‘
চার বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর ক্ষমতা দখলকারী তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে রাশিয়া। চলমান সেই পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়া আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল মস্কো। খবর আলজাজিরার।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বিশ্বাস করি যে, আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে উৎপাদনশীল দ্বিপক্ষীয় সহযোগিতার বিকাশে গতি আনবে।’
এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। এমনটি জানিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি একটি ভিডিও এক্স-তে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, তিনি কাবুলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে বৈঠক করছেন। ওই পোস্টে আফগান পররাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য একটি উদাহরণ হবে। স্বীকৃতি প্রক্রিয়া শুরু হওয়ার পর রাশিয়া সবার চেয়ে এগিয়ে ছিল।’
এর আগে রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবান গোষ্ঠীর ‘সন্ত্রাসী’ তকমা তুলে নেয়। তখনই সম্পর্ক স্বাভাবিক করার আভাস মিলেছিল।
এই পদক্ষেপের ওপর ওয়াশিংটনের নজর থাকার সম্ভাবনা রয়েছে। কারণ, মার্কিনিরা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কোটি কোটি সম্পদ জব্দ করেছে এবং তালেবানের কিছু জ্যেষ্ঠ নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে আফগানিস্তানের ব্যাংকিং খাত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করে এই গোষ্ঠী। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে মার্কিন বাহিনী পাহারা দিয়ে টিকিয়ে রেখেছিল। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নিলে ওই সরকার এক দিনও টিকতে পারেনি।
মার্কিন সেনা প্রত্যাহারকে ব্যর্থতা বলে অভিহিত করেছিল মস্কো। তখন থেকে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নেন ভ্লাদিমির পুতিন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সম্ভাব্য অর্থনৈতিক অংশীদার এবং মিত্র হিসেবে আফগানদের মূল্যায়ন শুরু করে।
২০২২ ও ২০২৪ সালে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি প্রধান অর্থনৈতিক ফোরামে তালেবান প্রতিনিধিদল যোগ দিয়েছিল। গত অক্টোবরে মস্কোতে এই গোষ্ঠীর শীর্ষ কূটনীতিক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করেন।
২০২৪ সালের জুলাই মাসে ভ্লাদিমির পুতিন তালেবানদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র বলে অভিহিত করেন। পুতিনের ওই মন্তব্য বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল।
মন্তব্য করুন