কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বের প্রথম মানবিক রোবট, কাজ করবে মানুষের মতো

চীনের তিয়ানগং হিউম্যানয়েড রোবট। ছবি : সংগৃহীত
চীনের তিয়ানগং হিউম্যানয়েড রোবট। ছবি : সংগৃহীত

বর্তমানে আগের চেয়ে আরও উন্নত ও কর্মক্ষম হয়ে উঠছে মানুষের মতো দেখতে এবং কাজ করতে পারে এমনভাবে ডিজাইন করা বিভিন্ন রোবট। যাকে বলা হচ্ছে, হিউম্যানয়েড রোবট। এগুলো এখন আর কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনির অংশ নয়, বরং বাস্তব জগতে প্রয়োগের জন্যও তৈরি করা হচ্ছে এ ধরনের রোবট, যা বাড়িঘর ও কাজের ক্ষেত্রে সাহায্য করা থেকে শুরু করে মহাকাশ অন্বেষণে পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। হিউম্যানয়েড রোবোটিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- এসব রোবটকে আরও স্মার্ট এবং কার্যকর করে তোলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এখন নিজেদের পরিবেশ থেকে শিখতে পারে, মানুষের কথা বুঝতে পারে ও মুখের অভিব্যক্তি এবং কণ্ঠস্বরের মাধ্যমে আবেগ শনাক্ত করতে পারে এসব রোবট।

সম্প্রতি নতুন দক্ষতার সাথে অত্যাশ্চর্য মাইলফলক স্থাপন করেছে চীনের তিয়ানগং হিউম্যানয়েড রোবট। চীনা গবেষকরা স্বাধীনভাবে তৈরি করেছে অসংখ্য অসাধারণ দক্ষতাসম্পন্ন এই মানবিক রোবটটি। যার মধ্যে রয়েছে থালা-বাসন সাজানো, খাবার কেনাকাটা, এমনকি বৈদ্যুতিক পরিদর্শন পরিচালনা করার দক্ষতাও। ১৭ ফেব্রুয়ারি চীনের জাতীয় ও স্থানীয় যৌথভাবে নির্মিত এমবডেড এআই রোবোটিক্স ইনোভেশন সেন্টারের বিজ্ঞানীরা প্রকাশ করেছেন যে 'তিয়ানগং' নামের রোবটটি গত এক বছরে বেশ কয়েকটি প্রযুক্তিগত অগ্রগতির পরে এই নতুন দক্ষতার সাথে রেকর্ড স্থাপন করেছে।

বেইজিংয়ের বিভিন্ন স্থানে ধারণ করা ফুটেজে দেখা গেছে, তিয়ানগং তার অসাধারণ ক্ষমতা প্রদর্শন করছে- থালা-বাসন সাজানো এবং ঝুড়িতে ফল রাখা থেকে শুরু করে কেনাকাটার মতো, দ্রুত দৌড়ানো, নুড়ি এবং বালির মতো অসম পৃষ্ঠে হাঁটা, সিঁড়ি এবং খাড়া ঢাল বেয়ে ওঠা এবং এমনকি বৈদ্যুতিক পরিদর্শনের জন্য যন্ত্রপাতি পরিচালনা করা। বিশ্বের প্রথম মানবিক রোবট এটি যা, তুষারের মতো নরম, পিচ্ছিল পৃষ্ঠেও ভারসাম্য বজায় রেখে পথ অতিক্রম করতে পারে। এটি প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে দৌড়াতে পারে এবং পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য ১৩৪টি সিঁড়ি বেয়ে উঠতে পারে। গবেষকরা কম্পিউটারের মাধ্যমে ভার্চুয়াল এই রোবটকে প্রশিক্ষণ দিচ্ছেন। উদ্ভাবন কেন্দ্রের গবেষক ওয়েই জিয়াক্সিং বলেন, আমাদের ৫০ মিলিসেকেন্ডের মধ্যে উচ্চ-ফ্রিকোয়েন্সি ভিজ্যুয়াল আপডেটগুলো বজায় রাখতে হবে। সেখানে শত শত বা হাজার হাজার রোবট থাকবে এবং আমাদের অ্যালগরিদমগুলোর সাথে অপ্টিমাইজ এবং পুনরাবৃত্তি করে, আমরা তারপর এইগুলো শারীরিক রোবটের ভেতরে স্থাপন করব যা এটিকে চমৎকার বোধশক্তি এবং গতিশীলতার জন্য সক্ষম করে তুলবে। আমরা রোবটটিকে বিভিন্ন ধরনের এলোমেলো কাজ ও পরিস্থিতির মুখোমুখি করব যাতে এর সাধারণীকরণ ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা স্বল্পমেয়াদি মেমরি অন্তর্ভুক্ত করব, এটি প্রতিটি পরিস্থিতিতে নিজেকে আরও ভালোভাবে বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম করে তুলবে।

গত বছরের এপ্রিলে উন্মোচিত হয় ১৬৩ সেমি লম্বা এবং মাত্র ৪৩ কেজি ওজনের তিয়ানগং। এটি বিশ্বের প্রথম মানবিক রোবট, যা সম্পূর্ণরূপে বিদ্যুৎ দ্বারা চালিত। তিয়ানগং হিউম্যানয়েড রোবটগুলোর জন্য একটি মাদার প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে, যা অত্যাধুনিক যান্ত্রিক অস্ত্র এবং বুদ্ধিমান হেড মডিউলের মতো উন্নত উপাদানগুলোকে একীভূত করে বর্ধিত ক্ষমতা অর্জনে ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলিট গ্রাহকদের জন্য রবির বিশেষ আয়োজন

গৌরনদীতে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণজোয়ার

শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল জামায়াত

নারীর শক্তিই আমাদের বিজয়ের শক্তি : সেলিমা রহমান

বাউলশিল্পীর বিচার দাবি খতমে নবুওয়তের

খালেদা জিয়ার শারীরিক সবশেষ অবস্থা জানালেন চিকিৎসক

সীমান্তের জিরো পয়েন্ট থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

বিইউএফটির সঙ্গে ৪ শিল্প প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর

জবাইখানার পাশ থেকে তরুণের মরদেহ উদ্ধার

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন

১০

ইশরাক হোসেন / দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই বিএনপির মূল লক্ষ্য

১১

ডিসেম্বরে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান

১২

বিমানবন্দরে আগুন লাগার কারণ উঠে এল প্রতিবেদনে

১৩

কালবেলার হাতে তানজিন তিশার ভয়েস রেকর্ড

১৪

লাল নাকি সবুজ আপেল, শরীরের জন্য কোনটি বেশি উপকারী?

১৫

ধুঁকতে থাকা রিয়ালের জন্য নতুন দুশ্চিন্তা

১৬

ফের বিয়ের পিঁড়িতে কণ্ঠশিল্পী পূজা, পাত্র কে? 

১৭

হাদিসে যে ১০ বিষয়কে কেয়ামতের বড় আলামত বলা হয়েছে

১৮

জুলাই হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীনকে অব্যাহতি

১৯

মাছ চাষে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগে অধ্যাপক মামুনের সাফল্য

২০
X