কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:০৮ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক জোরদার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া আন্তর্জাতিক কূটকৌশলে পরিবর্তন এনেছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করছে। এর মধ্যে ইরান, উত্তর কোরিয়া, চীন ও বেলারুশ রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে পৌঁছে। ফলে রাশিয়া নতুন কৌশল হিসেবে ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও বাড়িয়েছে। এই দেশগুলোও পশ্চিমাদের বিরুদ্ধে এবং তারা একে অপরকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে।

ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা

ইরান ও রাশিয়ার সম্পর্ক সামরিক খাতে আরও দৃঢ় হয়েছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর, রাশিয়া ইরান থেকে ড্রোন কিনে ইউক্রেনে ব্যবহার করেছে। দুই দেশ যৌথভাবে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা করছে। পাশাপাশি তাদের বাণিজ্যিক সম্পর্কও বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে তেল ও গ্যাস বাণিজ্য।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার (১৭ জানুয়ারি) মস্কো সফর শুরু করেছেন। এই সফরের সময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশ একটি 'কৌশলগত অংশীদারত্ব' চুক্তি সই করবে। এই চুক্তির মধ্যে বিশেষভাবে প্রতিরক্ষা সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক

রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্কও শক্তিশালী হয়েছে। দুই দেশই পশ্চিমাদের শত্রু হিসেবে পরিচিত এবং তারা একে অপরকে অর্থনৈতিকভাবে সমর্থন করছে। রাশিয়াকে সামরিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করছে উত্তর কোরিয়া। এতে রাশিয়ার সামরিক শক্তি বাড়ছে।

চীনের সঙ্গে সম্পর্ক

চীন ও রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে বাণিজ্য এবং প্রযুক্তির ক্ষেত্রে। চীন রাশিয়ার সঙ্গে তেল, গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ লেনদেন করছে। রাশিয়া ও চীন একে অপরকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে শুরু করেছে। মূলত বিশ্ব শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে রাখতে চাইছে তারা।

সহযোগী বেলারুশ

বেলারুশ রাশিয়ার কাছ থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর, দুই দেশ একসঙ্গে সামরিক কার্যক্রম পরিচালনা করছে এবং বেলারুশ রাশিয়ার প্রধান সহযোগী হয়ে উঠেছে।

পশ্চিমাদের উদ্বেগ

এই ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মনে করছে, রাশিয়া ও তার শত্রু দেশগুলোর সম্পর্ক বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইরান, উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা বিশ্ব রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারের ৪ আসনেই জামায়াতের প্রার্থী ঘোষণা

আড়াই মাসে বাদ নাসিম, মেহেরপুর আদালতের নতুন পিপি সাইদুর

বিএনপি নেতা শাহজাহানের শারীরিক অবস্থার উন্নতি

ভারতের ওপর দিয়ে বাংলাদেশে চলাচল করতে পারে পাকিস্তানি বিমান

কালবেলায় সংবাদ প্রকাশ / মামলার হুমকি দেওয়া সেই রেঞ্জ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বাড়িতে হামলা-ভাঙচুর

শেখ মুজিব একাডেমিক ভবনের নাম পরিবর্তন করলেন যবিপ্রবি শিক্ষার্থীরা

ট্রাম্পের গাজা দখলের পাঁয়তারায় কী বলছে ইসরায়েল

‘হাসিনার ষড়যন্ত্র রুখে দেবে তরুণ ছাত্র-জনতা’

বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

১০

সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বাড়িতে অগ্নিসংযোগ

১১

ভারতে বসে কীভাবে দল চালাচ্ছে আ.লীগ?

১২

কুড়িগ্রামে শেখ মুজিবের তিনটি ম্যুরাল গুঁড়িয়ে দিল

১৩

নির্বাচক পদ ছেড়ে এখন আবহনীর প্রধান কোচ হান্নান

১৪

ফের কমবে দিন ও রাতের তাপমাত্রা

১৫

‘জনপ্রশাসন সংস্কার কমিশন মীমাংসিত একটি বিষয়কে নতুনভাবে বিতর্কিত করেছে’

১৬

বিপিএল ফাইনাল / বরিশালের শিরোপা ধরে রাখা, নাকি চিটাগংয়ের প্রথম স্বপ্নপূরণ?

১৭

শাহজাদা করিম আল-হুসেনী আগা খান চতুর্থ আর নেই

১৮

চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমে আবার ১০ ডিগ্রিতে

১৯

১২৩ ফুট উঁচু মুজিব ম্যুরাল ভাঙচুর-অগ্নিসংযোগ

২০
X