‘রাউডি রাঠোর ২’ আর হচ্ছে না বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে প্রযোজক শবিনা খান ও সঞ্জয় লীলা বানসালি টানা তিন বছরের চেষ্টার পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় বহুল প্রতীক্ষিত এই সিক্যুয়েলটি বাতিল করেছেন। সিক্যুয়েলের জন্য যে চিত্রনাট্য লেখা হয়েছিল, সেটিই এখন ব্যবহার করা হবে অন্য একটি সিনেমার জন্য।
ডিজনি ইন্ডিয়া, যারা ২০১২ সালের ‘রাউডি রাঠোর’-এর মেধাস্বত্বের অধিকারী। তারা প্রাথমিক আলোচনার পরও সিক্যুয়েলটিকে অনুমোদন দিতে অনিচ্ছুক ছিল।
যা নিয়ে একটি সূত্র ভারতীয় গণমাধ্যমে বলেন, “ডিজনির অনাগ্রহের কারণে শবিনা খান ও সঞ্জয় লীলা বানসালি ‘রাউডি রাঠোর ২’ প্রোজেক্টি স্থগিত করা হয়েছে। এর চিত্রনাট্য নিয়ে তৈরি করা হবে আরও একটি নতুন সিনেমা। যা আর রাউডি রাঠোর ট্যাগ বহন করবে না।”
শোনা যাচ্ছে, নতুন এই সিনেমার জন্য খ্যাতনামা তামিল নির্মাতা পি এস মিথরানকে পরিচালক হিসেবে চুক্তি করানো হয়েছে। আগামী বছর শুরুর দিকে চলচ্চিত্রের শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এতে কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
মন্তব্য করুন