স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বোল্টকে স্পর্শ করলেন লাইলস

ডাবলস জয়ের পর মার্কিন স্প্রিন্টার নোয়াহ লাইলস। ছবি : সংগৃহীত
ডাবলস জয়ের পর মার্কিন স্প্রিন্টার নোয়াহ লাইলস। ছবি : সংগৃহীত

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথম পুরুষ স্প্রিন্টার হিসেবে ১০০ মিটার জয়ের হ্যাটট্রিক করেন মার্কিন স্প্রিন্টার নোয়াহ লাইলস। এবার জ্যামাইকান উসাইন বোল্টের গড়া রেকর্ডে ভাগ বসিয়েছেন যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার। দ্বিতীয় স্প্রিন্টার হিসেবে স্প্রিন্ট ইভেন্টে প্রথমবার ডাবলস জয় করেছেন লাইলস।

হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এক সপ্তাহ আগেই ১০০ মিটার জিতে বিশ্বের দ্রুততম মানব হয়েছেন। এবার ২০০ মিটারে জিতে জ্যামাইকান গতি দানব বোল্টের পর প্রথমবার ডাবলস জয় করলেন মার্কিন স্প্রিন্টার লাইলস।

উসাইন বোল্টের অবসরের পর ২০০ মিটার স্প্রিন্টকে নিজের একক সম্পত্তি বানিয়ে ফেলেছেন নোয়াহ লাইলস। এমনকি তার পছন্দের ইভেন্টও বলা চলে। তাই ফেভারিট হয়েই বুদাপেস্টের জাতীয় অ্যাথলেটিক্স সেন্টারের ট্র্যাকে নেমেছিলেন মার্কিন অ্যাথলেট। ১৯ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে সবার আগে ফিনিশিং লাইন অতিক্রম করেন লাইলস। এ জয়ের মাধ্যমে নিজের প্রিয় ২০০ মিটার স্প্রিন্টে হ্যাটট্রিক করার কৃতিত্ব গড়ে ফেলেন যুক্তরাষ্ট্রের দৌড়বিদ।

২০০ মিটার স্পিন্ট জয়ের মাধ্যমে সর্বকালের দ্রুততম মানব উসাইন বোল্টের দুটি কীর্তি ছুঁয়ে ফেললেন লাইলস। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ছেলেদের ২০০ মিটারে সর্বশেষ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিলেন জ্যামাইকান বোল্ট। আর বোল্টের পর প্রথম অ্যাথলেট হিসেবে স্প্রিন্ট ‘ডাবল’ জিতলেন লাইলস। ২০১৫ সালে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে ‘ডাবল’ জয়ের কৃতিত্ব গড়েন সর্বকালের সেরা দৌড়বিদ উসাইন বোল্ট।

হাঙ্গেরীর বুদাপেস্টের জাতীয় অ্যাথলেটিক্স সেন্টারের ছয় নম্বর লেনে দৌড়ান লাইলস। ১৯ দশমিক ৫২ সেকেন্ড নিয়ে প্রথম হয়েছেন লাইলস। তার চেয়ে ০.২৩ সেকেন্ড পেছনে থেকে দ্বিতীয় হয়েছেন স্বদেশি এরিয়ন নাইটন। এই মার্কিন অ্যাথলেট ১৯.৭৫ সেকেন্ড নিয়ে রৌপ্য জিতেছেন। আর ১৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন বতসোয়ানার লেৎসিলে তেবোগো।

লাইলসের দল যুক্তরাষ্ট্র ৪*১০০ মিটার রিলের ফাইনালেও উঠেছে। যদি এই ইভেন্টে জিততে পারে য়ুক্তরাষ্ট্র তাহলে বোল্টের ‘ট্রিপল’ জয়ের কীর্তিও ছুঁয়ে ফেলবেন মার্কিন এই অ্যাথলেট। ২০০৯, ২০১৩ এবং ২০১৫ সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনবার ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলের ‘ট্রিপল’ জয়ের কৃতিত্ব গড়েন বোল্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লরি উল্টে পড়ে প্রাইভেটকারের ৪ আরোহী নিহত

তোপের মুখে স্বাধীন খসরু

দুটির বদলে একটি মিষ্টি পেয়ে মন্ত্রীকে ফোন, অতঃপর...

টানা ১০ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

জাহান্নামের দরজা শিগগির খুলবে : ইসরায়েল

আ.লীগ কর্মীর বাড়িতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ 

ক্রিকেট ইতিহাসে এই রেকর্ড করতে পারেনি আগে কেউ

সিনেমা বানিয়ে তাক লাগাতে চান জয়

জাতীয় দলেও নেই, ক্লাবেও নেই—গারনাচোর ভবিষ্যৎ অন্ধকার

বৈরী আবহাওয়াও আটকাতে পারেনি তাদের

১০

দেয়াল টপকে সংসদে ঢোকার চেষ্টা, অভিযুক্ত আটক

১১

উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে ল্যাম্পপোস্টের তার চুরি

১২

বাড়ল আকরিক লোহার দাম 

১৩

মেলবোর্ন স্টেডিয়ামে বিপিএল খেলা পাক ক্রিকেটারের নামে স্ট্যান্ড

১৪

কাঁচা মাছ চিবিয়ে খান তিনি

১৫

যুক্তরাষ্ট্রের শক্তিশালী বহুমাত্রিক যুদ্ধবিমান বিধ্বস্ত

১৬

পারমাণবিক অস্ত্রাগার উন্নত করছে চীন, নেপথ্যে কী?

১৭

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে আর্জেন্টাইন কোচ

১৮

গোপনে বিয়ে করলেন জিয়া মানেক

১৯

উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত 

২০
X