কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়া-চীনের সামরিক সম্পর্কের প্রশংসায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ছবি : সংগৃহীত

দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উচ্চপর্যায়ে যোগাযোগ বজায় রাখছে রাশিয়া ও চীন। একই সঙ্গে দেশ দুটি স্থল, নৌ ও আকাশে যৌথ মহড়ার আয়োজন করছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক ১১তম মস্কো সম্মেলনের সাইডলাইনে চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

শোইগু বলেন, প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে আমরা উচ্চপর্যায়ে যোগাযোগ বজায় রাখছি। স্থল, নৌ ও আকাশে আমরা যৌথ অনুশীলন ও মহড়ার আয়োজন করছি।

চীনের সঙ্গে সহযোগিতা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয়, দুই ফরম্যাটেই বিকশিত হয়েছে বলে উল্লেখ করেন রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, রাশিয়া ও চীন কৌশলগত অংশীদার, ভালো প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু। চলতি বছরের মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া সফর করেন। তখন আমাদের দেশের নেতারা রাশিয়া-চীনের ব্যাপক অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে পুনর্ব্যক্ত করেন। আমরা আমাদের নেতাদের চুক্তি বাস্তবে বাস্তবায়ন করছি।

এ সময় মস্কো নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ায় চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে ধন্যবাদ জানান শোইগু।

এর আগে গতকাল সোমবার রাশিয়া ও বেলারুশ সফরে গেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। ছয় দিনের সফরে মস্কো ও মিনস্কের উদ্দেশে সোমবার চীন ছাড়েন তিনি।

চীনের প্রতিরক্ষার মুখপাত্র কর্নেল উ কিয়ানের বরাত দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সফরকালে আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক মস্কো সম্মেলনে বক্তব্য দেবেন লি শাংফু। এ ছাড়া তিনি রাশিয়া ও অন্যান্য দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াকে চাপে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছে পশ্চিমারা। তাদের এত প্রচেষ্টা সত্ত্বেও মস্কোর সঙ্গে সুসম্পর্ক রেখে আসছে বেইজিং। যদিও এ যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার দাবি করে আসছে চীন।

ইউক্রেনে হামলা চালানোর ঠিক আগ মুহূর্তে বেইজিংয়ে বৈঠক করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসেডেন্ট শি জিনপিং। তখন দুই দেশের ‘সীমাহীন বন্ধুত্ব’ নিয়ে যৌথ বিবৃতি দেন পুতিন ও শি। এরপর ইউক্রেন যুদ্ধের মাঝে গত মার্চে মস্কো সফর করেন শি। দুদেশের গভীর সম্পর্কের নিদর্শন হিসেবে এবার রাশিয়া ও বেলারুশ সফর করছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নায়ক জাভেদ আর নেই

ট্রাম্পের কারণে ২০২৬ বিশ্বকাপ বয়কটের আলোচনায় ইংল্যান্ড–স্কটল্যান্ড

কবে কমবে তাপমাত্রা জানাল আবহাওয়া অফিস

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

১৯ দিনে রেমিট্যান্স ২৫ হাজার ৯০০ কোটি টাকা

পিএসএল ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানি তারকা

চার নায়কের মাঝে শাবনূর

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

‘ভেতরের সিদ্ধান্ত জানি না, তবে বিশ্বকাপে খেলতে চাই’

১০

প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পদ হারালেন ছাত্রশক্তি নেতা 

১১

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

১২

৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

১৩

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

১৪

শিগগিরই তাপমাত্রার সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে, এরপর কী হবে?

১৫

রাজধানীতে দুই বাসের চাপায় নিহত ১

১৬

কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন, ভোটের মাঠে ৮০ প্রার্থী

১৭

নির্দেশনা থাকলেও মানেননি ফেনীতে জোটের এই ৪ প্রার্থী

১৮

বিপিএল মাতাতে ঢাকায় কেন উইলিয়ামসন

১৯

ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোয়া-মোনাজাত

২০
X