বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টিকে বিয়ে করতে গিয়ে কঠিন শর্ত মানতে হয়েছিল ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।
রাজ কুন্দ্রা বলেন, শিল্পা তাকে প্রথমেই জানিয়েছিলেন, তিনি কোনো বিদেশি নাগরিক বা এনআরআইকে বিয়ে করবেন না। ভারত ছেড়ে বাইরে থাকা তার পক্ষে সম্ভব নয়। তাই শিল্পাকে বিয়ে করতে হলে রাজকে লন্ডন ছেড়ে মুম্বাইয়ে চলে আসতে হয়েছিল।
রাজ বলেন, ‘শিল্পা আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আমি দেশ ছাড়ব না। আমাকেই ভারতে থাকতে হবে। তখন আমার ভারতে কোনো সম্পত্তি ছিল না। তবে আমি রিয়েল এস্টেট এজেন্টকে ফোন করে দ্রুত একটি ফ্ল্যাট কিনি। এরপরই শিল্পাকে বিয়ের প্রস্তাব দিই।’
২০০৭ সালে দুবাইয়ে ব্যবসার কাজে অবস্থানকালে শিল্পার এক ম্যানেজারের মাধ্যমে রাজের সঙ্গে তার পরিচয় হয়। বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্ক গাঢ় হয় এবং বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
সম্প্রতি এ দম্পতি বৃন্দাবনে যান। সেখানে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ কুন্দ্রা। মহারাজের দুই কিডনি অকেজো জেনে রাজ নিজের কিডনি দেওয়ার প্রস্তাব দেন। তবে মহারাজ সেই প্রস্তাব নেননি।
মন্তব্য করুন