কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নিজের ছবি, ভিডিও পোস্ট করছেন নিয়মিত। প্রিয়জনের সঙ্গে কাটানো কোনো বিশেষ মুহূর্ত ভিডিও করে রিলসে শেয়ার করছেন অনেকেই। এবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে মেটা।

মূলত ইনস্টাগ্রামের এই ফিচারের মাধ্যমে কেউ চাইলে অন্য কারও ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজেই সরে যেতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে মেটা জানিয়েছে, ফিচারটি এখনও প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়নি।

এবার জানা যাক-‘ক্লোজ ফ্রেন্ডস’ কী?

সর্বপ্রথম ইনস্টাগ্রামে ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারটি চালু হয় ২০১৮ সালে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা স্টোরি, রিলস বা নির্দিষ্ট পোস্ট বাছাই করা কিছু মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন। ব্যক্তিগত বা সীমিত পরিসরে কনটেন্ট ভাগাভাগির ক্ষেত্রে এটি বেশ জনপ্রিয় একটি ফিচার।

তবে এতদিন ধরে কোনো ব্যবহারকারী যদি অন্যের ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় যুক্ত থাকতেন, সেখান থেকে নিজের ইচ্ছায় বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না।

তাহলে ইনস্টাগ্রামের এই ফিচারের কথা হঠাৎ কীভাবে সামনে এলো?

অপ্রকাশিত ফিচার শনাক্ত করার জন্য পরিচিত রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ্জি প্রথম এই সম্ভাব্য পরিবর্তনের তথ্য প্রকাশ করেন। অ্যাপের অভ্যন্তরীণ কোড বিশ্লেষণের মাধ্যমে তিনি নিয়মিত নতুন ফিচার সম্পর্কে ধারণা দিয়ে থাকেন।

তার শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, কোনো ব্যবহারকারী যদি কারও ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজে থেকে সরে যান, তাহলে তিনি আর ওই ব্যক্তির ক্লোজ ফ্রেন্ডসের জন্য নির্ধারিত স্টোরি বা কনটেন্ট দেখতে পারবেন না। ভবিষ্যতে এসব কনটেন্ট দেখতে চাইলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে আবার নতুন করে তালিকায় যুক্ত করতে হবে।

এদিকে ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারের পাশাপাশি ইনস্টাগ্রামে আরও কিছু নতুন সুবিধা নিয়ে কাজ করছে মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ—এই তিনটি প্ল্যাটফর্মের জন্যই নতুন সাবস্ক্রিপশনভিত্তিক ফিচার পরীক্ষার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা কিছু অতিরিক্ত ও বিশেষ সুবিধা পেতে পারেন।

তবে সাবস্ক্রিপশনের আওতায় ঠিক কোন কোন ফিচার থাকবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মেটা। যদিও আলেসান্দ্রো পালুজ্জির দেওয়া তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, ইনস্টাগ্রামের প্রিমিয়াম সংস্করণে থাকতে পারে অসীম সংখ্যক অডিয়েন্স লিস্ট তৈরির সুযোগ, কে ফলো ব্যাক করেনি তা দেখার সুবিধা, এমনকি স্টোরি দেখা হলেও পোস্টদাতাকে তা জানানো হবে না—এমন নিয়ন্ত্রণ সুবিধা।

মেটার ভাষ্য অনুযায়ী, প্ল্যাটফর্মগুলোর মূল অভিজ্ঞতা সবার জন্য বিনামূল্যে রাখাই তাদের লক্ষ্য। তবে যারা বাড়তি নিয়ন্ত্রণ ও বিশেষ সুবিধা চান, তাদের জন্য সাবস্ক্রিপশনভিত্তিক মডেল চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। ব্যবহারকারীদের জন্য কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর হয়, তা যাচাই করতেই বিভিন্ন ধরনের প্যাকেজ পরীক্ষা করবে প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া বিএনপির ঘাঁটি, দায়িত্ব আপনাদের হাতে: তারেক রহমান

ভেনেজুয়েলায় বন্দিদের সাধারণ ক্ষমা করতে যাচ্ছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট

‘জুলাই যোদ্ধা’ তালিকা থেকে আরও ১২ জনের নাম বাতিল

সড়ক দুর্ঘটনা থেকে নিরাপদ থাকার দোয়া

এক দিনের ব্যবধানে ফের বিএনপি থেকে বহিষ্কার ২৬ নেতাকর্মী

ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র

হজযাত্রীদের ভিসার আবেদন শুরুর তারিখ নির্ধারণ

‘আমি প্রেগন্যান্ট’—ভিডিওতে রুবিনার আচমকা ঘোষণা

পাটওয়ারীকে ডিম নিক্ষেপের ঘটনা তদন্তের নির্দেশ

মিজানুর রহমান আজহারীকে যে কারণে ধন্যবাদ দিলেন বর্ষা

১০

মহাকাশে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার

১১

অফিসের ব্যস্ততায় ক্ষুধা পেলে যা খাবেন

১২

নির্বাচনে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে

১৩

ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার

১৪

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

ইসরায়েল-সৌদির সঙ্গে বড় ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের

১৭

বারবার দাওয়াত পেতে মেনে চলুন কিছু সহজ অভ্যাস

১৮

বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন

১৯

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী

২০
X