আজকের দিনে ইউটিউব শুধু ভিডিও দেখার জায়গা না, এটা হতে পারে আপনার ক্যারিয়ার গড়ার সবচেয়ে বড় সুযোগ! কিন্তু শুধু ভিডিও বানালেই হবে না, সঠিক কিছু কৌশল জানলে তবেই চ্যানেল জনপ্রিয় হবে।
আরও পড়ুন : টি ব্যাগ দিয়ে তৈরি চা কি শরীরের জন্য নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদ
আরও পড়ুন : ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে যে ৫ বাদাম ও শুকনো ফল
চলুন জেনে নিই এমন ৮টি সহজ কিন্তু কার্যকর টিপস, যা আপনার ইউটিউব চ্যানেলকে করে তুলবে দ্রুত দর্শকপ্রিয়।
আকর্ষণীয় থাম্বনেইল (ভিডিওর কভার ছবি) ব্যবহার করুন
প্রথম দেখায় মানুষ যা দেখে, সেটাই তো থাম্বনেইল। তাই এমন ছবি দিন যা একঝলকেই চোখে পড়ে। রঙিন, পরিষ্কার, আর ভিডিওর বিষয়বস্তুর সঙ্গে মিল আছে— এমন থাম্বনেইল দর্শক টানবে বেশি।
ভিডিওর শুরুতেই মনোযোগ কাড়ুন
দর্শক যদি শুরুতেই আগ্রহ হারায়, তাহলে তারা ভিডিও ছেড়ে দেবে। তাই প্রথম ৫-১০ সেকেন্ডে দিন চমক— মজার প্রশ্ন, তথ্য বা ছোট গল্প, যা মানুষকে পুরোটা দেখতে আগ্রহী করে তুলবে।
নিয়মিত ভিডিও দিন, ভালো মান বজায় রাখুন
হাতেগোনা কয়েকটি ভালো ভিডিও নয়, বরং নিয়ম করে ভালো ভিডিও দিতে পারলে তবেই আপনি দর্শকের মনে জায়গা করতে পারবেন।
সপ্তাহে এক বা দুবার নির্দিষ্ট দিনে ভিডিও আপলোড করুন, যেন দর্শক অপেক্ষা করে।
ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন ও ট্যাগে কাজের শব্দ ব্যবহার করুন
আপনার ভিডিও মানুষ কীভাবে খুঁজে পাবে? এর উত্তর হলো— সঠিক কীওয়ার্ড বা শব্দ ব্যবহার করে।
যেমন ধরুন, আপনি কুকিং ভিডিও বানাচ্ছেন, তাহলে ‘চিকেন বিরিয়ানি রেসিপি’ বা ‘৫ মিনিটে সহজ রান্না’— এই ধরনের শব্দ ব্যবহার করুন।
কমেন্টে উত্তর দিন, দর্শকের সঙ্গে কথা বলুন
দর্শক শুধু দেখেই না, কথাও বলতে চায়। তাই ভিডিওতে প্রশ্ন করুন, মতামত জানতে চান, আর যারা কমেন্ট করেছে, তাদের রিপ্লাই দিন। এতে ফলোয়াররা আপনাকে কাছের মানুষ ভাববে।
ভিডিও শেয়ার করুন ফেসবুক-ইনস্টাগ্রামেও
আপনার ভিডিও শুধু ইউটিউবেই থাকবে কেন? ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা টিকটকে শেয়ার করুন। আর যদি কারও সঙ্গে কোলাব (সহযোগিতা) করতে পারেন, তাহলে সেটা আরও ভালো। নতুন দর্শক পেতে এই পদ্ধতি দারুণ কাজ করে।
ভিডিওগুলো সিরিজ আকারে সাজান
একই ধরনের ভিডিও এক জায়গায় রাখলে মানুষ একটার পর একটা দেখতে চায়। ধরুন, আপনার একটি ‘ভ্রমণ ভ্লগ’ প্লেলিস্ট আছে— মানুষ তখন একসাথে সব দেখবে। এতে ভিউ বাড়ে, ওয়াচ টাইমও বাড়ে।
ভিডিও শেষে সাবস্ক্রাইব করতে বলুন
অনেকে ভালো ভিডিও দেখে চলে যায়, কিন্তু সাবস্ক্রাইব করে না। তাই ভিডিওর শেষে একটা ছোট্ট অনুরোধ রাখুন— ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না! বা, কমেন্টে জানান কেমন লাগল!
এভাবে বললে অনেকেই সাবস্ক্রাইব করে ফেলবে।
আরও পড়ুন : কত বয়সে শুরু করবেন কোলেস্টেরল টেস্ট? চিকিৎসক যা বলছেন
আরও পড়ুন : শরীর যথেষ্ট ফাইবার পাচ্ছে কিনা বুঝবেন যেভাবে
ইউটিউবে সফল হতে সময় লাগে, কিন্তু সঠিক কৌশলে শুরু করলে আপনার চ্যানেল দ্রুত মানুষের নজরে আসবে। ভালো কনটেন্ট, ধৈর্য আর দর্শকের সঙ্গে সম্পর্ক— এই তিনটিই সফলতার চাবিকাঠি।
তাই দেরি না করে আজ থেকেই শুরু করে দিন আপনার ইউটিউব যাত্রা!
সূত্র : প্রযুক্তি
মন্তব্য করুন