কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হামলার শঙ্কায় ন্যাটোভুক্ত এক দেশ, ইউক্রেন সীমান্তে জোর প্রস্তুতি

রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইউক্রেনের একটি বাড়ি। ছবি : সংগৃহীত
রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইউক্রেনের একটি বাড়ি। ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। এতে শঙ্কিত হয়ে হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ন্যাটোভুক্ত দেশ হাঙ্গেরি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ‘এটিএসিএমএস’ (ATACMS) ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়। এরপর তা ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলাও শুরু করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনী। এর কয়েকদিন পর আজ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে হামলা করে রাশিয়া। এ ছাড়া ইউক্রেনে আক্রমণের মাত্রাও বাড়িয়েছে পুতিনের বাহিনী।

এ পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ন্যাটোভুক্ত হাঙ্গেরি। এর অংশ হিসেবে ইউক্রেন সীমান্তের কাছে তারা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে।

হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টফ সজালে-বব্রোভনিস্কি বুধবার গভীর রাতে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে এ তথ্য জানিয়েছেন। তিনি ঘোষণা করেন, দেশটি ইউক্রেনের সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আগের চেয়ে বড় হুমকি তৈরি করেছে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা এখনো বিশ্বাস করি যে সামরিক সমাধানের পরিবর্তে কূটনীতির মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব এ অঞ্চলে শান্তি আসবে। তবে, সমস্ত সম্ভাবনার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আমি সম্প্রতি কেনা বিমান নিয়ন্ত্রণ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর-পূর্ব সীমান্তে স্থাপন করার নির্দেশ দিয়েছি।

এর আগে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হাঙ্গেরির প্রতিরক্ষা কাউন্সিলের সঙ্গে একটি বৈঠক করেন। এরপর মন্ত্রী এ ধরনের ঘোষণা দিলেন।

এদিকে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে এ হামলা করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী। খবর বিবিসির।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়া আজ ভোরে আস্ট্রখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সঙ্গে একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রও ছুড়ে তারা। ইউক্রেনের ডিনিপ্রো অঞ্চল লক্ষ্য করে রাশিয়া এ হামলা চালায়।

ইউক্রেন যুদ্ধে এ ধরনের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করল রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। সাধারণত, অন্য মহাদেশে শত্রুর ঘাঁটিতে হামলা করতে এ ধরনের অস্ত্র তৈরি করা হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী আরও বলেছে, তারা এ হামলার সময় ছয়টি কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর মানে হচ্ছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির সঙ্গে আরও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাশিয়া হয়তো চেয়েছে, ডিনিপ্রো অঞ্চলটিকে হঠাৎ ধ্বংসস্তূপে পরিণত করতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের খোঁজে দুদক

১৮০ টাকার জন্য পরীক্ষা দিতে দিলেন না প্রধান শিক্ষক

৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

ভুলেও প্রেসার কুকারে রান্না করবেন না যে ৫ খাবার

আলো-অন্ধকারের দার্শনিক জহির রায়হানের জন্মবার্ষিকীতে গভীর অভিবাদন

‘ত্রাণ নয়, রাস্তা চাই’

‘ডাকসুকে ব্যবহার করে বড় নেতা হয়েছেন, শিক্ষার্থীদের উন্নয়ন হয়নি’

১০

প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে স্যুট পরে হাজির জেলেনস্কি

১১

এনসিপি থেকে বহিষ্কার হয়ে মাহিনের ‘বিস্ফোরক’ মন্তব্য

১২

বেরোবিতে তৃতীয় দিনেও অনশন চলছে, গঠনতন্ত্র চূড়ান্তে ইউজিসির সভা বৃহস্পতিবার

১৩

মাটির নিচে মিলল পিস্তল-গুলি

১৪

জুলাই গণহত্যার আসামির জামিন বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য

১৫

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া-আসা করলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়?

১৬

হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দিলেন মার্কিন বিমানবাহিনীর প্রধান

১৭

ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

১৮

ভারতীয়রা কেন অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করে?

১৯

আ.লীগ কার্যালয়ে এবার বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড

২০
X