কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের রেডিওর পর সম্প্রচারে ফিরল বন্ধ হওয়া আফগান টিভি

তালেবানের নির্দেশে বন্ধ হওয়া ‘আরেজো টিভি’ পুনরায় সম্প্রচারে ফিরছে আফগানিস্তানে। ছবি : সংগৃহীত
তালেবানের নির্দেশে বন্ধ হওয়া ‘আরেজো টিভি’ পুনরায় সম্প্রচারে ফিরছে আফগানিস্তানে। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের একটি টেলিভিশন চ্যানেল ‘আরেজো টিভি’ তালেবান নৈতিকতা মন্ত্রণালয়ের নির্দেশে বন্ধ হওয়ার পর স্থানীয় সময় শনিবার (১ মার্চ) পুনরায় চ্যানেলটি তাদের সম্প্রচার কার্যক্রম শুরু করেছে।

রোববার (২ মার্চ) সংবাদমাধ্যম আরব নিউজ-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির কাবুলে অবস্থিত এই টিভি স্টেশনটির দরজায় লাগানো সিলগুলো তালেবান কর্তৃপক্ষের উপস্থিতিতে খুলে দেওয়া হয় এবং এর মাধ্যমে টিভি চ্যানেলটি পুনরায় সম্প্রচার শুরু করে।

এর আগে ২০২৩ সালের ৪ ডিসেম্বরে তালেবান কর্তৃপক্ষ চ্যানেলটি বন্ধ করে দেয়। এর কারণ ছিল ইসলামি মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং বিদেশি প্রচারণা চালানোর অভিযোগ। এর পরে আরেজো টিভির সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে তাদের পরে মুক্তি দেওয়া হয়।

আরেজো টিভির প্রধান বাসির আবিদ জানান, কাবুলে নৈতিকতা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে চ্যানেলটির সিল খুলে দেওয়া হয় এবং এর ফলে চ্যানেলটি আবারও সম্প্রচার শুরু করে।

এই ঘটনাটি আফগানিস্তানের গণমাধ্যমের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে এমন এক সময়ে যখন তালেবান সরকারের অধীনে আফগানিস্তানের গণমাধ্যমের স্বাধীনতা ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে।

আফগানিস্তান সাংবাদিকরা পুনরায় সম্প্রচার শুরু হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তবে তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, এই বন্ধের ঘটনা ছিল গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সুস্পষ্ট লঙ্ঘন, যা আদৌ ঘটার কথা ছিল না। এর মানে, তালেবান সরকারের এই সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতার উপর চাপ সৃষ্টি করেছে এবং এটি গণমাধ্যমের কাজ করার পরিবেশকে আরও সংকুচিত করেছে।

শুধু টেলিভিশন সম্প্রচার নয়, এর আগে গত মাসের ২৩ ফেব্রুয়ারি আফগানিস্তানের নারীদের জন্য বিশেষায়িত একমাত্র রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ সম্প্রচার শুরু করেছে। তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় কিছু শর্তে কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দিয়েছে।

রেডিও বেগমের কর্তৃপক্ষ সম্প্রচার চালু করার জন্য একাধিকবার আবেদন করেছিল এবং তাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি পাওয়া গেছে যে, তারা তাদের কার্যক্রম ‘সাংবাদিকতার নীতিমালা এবং ইসলামিক আমিরাতের বিধি’ অনুযায়ী পরিচালিত করবে।

প্রসঙ্গত, রেডিও বেগমের প্রথম যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালের আন্তর্জাতিক নারী দিবসে এবং এটি নারীদের জন্য শিক্ষামূলক ও স্বাস্থ্যসেবা বিষয়ক প্রোগ্রাম প্রচার করত।

তবে, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর রেডিওটি কিছুদিন চালানোর পর বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ ও লাইসেন্সের অপব্যবহারের অভিযোগে এর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

এই দুটি ঘটনার মাধ্যমে আফগানিস্তানে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা এবং তালেবান সরকারের পক্ষ থেকে মিডিয়া নিয়ন্ত্রণের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে, যেখানে বিদেশি মিডিয়ার সম্পর্ক এবং ইসলামি বিধির প্রতি আনুগত্যের প্রশ্ন ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুজতেছি না এ সরকার কি আমাদের, নাকি কাদের: ইব্রাহীম

কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত : ডা. ইরান

শিল্পকলা একাডেমিতে শুরু মঞ্চ ও পোশাক কর্মশালা

এবার চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে ম্যানইউর বিদায়

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেলো ৩ ইউনিয়নের মানুষ

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

১০

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

১১

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

১২

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

১৩

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

১৪

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

১৫

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

১৬

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১৭

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

১৮

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৯

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

২০
X