প্রযুক্তিতে অভিনব জায়গা দখল করে চলেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)। প্রযুক্তিদুনিয়াকে অবাক করে দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে এটি। এবার হোয়াটসঅ্যাপেও যুক্ত হলো এআইয়ের সহজ ও নতুন ফিচার।
হোয়াটসঅ্যাপে যারা বানান ও লেখা নিয়ে সমস্যায় পড়েন, তারা এই ফিচারের সাহায্য নিতে পারেন। এখন থেকে তারা অ্যাপের মধ্যে ‘মেটা এআই রাইটিং হেল্প’ ফিচারের সুবিধা নিতে পারবেন। ব্যবহারকারীদের সহজে লিখতে সাহায্য করবে এটি।
ফিচারটির মাধ্যমে কেউ চ্যাটে মেসেজ টাইপ করতে শুরু করলেই দেখা যাবে একটি ছোট পেনসিল আইকন। সেখানে ট্যাপ করলেই মেটা এআই ব্যবহারকারীর লেখাকে গুছিয়ে দিতে তিন থেকে চারটি ভিন্ন স্টাইলের পরামর্শ দেবে। সেই সঙ্গে বেছে নেওয়া যাবে প্রফেশনাল, মজাদার (ফানি), সহায়ক (সাপোর্টিভ) কিংবা শুধু বানান ও ব্যাকরণ সংশোধন (প্রুফরিড)।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচার শুধু পরামর্শ দেবে; ব্যবহারকারীর মূল বার্তা সংরক্ষিত থাকবে না, ফলে গোপনীয়তা (প্রাইভেসি) থাকবে সম্পূর্ণ নিরাপদে।
এই ফিচার বিশেষভাবে শিক্ষার্থী, অফিসকর্মী ও পেশাজীবীদের কাজে আসবে। শিক্ষককে ইমেইল লেখা হোক বা ক্লায়েন্টকে প্রফেশনাল মেসেজ পাঠানো–সব ক্ষেত্রেই এটি সময় বাঁচাবে এবং মেসেজগুলোকে আরও অর্থবহ করে তুলবে। যেভাবে ব্যবহার করবেন নতুন ফিচার
১. প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করুন।
২. যেকোনো চ্যাট খুলে বার্তা টাইপ করা শুরু করুন।
৩. টাইপ করার সময় টেক্সট বক্সে পেনসিল আইকন দেখতে পাবেন।
৪. সেখানে ট্যাপ করলেই পছন্দ অনুযায়ী পরামর্শ পাবেন–প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ অথবা প্রুফরিড সংস্করণ।
৫. যেকোনো একটি বেছে নিয়ে মেসেজটি পাঠিয়ে দিন।
মন্তব্য করুন