নতুন চমক নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। যোগ করছে নতুন ফিচার। যা ব্যবহারকারীদের জন্য আরও সহজ হয়ে যাবে। মূলত মেটা এআই অ্যাসিস্ট্যান্সকে আরও আকর্ষণীয় করতে যুক্ত করা হচ্ছে নতুন ফিচার।
একই সঙ্গে ভিডিও কলেও আনা হচ্ছে নতুনত্ব। ভিডিও কলকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যেও কাজ করছে মেটা।
মেটা এআই অ্যাসিস্ট্যান্সের কাছে যে কোনো প্রশ্ন করলে মুহূর্তেই মিলবে তার উত্তর। এই চ্যাটবটে এবার আরও আকর্ষণীয় ফিচার যোগ করতে যাচ্ছে সংস্থাটি।
বর্তমানে দেশের অনেকেই কমবেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। দিনভর মেসেঞ্জিং অ্যাপে ব্যস্ত থাকেন সবাই। সে কারণে সংস্থাটির চেষ্টা থাকে ব্যবহারকীদের জন্য আরও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার। সম্প্রতি যেমন এআই চ্যাটবট ফিচার এনেছে সংস্থাটি। কিন্তু এবার সে অভিজ্ঞতায় বড় বদল আসতে চলেছে। এবার এআইয়ের সঙ্গে ভয়েস চ্যাটও করতে পারবেন ব্যবহারকারীরা। এটা নিয়েই চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা।
এর আগে চ্যাটজিপিটি, গুগল জেমিনি ও অন্যান্য চ্যাটবটের ক্ষেত্রে এটি চালু হলেও হোয়াটসঅ্যাপে তা লভ্য ছিল না। ওয়েবিটাইনফোর সূত্রের দাবি, অস্বস্তি হলে ইউজাররা অনায়াসে সেই মোড থেকে বেরিয়ে আসতে পারবেন। চ্যাট ছেড়ে আসতে পারবেন বা টেক্সট মোডে কথা বলতে পারবেন।
জানা গেছে, ভিডিও কলকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যেও কাজ করছে হোয়াটসঅ্যাপ। নিয়ে আসা হচ্ছে অগমেন্টেড রিয়ালিটি তথা এআই ফিল্টার। যার সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের মজা নিতে পারবেন ইউজাররা। তারা ভিডিও কল চলাকালীন নিজেদের মুখে এআর ফিল্টার লাগাতে পারেন। নানা ধরনের ইফেক্টসও বেছে নেওয়ার সুযোগ থাকছে। এতে ত্বক মসৃণ দেখানোর টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো বৈশিষ্ট্য থাকবে। কেবল নিজের মুখই নয়, ব্যাকগ্রাউন্ডও এডিট করা যাবে। ব্যাকগ্রাউন্ড এডিটিং টুলের মাধ্যমে ইউজাররা তাদের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশনও রয়েছে।