

অ্যান্ড্রয়েড ফোনে অনেক সময় দেখা যায়, অ্যাপ ব্যবহার না করলেও ফোনের স্টোরেজ দ্রুত ভরে যায়। কারণ, ফোনে এমন অনেক অ্যাপ থেকেই যায় যেগুলো খুব কম ব্যবহার করা হয়, কিন্তু জায়গা দখল করে রাখে।
কিছু অ্যাপ প্রতিদিন ব্যবহার করা হয়, কিছু আবার মাসে একবারও খোলা হয় না। ব্যবহারকারীরা মনে করেন, পরে লাগতে পারে; তাই অ্যাপগুলো আনইনস্টলও করেন না। এর ফলে ফোন ধীরে ধীরে ভারী হয়ে যায়, এমনকি পারফরম্যান্সও কমে যায়।
তবে সুখবর হচ্ছে, প্রায় সব অ্যান্ড্রয়েড ফোনেই এমন একটি গোপন ফিচার আছে, যা অনেকেই জানেন না। এই সেটিং চালু করলে ফোনের মেমোরি বাড়বে, অথচ অ্যাপ মুছতেও হবে না! সেটিংটির নাম ‘App Archive’ বা অ্যাপ আর্কাইভ ফিচার।
কীভাবে কাজ করে এই ফিচার
এই ফিচার অ্যাপের অপ্রয়োজনীয় অংশ যেমন টেম্পোরারি ফাইল, পারমিশন এবং কিছু সফটওয়্যার ডেটা—অস্থায়ীভাবে মুছে দেয়। ফলে অ্যাপটি ফোনে থাকে, কিন্তু জায়গা অনেকটা ফাঁকা হয়। অ্যাপ আর্কাইভ করা মানে অ্যাপটি পুরোপুরি ডিলিট নয়; বরং সেটি ‘ঘুমন্ত’ অবস্থায় চলে যায়। যখন দরকার হবে, তখন সহজেই আবার রিস্টোর (Restore) করে আগের অবস্থায় ফেরানো যায়। এই ফিচার মূলত ফোনকে ফ্যাক্টরি রিসেট না করেই পরিষ্কার রাখার সবচেয়ে সহজ উপায়।
কীভাবে অ্যাপ আর্কাইভ করবেন
অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ আর্কাইভ করার দুটি উপায় রয়েছে, একটি স্বয়ংক্রিয়, অন্যটি ম্যানুয়াল।
স্বয়ংক্রিয় পদ্ধতি (সবচেয়ে সহজ)
১. প্রথমে গুগল প্লে স্টোর খুলুন।
২. উপরের ডান পাশে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
৩. সেখানে গিয়ে ‘Settings → General’ এ যান।
৪. নিচে স্ক্রল করে ‘Automatically archive apps’ অপশনটি অন করুন।
এটি চালু থাকলে, আপনার ফোনের স্টোরেজ যখন পূর্ণ হতে শুরু করবে, তখন গুগল প্লে স্টোর নিজে থেকেই কম ব্যবহৃত অ্যাপগুলো আর্কাইভ করে দেবে।
ম্যানুয়াল পদ্ধতি
যারা নিজেরা নিয়ন্ত্রণ রাখতে চান, তারা ফোনের Settings → Apps এ গিয়ে নির্দিষ্ট কোনো অ্যাপ নির্বাচন করে নিচের দিকে থাকা ‘Archive’ অপশনটিতে ক্লিক করতে পারেন। তবে মনে রাখবেন, সব অ্যান্ড্রয়েড ফোনে ম্যানুয়াল আর্কাইভ ফিচার এখনো সক্রিয় নয়, সেক্ষেত্রে গুগল প্লে স্টোরের স্বয়ংক্রিয় পদ্ধতিই সবচেয়ে ভালো কাজ করবে।
আর্কাইভ করা অ্যাপ ফিরিয়ে আনবেন যেভাবে
যদি কোনো অ্যাপ পুনরায় দরকার হয়, তাহলে Settings → Apps → Archived apps এ গিয়ে ‘Restore’ বাটনে ক্লিক করুন। গুগল প্লে স্টোর তখন কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাপটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ‘অ্যাপ আর্কাইভ’ ফিচার ব্যবহার করলে ফোনে জায়গা বাঁচে, ডিভাইস দ্রুত চলে, আর ঘন ঘন অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করার ঝামেলাও থাকে না। তাই স্মার্টফোনের স্টোরেজ সমস্যা দূর করতে এটি হতে পারে সবচেয়ে বুদ্ধিদীপ্ত সমাধান।
সূত্র : জিও নিউজ
মন্তব্য করুন