শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোয় মানবিক ও চিকিৎসা সহায়তার জন্য আকাশপথ খুলে দিয়েছে পার্শ্ববর্তী দেশ আলজেরিয়া। দুই দেশের মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও স্বাস্থ্য ও মানবিক ফ্লাইট খুলে দেওয়া হচ্ছে। খবর এপিএস’র।
আলজেরিয়ার প্রেসিডেন্ট দফতর শনিবার (৯ সেপ্টেম্বর) বিবৃতিতে জানান, মরক্কোয় আঘাত হানা ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে মানবিক সহায়তা করা হবে।
এর আগে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ৭ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয় মরক্কো। এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে ১ হাজার। ভূমিকম্পটি আল হাউজ, ওয়ারজাজেট, মারাকেচ, আজিলাল, চিচাউয়া এবং তারউদান্ত প্রদেশে আঘাত হানে। এরপর থেকেই চলছে উদ্ধার তৎপরতা। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে বের করে আনছে একের পর এক লাশ।
মন্তব্য করুন