

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, বড়দিনের দিন মার্কিন সামরিক বাহিনী আইএসের লক্ষ্যবস্তুতে ‘নিখুঁত ও সফল’ হামলা চালিয়েছে। তবে হামলার বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।
ট্রাম্প সতর্ক করে বলেন, জঙ্গিরা যদি খ্রিস্টানদের হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে, তবে তাদের বিরুদ্ধে আরও কঠোর হামলা চালানো হবে। তিনি লেখেন, আমি আগেই এই সন্ত্রাসীদের সতর্ক করেছিলাম। তারা যদি খ্রিস্টানদের হত্যা বন্ধ না করে, তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) জানিয়েছে, নাইজেরিয়ান সরকারের অনুরোধে এই অভিযান চালানো হয়। এতে ‘একাধিক আইএস সন্ত্রাসী নিহত হয়েছে’ বলে জানানো হয়।
এদিকে, পেন্টাগনের প্রধান পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অভিযান পরিচালনায় প্রস্তুতির জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রশংসা করেন। পাশাপাশি সহযোগিতার জন্য নাইজেরিয়ান সরকারকে ধন্যবাদ জানান।
ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নাইজেরিয়ায় এটি যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক অভিযান। এর আগে তিনি কয়েক দফা মন্তব্যে দাবি করেছিলেন, নাইজেরিয়ায় খ্রিস্টানরা গুরুতর নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।
এই হামলাকে কেউ কেউ সন্ত্রাস দমনে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন। সমালোচকদের মতে, এতে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় ধর্মীয় উত্তেজনা আরও বাড়তে পারে। সূত্র : আলজাজিরা, এএফপি
মন্তব্য করুন