কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার বর্জ্যভর্তি বেলুন পড়ল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তরে

বেলুন থেকে ছড়ানো আবর্জনা পরিষ্কারে ব্যস্ত দক্ষিণ কোরিয়ার কর্মীরা। ছবি : সংগৃহীত
বেলুন থেকে ছড়ানো আবর্জনা পরিষ্কারে ব্যস্ত দক্ষিণ কোরিয়ার কর্মীরা। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় বর্জ্যভর্তি বেলুন পাঠানো অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। এবার তাদের এমন একটি বেলুন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রেসিডেন্টের দপ্তরের কম্পাউন্ডে পড়েছে। বুধবারের (২৪ জুলাই) এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা উদ্বিগ্ন। তারা বলছেন, এসব বর্জ্যে স্বাস্থ্যঝুঁকির উপাদানও থাকতে পারে। তবে এখন পর্যন্ত এসব আবর্জনায় কোনো ক্ষতিকর উপাদান মেলেনি।

এনবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট দপ্তরের কম্পাউন্ড নো ফ্লাই জোনের অংশ। এ এলাকায় কিছু উড়ানো যায় না। এরই মধ্যে হঠাৎ বেলুনটি শনাক্ত করা হয়। কিন্তু এর আগেই এর মধ্যে থাকা আবর্জনা আশপাশে ছড়িয়ে পড়ে। একই সময়ে রাজধানীর আশপাশে অনুরূপ বেলুন উড়ে আসে।

এদিকে সিউলের প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস এসব আবর্জনায় অত্যান্ত বিপজ্জনক পদার্থ থাকতে পারে বলে শঙ্কায় ছিলেন। তারা এর নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠান। এরপর ল্যাবরেটরির রিপোর্ট স্বস্তি দেয় যে, এসবে কোনো ক্ষতিকর উপাদান ছিল না।

তবে সতর্কতা স্বরূপ সরকারি কর্মকর্তারা স্থানীয় লোকজনকে এসব বেলুন স্পর্শ না করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের বেলুন দেখে থাকলে স্থানীয় সেনা ইউনিট বা পুলিশ স্টেশনে জানাতে বলেছে।

উত্তর কোরিয়া থেকে বর্জ্যভর্তি বেলুন পাঠানোর ঘটনা নতুন নয়। বিভিন্ন সময় দেশটি এ ধরনের কাজ করে আসছে।

বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়ার এমন আচরণে সতর্কতা জারি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। তারা জানিয়েছে, ময়লা আবর্জনা নিয়ে আসা বেলুন যেন কেউ স্পর্শ না করে সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বেলুনে সন্দেহজনক পদার্থ থাকার আশঙ্কায় এগুলো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাস থেকে দক্ষিণ কোরিয়ার ৯টি প্রদেশের আটটিতেই এ বেলুন পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এসব বেলুন বিশ্লেষণ করে দেখছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর প্রকাশ করা বিভিন্ন ছবিতে প্লাস্টিকের ব্যাগ বাঁধা বেলুন দেখা গেছে। এছাড়া কিছু বেলুনের চারপাশে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এমনকি একটি ব্যাগের ওপর মলমূত্র লেখা শনাক্ত হয়েছে।

বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, কিছু বেলুনে পশুর মল পাওয়া গেছে। সেনাবাহিনী এ ধরনের কার্যকলাপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এটি জনগণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এ ঘটনায় উত্তর কোরিয়া সম্পূর্ণভাবে দায়ী। আমরা দেশটিতে এমন অমানবিক কার্যক্রম বন্ধ করার জন্য কঠোরভাবে সতর্ক করছি।

অতীতে দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় লিফলেটের পাশাপাশি চকো পাইয়ের মতো নিষিদ্ধ বিভিন্ন বস্তু বেলুনে পাঠিয়েছিলেন দেশটির অ্যাকটিভিস্টরা। এরপর ২০২০ সালের ডিসেম্বরে এ ধরনের কাজকে অপরাধ আখ্যা দিয়ে আইন পাস করে দক্ষিণ কোরিয়া। এদিকে উত্তর কোরিয়ার বেলুনের জবাবে সীমান্তে লাউডস্পিকার বাজিয়ে জবাব দিচ্ছে দক্ষিণ কোরিয়া। গত মে মাস থেকে এ ধরনের কার্যক্রমে দুই দেশের সীমান্তবর্তী মানুষই উদ্বেগের মধ্যে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

১৩ সেপ্টেম্বর, ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আজকের নামাজের সময়সূচি

দুপুরের মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়ের শঙ্কা

সিএমএইচ থেকে বাড়ি ফিরেছেন আহত ৯৪৮ শিক্ষার্থী 

টিএসসির গজল সন্ধ্যায় কলরবের মনোমুগ্ধকর পরিবেশনা 

দুপুরে দেশে ফিরছেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৮ বাংলাদেশি

প্রবাসীদের জন্যে সুখবর

ফের উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেন আহমাদুল্লাহ

১০

নিখোঁজের দু’মাস পর / আশুলিয়া থেকে অস্ট্রেলিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার 

১১

সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার

১২

রাজধানীতে বোমা তৈরির সরঞ্জামসহ দুই নাশকতাকারী আটক

১৩

ঔষধ শিল্পের বিকাশে পাশে থাকার আশ্বাস বিএনপির

১৪

তেজগাঁও কলেজ থেকে মুছে দেওয়া হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম 

১৫

আপা আপা বলা তানভীর নিজেই আ.লীগের হাতে নির্যাতিত, আছেন রাজনৈতিক আশ্রয়ে

১৬

গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ মামলায় আ.লীগ নেতা আটক

১৭

বসত বাড়িতে হামলা / বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে একটি পরিবার

১৮

মামলা করে বাড়ি ছাড়া কৃষক রেজাউল

১৯

ভুয়া সমন্বয়ক পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে

২০
X