি কোটি টাকা।’ আরও দাবি করা হয়, ‘সরকার গঠিত সার্চ কমিটিকে আর্থিকভাবে ম্যানেজ করে নিজের পছন্দমতো কমিটি বানিয়ে এনেছেন এসএম নেওয়াজ সোহাগ। অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক দাবি করেন, ফেডারেশনের কাছ থেকে ৯১ লাখ টাকা পাবেন। বিগত কমিটি ৫১ লাখ টাকা পরিশোধ করে গেছে। এখন আর তিনি কোনো টাকা পাবেন না।’

মৌলভীবাজার থেকে আসা জিল্লুর রহমান নামের এক ক্লাব কর্মকর্তা বলেন, ‘কাবাডি ফেডারেশনে যে অর্থ রক্ষিত আছে, সেখানে হাত দিলে ওই হাত গুঁড়িয়ে দেওয়া হবে।’

মানববন্ধনে নানা দাবির পরিপ্রেক্ষিতে এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘আর্থিক বিষয়ে মৌখিকভাবে কিছু দাবি করলে তো হবে না। সব নথিপত্র রক্ষিত আছে। মনগড়া নানা অভিযোগ এনে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। এটা দুঃখজনক। আমি এখানে ঝগড়া করতে আসিনি। কাজ করতে চাই, কাবাডি উন্নয়নে ভূমিকা রাখতে চাই। এ জন্য ন্যূনতম সময় তো প্রয়োজন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে কত লাগবে জানা গেল

ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো হীরা, অর্ধকোটির মালিক দুই বন্ধু

বিছানায় নাশতা, উহ, ওটা বোরিং: মেহজাবীন

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মোসাদ প্রধানের হুঁশিয়ারি

‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিকের ওপর খেপলেন ম্যাজিস্ট্রেট

জুলাই হত্যাযজ্ঞ / কাদের-সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

হোস্টেলে মিলল এনসিপি নেত্রীর মরদেহ

আইপিএল: কলকাতার সম্ভাব্য সেরা একাদশ প্রকাশ, আছেন যারা

উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন আসিফ-মাহফুজ

১০

চট্টগ্রামে বহুতল ভবনে ভয়াবহ আগুন

১১

ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু

১২

ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ, দাবি ট্রাম্পের শীর্ষ সহকারীর

১৩

সন্ত্রাসী লালুসহ গ্রেপ্তার ৪

১৪

জকসু নির্বাচনে প্রচারণার ৩ দিনেও ব্যালট নম্বর প্রকাশ হয়নি, ক্ষোভ প্রার্থীদের

১৫

রাতে আটক, ভোরে মিলল নারীর ঝুলন্ত মরদেহ

১৬

রাজধানীতে ট্রাক উল্টে সড়কে তীব্র যানজট

১৭

বাথটাবে মরা বাঘ, হাতে কুড়াল; শাকিবকে টেক্কা দেবে সিয়ামের ‘রাক্ষস’

১৮

অনুমতি ছাড়া সৌদিতে নির্বাচনী সভা, কয়েকজন বাংলাদেশি আটক

১৯

প্লাস্টিক ‘অদল-বদল’ ক্যাম্পেইন

২০
X