প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (১৭ জুলাই) দক্ষিণ কোরিয়ার ভূগর্ভস্থ সড়ক থেকে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, গত শনিবার নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে যাওয়ায় ওসং ভূগর্ভস্থ সড়ক প্লাবিত হয়। এ ঘটনায় বাসের চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
এছাড়া ফায়ার কর্তৃপক্ষ আন্ডারপাসে জলাবদ্ধ হয়ে আটকে থাকা ১৬টি যানবাহন উদ্ধার করেছে।
কেন্দ্রীয় আন্ডারপাস এলাকা কাদামিশ্রিত পানিতে আটকে থাকায় উদ্ধারকাজে অসুবিধা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করে বার্তা সংস্থা ইয়োনহাপ।
মন্তব্য করুন