কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারানোদের ৭০ শতাংশ নারী ও শিশু

গাজা শহরে ইসরায়েলি হামলায় আতঙ্কে ফিলিস্তিনি নারী ও শিশুরা। ছবি : সংগৃহীত
গাজা শহরে ইসরায়েলি হামলায় আতঙ্কে ফিলিস্তিনি নারী ও শিশুরা। ছবি : সংগৃহীত

জাতিসংঘের নতুন এক প্রতিবেদন থেকে জানা গেছে, গাজার ওপর ইসরায়েলের চলমান হামলার ফলে নিহতদের মধ্যে ৭০ শতাংশের বেশি নারী ও শিশু। জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক এ ঘটনার জন্য ইসরায়েলকে ‘প্রকাশ্য উদাসীনতা’ দায়ী করে তীব্র সমালোচনা করেছেন।

শুক্রবার (৮ নভেম্বর) জাতিসংঘের মানবাধিকার কমিশন এ প্রতিবেদনটি প্রকাশ করে। খবর আলজাজিরা।

প্রতিবেদনটি জানায়, গত ছয় মাসে গাজায় সংঘটিত এ যুদ্ধের প্রথম ছয় মাসে ৮,১১৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, যার মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। সবচেয়ে কম বয়সী নিহত শিশুর বয়স ছিল মাত্র একদিন, আর সবচেয়ে প্রবীণ ছিলেন ৯৭ বছর বয়সী একজন বৃদ্ধা।

এ ছাড়া জাতিসংঘের মানবাধিকার সংস্থার এ প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৪৪ শতাংশই ছিল শিশু, এবং সবচেয়ে বেশি নিহত শিশু ছিল ৫ থেকে ৯ বছর বয়সী।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ৮৮ শতাংশ ঘটনাতেই একাধিক মানুষ নিহত হয়েছেন। এ নিহতের সংখ্যা বেড়েছে ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত ব্যাপক বিধ্বংসী অস্ত্রের কারণে। এসব হামলা বেশিরভাগই গাজা শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় চালানো হয়েছে।

যদিও কিছু হামলার জন্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর গোলাগুলি দায়ী হতে পারে, তথাপি জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রতিনিয়ত ইসরায়েল যুদ্ধের আন্তর্জাতিক নিয়মাবলী ভেঙে চলেছে, অথছ যে আইনের উদ্দেশ্য ছিল মানবীয় ক্ষতি সীমিত রাখা। জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার টুর্ক ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলি সরকার গাজায় মানবিক সহায়তা প্রবাহের অনুমতি দেয়নি এবং ইসরায়েলের সেনারা গাজার বেসামরিক অবকাঠামোতে হামলা ফলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এতে গুরুতর মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

প্রতিবেদনটিতে সতর্ক করে বলে হয়েছে, ইসরায়েল রাষ্ট্র কর্তৃক এ ধরনের ‘পদ্ধতিগত হামলা বা সিস্টেমেটিক হামলা’ যদি আরও চলতে থাকে, তবে তা ‘মানবতার বিরুদ্ধে জগন্য অপরাধ’ হিসেবে গণ্য হবে।

অপরদিকে এ প্রতিবেদনটি প্রকাশের পর, ইসরায়েলের কূটনৈতিক মিশন তা ‘অপভ্রান্ত’ ও ‘অত্যন্ত অযাচিত’ বলে উল্লেখ করেছে এবং জাতিসংঘের এ তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় ৪৩,৪৬৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,০২,৫৬১ জন আহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি

‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’: যেভাবে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আইনি বাধা নেই

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর কড়া বার্তা

১০

বিপিএলের প্লে–অফ নিশ্চিত তিন দলের, রংপুরের সামনে শেষ লড়াই

১১

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার চান শিক্ষার্থীরা

১২

সাবেক ডিআইজি মিলন দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত

১৪

পার্লামেন্টে ইরানের সব কূটনীতিককে নিষিদ্ধ করল ইইউ

১৫

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশে দিল জনতা

১৬

ভারতকে নিরাপদ বলছে আইসিসি, মানছে না বাংলাদেশ

১৭

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে অপরাধীদের তথ্য দেওয়ার আহ্বান সাতক্ষীরার পুলিশ সুপারের

১৮

পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে : ডা. রফিক

১৯

বিএনপির প্রার্থীকে শোকজ

২০
X