কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

উড্ডয়নের আগ মুহূর্তে বিমানে আগুন, সর্বশেষ যা জানা গেল

বিমানের আগুন নেভানোর মুহূর্ত। ছবি : সংগৃহীত
বিমানের আগুন নেভানোর মুহূর্ত। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বুসানের বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল একটি বিমান। হঠাৎ বিমানটিতে আগুন লাগে। তবে কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে প্রাণে বাঁচেন সব যাত্রী ও ক্রুরা। বুধবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানায় দেশটির পরিবহন মন্ত্রণালয়। এর আগে মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা ঘটে।

সিবিএস নিউজ স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানায়, মঙ্গলবার রাতে দক্ষিণ-পূর্ব বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকং যাওয়ার জন্য এয়ার বুসানের বিমানটি প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ বিমানটির পিছনের অংশে আগুন ধরে যায়। তাৎক্ষণিক বিমানবন্দরের কর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দেন। ফলে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচেন যাত্রীরা। তবে দ্রুত যাত্রীদের বের করে আনার সময় সাতজন আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগুনের সূত্রপাত ওভারহেড বিনে রাখা একটি পোর্টেবল ব্যাটারির কারণে হতে পারে। এয়ারবাস-এ৩২১ এর বিমানটিতে তখন ১৬৯ জন যাত্রী এবং সাতজন ক্রু ছিলেন। তাদের জরুরি ‘স্ফীত স্লাইড সিঁড়ি’ ব্যবহার করে বের করে আনা হয়।

স্থানীয় মিডিয়াতে সম্প্রচারিত অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বিমানটিকে ঘিরে রেখেছে। তারা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এ সময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

সিবিএসের প্রতিবেদন বলছে, কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তিনজন আহত হওয়ার খবর জানিয়েছিল। তবে বুধবার সংখ্যাটি সংশোধন করে সাতজন করা হয়। পরিবহন মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হয়। দেশটির জিওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারের বিমানটি ভয়ংকরভাবে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ১৭৯ জন নিহত হন। ভাগ্যে জোরে বেঁচে যান কেবল দুজন।

এদিকে দক্ষিণ সুদানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। এতে ২০ জন নিহত হন। দেশটির একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট ২১ আরোহী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিদেশি নম্বর’ থেকে ফোন করে ওসিকে হত্যার হুমকি

ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

এক ইলিশ ১০ হাজার টাকা

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

১০

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

১১

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

১২

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

১৩

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

১৪

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

১৫

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

১৬

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১৭

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১৮

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১৯

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

২০
X