কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৯ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সের পর নাইজার থেকে পিঠটান দিচ্ছে যুক্তরাষ্ট্র

নাইজারে যুক্তরাষ্ট্রের এক হাজার ২০০ সেনা রয়েছে। ছবি : সংগৃহীত
নাইজারে যুক্তরাষ্ট্রের এক হাজার ২০০ সেনা রয়েছে। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে ফরাসি সেনাদের সরিয়ে নিতে দেশটির জান্তা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ফ্রান্স, এমন খবর আগেই দিয়েছিল ফরাসি গণমাধ্যম। এবার জানা গেল যুক্তরাষ্ট্রও ফ্রান্সের দেখানো পথেই হাঁটছে। তবে তারা ফরাসিদের মতো দেশটি থেকে সব সেনা সরিয়ে নেবে না।

গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) মার্কিন প্রতিরক্ষা বিভাগের দুই কর্মকর্তার বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, নাইজারে অবস্থান করা মার্কিন সেনাদের পুনরায় মোতায়েন করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের সেনা সংখ্যা প্রায় অর্ধেক কমানোর পরিকল্পনা করেছে।

মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, নাইজারের রাজধানী নিয়ামি বিমানবন্দরে অবস্থানরত কিছু সেনাকে এরই মধ্যে প্রায় ৫০০ মাইল দূরের আগাদেজের ছোট ঘাঁটিতে পুনরায় মোতায়েন করা হয়েছে।

পলিটিকো বলছে, নাইজারে যুক্তরাষ্ট্রের এক হাজার ২০০ সেনা রয়েছে। এই সংখ্যা কমিয়ে ৫০০ থেকে এক হাজরের মধ্য নিয়ে আসা হবে। তবে চূড়ান্ত সংখ্যা নির্ভর করবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন অভিযান অব্যাহত রাখতে এবং আগাদেজের সেনা ধারণক্ষমতার ওপর।

পেন্টাগনের মুখপাত্র নাইজারের পরিস্থিতি ‘তুলনামূলক স্থিতিশীল’ অভিহিত করে সেখানে মার্কিন সেনাদের বিরুদ্ধে কোনো ‘নির্দিষ্ট হুমকি’ নেই দাবি করলেও একটি সূত্রের বরাতে পলিটিকো জানিয়েছে, সম্প্রতি ফরাসি সামরিক ঘাঁটির বাইরে বিক্ষোভের কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছে সামরিক সরকার।

সেনা অভ্যুত্থানে পশ্চিমাপন্থি বাজুম ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই নাইজারের জান্তা সরকারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েছে ফ্রান্স। এমনকি সেনা অভ্যুত্থানের পর নাইজারে ফ্রান্সবিরোধী মনোভাব বেড়েই চলেছে। নাইজার থেকে ফরাসি সেনা প্রত্যাহারে জনগণ বিক্ষোভও করেছেন। এমন পরিস্থিতিতে ফরাসি সেনাদের নাইজার থেকে সরিয়ে নিতে দেশটির জান্তা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ফ্রান্স সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়েনি জামায়াত

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

১০

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১১

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১২

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১৩

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৪

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৫

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৬

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৭

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

২০
X