শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে : কিম

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর আন্দ্রেই বেলোসোভের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং অন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর আন্দ্রেই বেলোসোভের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং অন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের কারণে ইউক্রেন দূরপাল্লার অস্ত্র ব্যবহার করছে। একইসঙ্গে তিনি দাবি করেছেন, রাশিয়ার জন্য এখন আত্মরক্ষার অধিকার রয়েছে এবং মস্কোকে শত্রু পক্ষকে কঠোরভাবে প্রতিশোধ নিতে হবে।

শনিবার (৩০ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (২৯ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর আন্দ্রেই বেলোসোভের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন।

রয়টার্স উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ এর বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা কিয়েভ সরকারকে তাদের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ওপর আক্রমণ চালাতে বাধ্য করেছে। রাশিয়াকে এখন শত্রু শক্তির বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার পদক্ষেপ নিতে হবে।

কিম আরও বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়ার প্রতি সর্বদা সমর্থন জানাবে উত্তর কোরিয়ার সরকার, সেনাবাহিনী এবং জনগণ।

উল্লেখ্য, কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে চলতি বছরের জুন মাসে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায়, উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছে। এই চুক্তির অংশ হিসেবে, দুই দেশ একে অপরকে সহায়তা দেবে, এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এরপর সেপ্টেম্বর মাসে রাশিয়ায় দুই দেশের নেতাদের শীর্ষ বৈঠকে দেশদুটির সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ওই বৈঠকের পর উত্তর কোরিয়া রাশিয়ায় ১০ হাজারেরও বেশি গোলাবারুদের কন্টেইনার, স্ব-চালিত হাউইটজার এবং একাধিক রকেট লঞ্চার পাঠিয়েছে।

এদিকে পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া ১০ হাজার সৈন্য রাশিয়ায় পাঠিয়েছে। যদিও কিম ও বেলোসোভের বৈঠকে এ নিয়ে কোনও আলোচনা হয়নি।

এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, উত্তর কোরিয়ার পাঠানো সৈন্যরা বর্তমানে রাশিয়ার সম্মুখসারিতে মোতায়েন রয়েছে এবং তারা রাশিয়ার বাহিনীর সঙ্গে যোগ দিয়ে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।

সম্প্রতি, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে। হামলার পর এর পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া ইউক্রেনের সামরিক ও শক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বেলোসোভও উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াং চোলকে বলেছেন, কিম ও পুতিনের চুক্তি উত্তর-পূর্ব এশিয়ায় শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবি আবৃত্তি সংসদের কর্মশালা উদ্বোধন

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন

ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

এবিসি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন  / সভাপতি জাফরী, মহাসচিব দেবাশীষ

৭ শিক্ষার্থীকে পিটিয়ে হামলার শিকার প্রধান শিক্ষক

ভবন নির্মাণে পরিবেশের ক্ষতি হলে উচ্ছেদ করবে রাজউক

বিপিএলে চট্টগ্রাম কিংসের দাপুটে জয়

সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন সিদ্ধান্তে ইন্দোনেশিয়া

সালানা জলসা বন্ধ করার আহ্বান খতমে নবুওয়তের

জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

গাজাকে পুনর্গঠন করতে সব কিছু করবে তুরস্ক

১১

১৭ বছর পর মুক্ত বাবর, উচ্ছ্বসিত এলাকাবাসী

১২

‘আগে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নির্ধারণ করতে হবে’

১৩

তীব্র তাপদাহ বিবেচনা করে হজের প্রস্তুতি নিচ্ছে সৌদি

১৪

জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, বিজ্ঞপ্তি জারি 

১৫

যৌথবাহিনীর অভিযানে অপহৃত ৭ কৃষক উদ্ধার

১৬

‘বাবরকে ৬ বছর কনডেম সেলে রাখা হয়’

১৭

আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে এসআইয়ের মৃত্যু

১৮

অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য মেলা

১৯

যুদ্ধবিরতি নিয়ে উগ্র ডানপন্থিদের চাপে নেতানিয়াহু

২০
X