কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে : কিম

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর আন্দ্রেই বেলোসোভের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং অন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর আন্দ্রেই বেলোসোভের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং অন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের কারণে ইউক্রেন দূরপাল্লার অস্ত্র ব্যবহার করছে। একইসঙ্গে তিনি দাবি করেছেন, রাশিয়ার জন্য এখন আত্মরক্ষার অধিকার রয়েছে এবং মস্কোকে শত্রু পক্ষকে কঠোরভাবে প্রতিশোধ নিতে হবে।

শনিবার (৩০ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (২৯ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর আন্দ্রেই বেলোসোভের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন।

রয়টার্স উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ এর বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা কিয়েভ সরকারকে তাদের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ওপর আক্রমণ চালাতে বাধ্য করেছে। রাশিয়াকে এখন শত্রু শক্তির বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার পদক্ষেপ নিতে হবে।

কিম আরও বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়ার প্রতি সর্বদা সমর্থন জানাবে উত্তর কোরিয়ার সরকার, সেনাবাহিনী এবং জনগণ।

উল্লেখ্য, কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে চলতি বছরের জুন মাসে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায়, উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছে। এই চুক্তির অংশ হিসেবে, দুই দেশ একে অপরকে সহায়তা দেবে, এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এরপর সেপ্টেম্বর মাসে রাশিয়ায় দুই দেশের নেতাদের শীর্ষ বৈঠকে দেশদুটির সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ওই বৈঠকের পর উত্তর কোরিয়া রাশিয়ায় ১০ হাজারেরও বেশি গোলাবারুদের কন্টেইনার, স্ব-চালিত হাউইটজার এবং একাধিক রকেট লঞ্চার পাঠিয়েছে।

এদিকে পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া ১০ হাজার সৈন্য রাশিয়ায় পাঠিয়েছে। যদিও কিম ও বেলোসোভের বৈঠকে এ নিয়ে কোনও আলোচনা হয়নি।

এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, উত্তর কোরিয়ার পাঠানো সৈন্যরা বর্তমানে রাশিয়ার সম্মুখসারিতে মোতায়েন রয়েছে এবং তারা রাশিয়ার বাহিনীর সঙ্গে যোগ দিয়ে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।

সম্প্রতি, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে। হামলার পর এর পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া ইউক্রেনের সামরিক ও শক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বেলোসোভও উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াং চোলকে বলেছেন, কিম ও পুতিনের চুক্তি উত্তর-পূর্ব এশিয়ায় শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানগামী কার্গো জাহাজে মার্কিন সেনাদের অভিযান

আব্রামের স্বপ্ন পূরণে মেসির সঙ্গে শাহরুখের সেলফি

গোপনে সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার জামিন

ঘুম কম হলে কি শুক্রাণুর মান কমে যায়? যা বলছে গবেষণা

রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ভিপি সাদিক কায়েম

শনাক্ত ব্যক্তি ও সাদিক কায়েম এক টেবিলে চা খাচ্ছেন, এর বিচার কে করবে : রিজভী 

ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড, সর্বশেষ যা জানা গেল

রুবি গজনবী পুরস্কার-২০২৪ পেল ‘মোনঘর’

হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার 

এই বয়সে এগুলা কেন করেন বুঝি না, রুনা-জয়াকে নিয়ে যা বললেন চুমকি

১০

ফেনীতে জলাতঙ্কের টিকার সংকট, ভোগান্তিতে রোগীরা

১১

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক

১২

হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত : মির্জা আব্বাস 

১৩

শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের ‘স্মৃতিমিলন-২০২৫’ অনুষ্ঠিত

১৪

মিয়ানমারে হাসপাতালে হামলা, দায় স্বীকার সেনাবাহিনীর

১৫

আইপিএল : নিলামের আগেই হুট করে বাদ ৯ ক্রিকেটার

১৬

এবার উপজেলা নির্বাচন অফিসে আগুন দেওয়ার চেষ্টা

১৭

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

১৮

বাসায় ঢুকে মাথায় হাতুড়ির আঘাতে নারীকে হত্যা

১৯

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা

২০
X