কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

উড্ডয়নের আগ মুহূর্তে বিমানে আগুন, সর্বশেষ যা জানা গেল

বিমানের আগুন নেভানোর মুহূর্ত। ছবি : সংগৃহীত
বিমানের আগুন নেভানোর মুহূর্ত। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বুসানের বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল একটি বিমান। হঠাৎ বিমানটিতে আগুন লাগে। তবে কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে প্রাণে বাঁচেন সব যাত্রী ও ক্রুরা। বুধবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানায় দেশটির পরিবহন মন্ত্রণালয়। এর আগে মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা ঘটে।

সিবিএস নিউজ স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানায়, মঙ্গলবার রাতে দক্ষিণ-পূর্ব বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকং যাওয়ার জন্য এয়ার বুসানের বিমানটি প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ বিমানটির পিছনের অংশে আগুন ধরে যায়। তাৎক্ষণিক বিমানবন্দরের কর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দেন। ফলে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচেন যাত্রীরা। তবে দ্রুত যাত্রীদের বের করে আনার সময় সাতজন আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগুনের সূত্রপাত ওভারহেড বিনে রাখা একটি পোর্টেবল ব্যাটারির কারণে হতে পারে। এয়ারবাস-এ৩২১ এর বিমানটিতে তখন ১৬৯ জন যাত্রী এবং সাতজন ক্রু ছিলেন। তাদের জরুরি ‘স্ফীত স্লাইড সিঁড়ি’ ব্যবহার করে বের করে আনা হয়।

স্থানীয় মিডিয়াতে সম্প্রচারিত অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বিমানটিকে ঘিরে রেখেছে। তারা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এ সময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

সিবিএসের প্রতিবেদন বলছে, কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তিনজন আহত হওয়ার খবর জানিয়েছিল। তবে বুধবার সংখ্যাটি সংশোধন করে সাতজন করা হয়। পরিবহন মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হয়। দেশটির জিওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারের বিমানটি ভয়ংকরভাবে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ১৭৯ জন নিহত হন। ভাগ্যে জোরে বেঁচে যান কেবল দুজন।

এদিকে দক্ষিণ সুদানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। এতে ২০ জন নিহত হন। দেশটির একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট ২১ আরোহী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার বিচার দাবিতে আজ ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ফেনীতে ৬ দিনেও মেলেনি সূর্যের দেখা

তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা কত

বিপিএল ইতিহাসে এমন ঘটনা আগে দেখা যায়নি

আই ওয়াজ রিয়েলি শকড, হঠাৎ কেন এই কথা মাহমুদউল্লাহর

প্রতিদিন গোসল করা কি সত্যিই জরুরি

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৬-৪ ডিগ্রিতে

প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময়ই ভূমিকম্প

ত্রয়োদশ সংসদ নির্বাচন / ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই আজ

১০

মধ্যরাতে ঝরল ২ প্রাণ

১১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১২

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল

১৩

এনসিপির যে ১০ কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১৪

জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

১৬

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

১৭

পাহাড়ে শৈত্যপ্রবাহ, জনজীবন স্থবির

১৮

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি সহযোগিতার আহ্বান 

১৯

ভেনেজুয়েলায় মার্কিন কৌশল ইরাক যুদ্ধের ব্যর্থতার মতো হতে পারে

২০
X