কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

উড্ডয়নের আগ মুহূর্তে বিমানে আগুন, সর্বশেষ যা জানা গেল

বিমানের আগুন নেভানোর মুহূর্ত। ছবি : সংগৃহীত
বিমানের আগুন নেভানোর মুহূর্ত। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বুসানের বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল একটি বিমান। হঠাৎ বিমানটিতে আগুন লাগে। তবে কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে প্রাণে বাঁচেন সব যাত্রী ও ক্রুরা। বুধবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানায় দেশটির পরিবহন মন্ত্রণালয়। এর আগে মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা ঘটে।

সিবিএস নিউজ স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানায়, মঙ্গলবার রাতে দক্ষিণ-পূর্ব বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকং যাওয়ার জন্য এয়ার বুসানের বিমানটি প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ বিমানটির পিছনের অংশে আগুন ধরে যায়। তাৎক্ষণিক বিমানবন্দরের কর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দেন। ফলে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচেন যাত্রীরা। তবে দ্রুত যাত্রীদের বের করে আনার সময় সাতজন আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগুনের সূত্রপাত ওভারহেড বিনে রাখা একটি পোর্টেবল ব্যাটারির কারণে হতে পারে। এয়ারবাস-এ৩২১ এর বিমানটিতে তখন ১৬৯ জন যাত্রী এবং সাতজন ক্রু ছিলেন। তাদের জরুরি ‘স্ফীত স্লাইড সিঁড়ি’ ব্যবহার করে বের করে আনা হয়।

স্থানীয় মিডিয়াতে সম্প্রচারিত অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বিমানটিকে ঘিরে রেখেছে। তারা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এ সময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

সিবিএসের প্রতিবেদন বলছে, কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তিনজন আহত হওয়ার খবর জানিয়েছিল। তবে বুধবার সংখ্যাটি সংশোধন করে সাতজন করা হয়। পরিবহন মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হয়। দেশটির জিওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারের বিমানটি ভয়ংকরভাবে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ১৭৯ জন নিহত হন। ভাগ্যে জোরে বেঁচে যান কেবল দুজন।

এদিকে দক্ষিণ সুদানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। এতে ২০ জন নিহত হন। দেশটির একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট ২১ আরোহী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১০

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১১

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১২

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

১৩

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

১৪

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

১৫

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

১৬

বিশ্বকাপে ভারতে না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি!

১৭

কৃষক লীগ নেতা আব্দুর রহমান গ্রেপ্তার

১৮

চট্টগ্রামে জামায়াতের কোটিপতি প্রার্থী, সম্পদ কত?

১৯

ঝালকাঠিতে ইনসাফ মঞ্চের যাত্রা শুরু

২০
X