আজকাল আমাদের অনেকেরই একটা অভ্যাস হয়ে গেছে— ফোন সারাক্ষণ চার্জারে লাগিয়ে রাখা। ঘুমাতে যাওয়ার আগে ফোন চার্জে দিই, সকালে উঠেও চার্জে থাকতেই দেখি। আবার চার্জে রেখেই সোশ্যাল মিডিয়া, কল, ভিডিও দেখা— সব কিছু চলছে।
এতে সুবিধে মনে হলেও, আপনি হয়তো বুঝে উঠছেন না— এই অভ্যাসটি আপনার ফোনের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
আরও পড়ুন : তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই বিপদ ?
আরও পড়ুন : সঙ্গী আপনাকে নিয়ে আগ্রহী নন বুঝবেন যে ৬ আচরণে
চলুন দেখে নেওয়া যাক, সারাক্ষণ ফোন চার্জে রাখলে কী ধরনের ক্ষতি হতে পারে :
ব্যাটারির আয়ু কমে যায় : ফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি পূর্ণ চার্জে (১০০%) বেশি সময় থাকলে ভেতরে চাপ তৈরি হয়। বারবার এমন হলে ব্যাটারির স্বাস্থ্য নষ্ট হয় এবং সময়ের আগেই ব্যাটারির ক্ষমতা কমে যায়।
সমাধান- ফোনের চার্জ ২০% হলে চার্জে দিন এবং ৮০% হওয়া পর্যন্ত চার্জ করুন। এতে ব্যাটারি অনেকদিন ভালো থাকবে।
অতিরিক্ত গরম হয়ে যায় : চার্জে লাগিয়ে রেখে ফোন ব্যবহার করলে ব্যাটারি গরম হতে থাকে। এই ওভারহিট ডিভাইসের ভেতরের যন্ত্রাংশেও প্রভাব ফেলে। বিশেষ করে গেম খেলা বা ভিডিও দেখা অবস্থায় চার্জে থাকলে এই সমস্যা আরও বেশি হয়।
চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায় : যারা সারাক্ষণ ফোন চার্জে রাখেন, তারা লক্ষ করবেন— নতুন অবস্থায় ফোন ১ দিন চললেও, কিছুদিন পর মাত্র কয়েক ঘণ্টায় চার্জ শেষ হয়ে যায়। কারণ ব্যাটারি তার রিচার্জ ধারণক্ষমতা হারিয়ে ফেলে।
দুর্ঘটনার ঝুঁকি বাড়ে : চার্জিংয়ের সময় যদি ফোন অতিরিক্ত গরম হয়ে যায় বা নিম্নমানের চার্জার ব্যবহার করা হয়, তাহলে শর্টসার্কিট, আগুন লাগা বা বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে।
আজকাল অনেক ফোনে ওভারচার্জ প্রোটেকশন থাকলেও, সেটা সবসময় নির্ভরযোগ্য না।
বিদ্যুতের অপচয় হয় : ফোন ফুল চার্জ হওয়ার পরও চার্জারে লাগিয়ে রাখলে, অল্প করে হলেও বিদ্যুৎ খরচ হয়। এতে বিদ্যুতের অপচয় হয়, যা পরিবেশের জন্যও ক্ষতিকর।
ফোন ধীরগতির হয়ে যায় : বেশি গরম বা ব্যাটারির উপর অতিরিক্ত চাপ থাকলে, ফোনের প্রসেসর ও সফটওয়্যার পারফরম্যান্স কমে যায়। ধীরে কাজ করে, হ্যাং হয়, এমনকি মাঝে মাঝে নিজে থেকেই বন্ধ হয়ে যেতে পারে।
- ২০% থেকে ৮০% চার্জ লেভেলের মধ্যে রাখুন
- চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার না করাই ভালো
- ভালো মানের চার্জার ব্যবহার করুন
- রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোন পুরো চার্জে দিয়ে রেখে ঘুমাবেন না
- যদি চার্জে লাগিয়ে রাখতেই হয়, তাহলে চার্জ ফিনিশ হলে খুলে ফেলুন
আরও পড়ুন : কোমর ব্যথা কমাতে ফিজিওথেরাপি
আরও পড়ুন : খাওয়াদাওয়া কি সত্যিই সন্তান ধারণে প্রভাব ফেলে, কি বলছে গবেষণা
ফোন আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে— কিন্তু তার সঠিক যত্ন না নিলে একসময় সেটাই সমস্যা তৈরি করে। তাই স্মার্ট ব্যবহারকারী হিসেবে আপনিও যদি সারাক্ষণ ফোন চার্জে রাখেন, তাহলে এখনই বদল আনুন অভ্যাসে।
ফোনও থাকবে ভালো, আপনিও থাকবেন নিশ্চিন্ত!
মন্তব্য করুন