শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইব্রাহিম রাইসির মতো পরিণতি হতে যাচ্ছিল আহমাদিনেজাদের!

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি : সংগৃহীত
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি : সংগৃহীত

ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ক্ষত এখনো শুকায়নি। এরইমধ্যে সামনে এলো চাঞ্চল্যকর আরেক তথ্য। দুবারের জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও না কি একই ধরনের পরিণতি ভোগ করতে যাচ্ছিলেন।

গেল মাসে সুপ্রিম কাউন্সিলের আপত্তির মুখে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারেননি আহমাদিনেজাদ। এ নিয়ে মনোকষ্ট ছিল তার। এবার তাকে হত্যার এক ষড়যন্ত্রের খবর প্রকাশ করেছে লন্ডনভিত্তিক ফার্সি ভাষার সম্প্রচারমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

প্রায় দুই সপ্তাহ আগে চমকে ওঠার মতো এক খবর দেয় ইরান ইন্টারন্যাশনাল। গেল ১৫ জুলাই এক প্রতিবেদনে তারা জানায়, অনেকটা রাইসির কায়দায় আততায়ী হামলার শিকার হতে যাচ্ছিলেন আহমাদিনেজাদ। একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে জানজান যাওয়ার কথা ছিল তার।

কিন্তু গাড়িতে ওঠার আগে সম্প্রতি মেরামত করা আহমাদিনেজাদের ল্যান্ড ক্রুজার খতিয়ে দেখেন তার নিরাপত্তা প্রধান। তখন তিনি কিছু ত্রুটির কথা উল্লেখ করে, আহমাদিনেজাদকে অন্য গাড়িতে চড়তে বলেন।

স্থানীয় গণমাধ্যম মেহর-ই-ফারদা জানায়, আহমাদিনেজাদ অন্য গাড়িতে উঠলে তার সফরসঙ্গীরা ওই ল্যান্ড ক্রুজারে ওঠেন। জানা গেছে, গাড়িতে থাকা ব্যক্তিরা মাঝ রাস্তায় গিয়ে বুঝতে পারেন গাড়িটির স্টিয়ারিং ও ব্রেক ঠিকমতো কাজ করছে না। ল্যান্ড ক্রুজারটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িতে ধাক্কা দেয় এবং শেষ পর্যন্ত মহাসড়কে থেমে যায়।

এসময় গাড়িটি তিনবার ঘূর্ণি খায় এবং কয়েকবার ডানে-বামে যাওয়ার পর ডিভাইডারে ধাক্কা খেয়ে অন্য গাড়িকে ধাক্কা দেয়।

সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায়, ঘটনার পাঁচ দিন পর ২১ জুলাই ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের’ ব্যর্থ হওয়া আততায়ী হামলার কথা জানান আহমাদিনেজাদ। এসময় তিনি অভিযোগ করেন, এর আগেও তার ওপর কয়েকবার ব্যর্থ আততায়ী হামলা হয়েছে। বলা হচ্ছে, মেরামত করা ল্যান্ড ক্রুজারটি প্রেসিডেন্টসিয়াল অফিসের মেরামত শাখার তত্ত্বাবধানে ছিল।

কিন্তু তারা গাড়িটি নির্ধারিত দোকানে না দিয়ে ‘স্পেশাল সিকিউরিটি এজেন্টদের’ হাতে তুলে দেয়। তারা গাড়িটি অজানা কোথায় নিয়ে যায়।

ওই ব্যক্তিদের সাংগঠনিক অবস্থানের ভিত্তিতে তারা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ৩টি সাব ইউনিট- ইন্টিলিজেন্স অর্গানাইজেশন, কাউন্টারইন্টিলিজেন্স অর্গানাইজেশন বা ভালি-ই-আমর’র সদস্য হতে পারেন বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। আনসার প্রোটেকশন কর্পসের সঙ্গে সমন্বয় না করেই এসব ইউনিট চাইলে প্রেসিডেন্টের অফিস থেকে আহমাদিনেজাদের গাড়ি নিয়ে যেতে পারে।

অবশ্য ইরানের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ সূত্র আহমাদিনেজাদের গাড়িতে ইস্যুর কথা স্বীকার করলেও অন্য তথ্য অস্বীকার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১০

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১১

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১২

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১৩

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

১৪

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

১৫

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

১৬

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

১৭

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

১৮

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

১৯

বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : শিশির মনির

২০
X