কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৮:১১ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলার অনুমোদন দিয়েছেন ট্রাম্প, তবে...

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় ব্যক্তিগতভাবে অনুমোদন দিলেও এখনো চূড়ান্ত নির্দেশ দেননি। হোয়াইট হাউস-ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছুটা অপেক্ষা করতে চান—তেহরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কার্যক্রম ত্যাগ করে কি না, সেটাই তিনি আগে দেখতে চান।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এটা করতেও পারি, নাও করতে পারি। আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, হয়তো তারও কম সময়ের মধ্যে সিদ্ধান্ত আসবে।’

বিশ্লেষকদের ধারণা, ইরানের সুসজ্জিত পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে ফোর্ডো সমৃদ্ধকরণ কেন্দ্র হতে পারে সম্ভাব্য লক্ষ্যবস্তু। পাহাড়ের নিচে অবস্থিত এ স্থাপনাটি এতটাই সুরক্ষিত যে, সাধারণ বোমা দিয়ে এর ক্ষতি করা কঠিন—এটি ধ্বংস করতে বিশেষ ‘বাঙ্কারবাস্টার’ বোমার প্রয়োজন হবে।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা কখনোই আত্মসমর্পণ করব না। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক আগ্রাসনের ফল হবে ভয়াবহ ও অপূরণীয়।

এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। একটি তৃতীয় ইউএস নেভি ডেস্ট্রয়ার পূর্ব ভূমধ্যসাগরে প্রবেশ করেছে এবং একটি দ্বিতীয় বিমানবাহী রণতরী আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে। যদিও পেন্টাগন জানিয়েছে, এই প্রস্তুতি প্রতিরক্ষামূলক, তবে ইসরায়েলের পাশে সরাসরি যুক্তরাষ্ট্র যুক্ত হলে এগুলো তাৎক্ষণিকভাবে কাজে লাগানো যাবে।

চলমান সংঘাতে প্রাণহানির চিত্র

ইসরায়েল-ইরান চলমান পাল্টাপাল্টি হামলায় ইরানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৫০ ছাড়িয়েছে বলে এক মানবাধিকার সংগঠন জানিয়েছে। ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে।

আরও যা জানা গেল

  • মার্কিন সিনেটর টেড ক্রুজ বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ‘বাঙ্কারবাস্টার’ হামলা চালাতে পারে, তবে স্থলযুদ্ধে অংশ নেবে না।
  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসে ধাপে ধাপে এগোচ্ছে ইসরায়েল।
  • ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ইরানের একটি সামরিক ঘাঁটিতে থাকা ইরানের ৮টি আক্রমণাত্মক হেলিকপ্টার এবং ৪০টি ক্ষেপণাস্ত্র অবকাঠামো ধ্বংস করেছে।
  • মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসরায়েল ছেড়ে যেতে চাওয়া মার্কিন নাগরিকদের জন্য বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

১০

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

১১

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১২

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১৩

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১৪

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

১৫

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

১৬

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১৭

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১৮

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

১৯

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

২০
X