কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনার দিনক্ষণ নির্ধারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল মঙ্গলবার (১৮ মার্চ) এ আলোচনা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১৬ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে ট্রাম্প বলেন, সপ্তাহব্যাপী অনেক কাজ শেষ হয়েছে। আমরা দেখতে চাই, আমরা কি সেই যুদ্ধের অবসান ঘটাতে পারি। হয়তো আমরা পারব, হয়তো আমরা পারব না, তবে আমার মনে হয় আমাদের খুব ভালো সুযোগ আছে।

যুদ্ধবিরতি আলোচনায় কোনো ছাড় বিবেচনা করা হচ্ছে সে সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, আলোচনায় ভূখণ্ড এবং বিদ্যুৎকেন্দ্র অন্তর্ভুক্ত থাকবে। আমি মনে করি আমাদের অনেক কিছু ইতোমধ্যেই ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষের দ্বারা আলোচনা করা হয়েছে। আমরা ইতোমধ্যেই এটি নিয়ে কথা বলছি, নির্দিষ্ট সম্পদ ভাগ করে নেব।

স্থানীয় একটি সংবাদমাধ্যমে একজন উচ্চপদস্থ রাশিয়ান কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যেকোন শান্তি চুক্তি ইউক্রেনের ন্যাটো সদস্যপদকে বাধাগ্রস্ত করবে। রাশিয়ান সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেন, যুদ্ধবিরতিতে সম্মত হতে মস্কোর চূড়ান্ত নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন।

তিনি বলেন, কেবলমাত্র এই ধরনের গ্যারান্টি প্রতিষ্ঠার মাধ্যমেই ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জন করা সম্ভব এবং সামগ্রিকভাবে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা সম্ভব। ইউক্রেন এবং ন্যাটো দেশগুলোকে জোটের সদস্য হিসেবে গ্রহণ না করার জন্য একটি নিরপেক্ষ অবস্থান এই গ্যারান্টির অংশ হওয়া উচিত। প্রকৃতপক্ষে, উল্লিখিত চুক্তির খসড়ায় এই বিধানটি সুনির্দিষ্টভাবে বর্ণিত ছিল। আলোচনার ক্ষেত্রে, বর্তমানে তা হচ্ছে না, কারণ কোনও আলোচনা চলছে না।

এর আগে রোববার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সিএনএনকে বলেন, দুই নেতা এই সপ্তাহে সত্যিই ভালো এবং ইতিবাচক আলোচনা করার পরিকল্পনা করেছেন।

সৌদি আরবের জেদ্দায় গত সপ্তাহের আলোচনা থেকে উদ্ভূত ৩০ দিনের তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাবে উভয় পক্ষকে রাজি করানোর আশা করছে ওয়াশিংটন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রস্তাবটি গ্রহণ করলেও, পুতিন এখনো এই পরিকল্পনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নন। তিনি কেবল নীতিগতভাবে সমর্থন করার কথা বলেছেন।

গত সপ্তাহে তিনি বলেন, এই পরিকল্পনাটি মূলত কিয়েভকে উপকৃত করবে। কারণ রাশিয়ান বাহিনী অগ্রগতি অর্জন করছে এবং এই উদ্যোগ নিয়ে তার গুরুতর প্রশ্ন রয়েছে।

জেলেনস্কি শনিবার মস্কোর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা সংঘাতের অবসান ঘটাতে চায় না এবং যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে যুদ্ধক্ষেত্রে তাদের পরিস্থিতি উন্নত করতে চাইছে। রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার কুরস্ক অঞ্চলের বেশিরভাগ অংশ থেকে ইউক্রেনীয় বাহিনীকে সারিয়ে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১০

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১১

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১২

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

১৩

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

১৪

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

১৫

বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

১৬

ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে : প্রেস সচিব

১৭

ছুটির দিনেও জমজমাট চাকসুর নির্বাচনী প্রচার

১৮

কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে উত্তাল রাজপথ

১৯

হৃতিক রোশনের প্রথম ওয়েব সিরিজ ‘স্টর্ম’

২০
X