কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরীকে সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরীকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী ২০ আগস্ট থেকে তার দায়িত্ব গ্রহণ করবেন। তিনি পূর্ণ ছয় বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসে) এই পদে বহাল থাকবেন।।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও গবেষক। তার দীর্ঘ কর্মজীবনে তিনি আইন ও নীতি প্রণয়ন বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

ড. শাহীন চৌধুরীর শিক্ষাজীবনের শুরু ২০০০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনের মাধ্যমে। এরপর ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়ে স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে, তিনি ২০১৩ সালে ইউনিভার্সিটি অব অকল্যান্ড থেকে কর্পোরেট গভর্নেন্স বিষয়ে স্নাতক সার্টিফিকেট লাভ করেন। সর্বশেষ, ২০১৭ সালে তিনি শ্রম আইন বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি একজন নীতি গবেষক, বিশ্ববিদ্যালয় অধ্যাপক, পরামর্শদাতা এবং প্রশিক্ষক হিসেবে সুপরিচিত। তার বিশেষীকরণের মধ্যে রয়েছে শ্রম মানদণ্ড সম্মতি, শ্রম সম্পর্ক, বিরোধ নিষ্পত্তি, নীতি ওকালতি এবং প্রকল্প মূল্যায়ন। এসব ক্ষেত্রে তার গভীর জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে।

গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রেও ড. শাহীন চৌধুরী সক্রিয়। তিনি দেশ-বিদেশের বিভিন্ন সম্মেলন ও সেমিনারে তার গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং একাধিক আন্তর্জাতিক ও দেশীয় একাডেমিক জার্নালে তার নিবন্ধ প্রকাশিত হয়েছে। তার এই বহুমুখী অভিজ্ঞতা ও দক্ষতা দেশের প্রশাসনিক ও নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঈন আলীর ঝলকে ঢাকাকে হারাল সিলেট

এবার পিএসএলেও দেখা যাবে হায়দরাবাদ দল

জামায়াতে কোনো রাজাকার ছিল না : মেজর আক্তারুজ্জামান

ফোন-ল্যাপটপ বিক্রি বা সারাতে দেওয়ার আগে যেসব কাজ করা জরুরি

স্বর্ণের দাম আরও কমলো

নোয়াখালীর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর ‘টোপে’ রাজি হয়নি বিসিবি!

‘মহাশ্মশান’ নিয়ে ফিরল সোনার বাংলা সার্কাস

রাজধানীতে লাইফস্টাইল মেলা, চলবে ৩ দিন

১০

কানাডার হয়ে খেলতে ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়!

১১

মাদুরোর মতো আরেক নেতাকে ধরার আহ্বান জেলেনস্কির

১২

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন

১৩

মুস্তাফিজের আইপিএল না খেলা নিয়ে মিকি আর্থারের প্রতিক্রিয়া

১৪

রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

ধূমপানের ক্ষতি পুষিয়ে তুলতে সাহায্য করে যে ৫ খাবার

১৬

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া 

১৭

কলা খাওয়ার সঠিক সময় কখন? জেনে নিন

১৮

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম

১৯

খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ

২০
X