বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনার দিনক্ষণ নির্ধারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল মঙ্গলবার (১৮ মার্চ) এ আলোচনা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১৬ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে ট্রাম্প বলেন, সপ্তাহব্যাপী অনেক কাজ শেষ হয়েছে। আমরা দেখতে চাই, আমরা কি সেই যুদ্ধের অবসান ঘটাতে পারি। হয়তো আমরা পারব, হয়তো আমরা পারব না, তবে আমার মনে হয় আমাদের খুব ভালো সুযোগ আছে।

যুদ্ধবিরতি আলোচনায় কোনো ছাড় বিবেচনা করা হচ্ছে সে সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, আলোচনায় ভূখণ্ড এবং বিদ্যুৎকেন্দ্র অন্তর্ভুক্ত থাকবে। আমি মনে করি আমাদের অনেক কিছু ইতোমধ্যেই ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষের দ্বারা আলোচনা করা হয়েছে। আমরা ইতোমধ্যেই এটি নিয়ে কথা বলছি, নির্দিষ্ট সম্পদ ভাগ করে নেব।

স্থানীয় একটি সংবাদমাধ্যমে একজন উচ্চপদস্থ রাশিয়ান কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যেকোন শান্তি চুক্তি ইউক্রেনের ন্যাটো সদস্যপদকে বাধাগ্রস্ত করবে। রাশিয়ান সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেন, যুদ্ধবিরতিতে সম্মত হতে মস্কোর চূড়ান্ত নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন।

তিনি বলেন, কেবলমাত্র এই ধরনের গ্যারান্টি প্রতিষ্ঠার মাধ্যমেই ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জন করা সম্ভব এবং সামগ্রিকভাবে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা সম্ভব। ইউক্রেন এবং ন্যাটো দেশগুলোকে জোটের সদস্য হিসেবে গ্রহণ না করার জন্য একটি নিরপেক্ষ অবস্থান এই গ্যারান্টির অংশ হওয়া উচিত। প্রকৃতপক্ষে, উল্লিখিত চুক্তির খসড়ায় এই বিধানটি সুনির্দিষ্টভাবে বর্ণিত ছিল। আলোচনার ক্ষেত্রে, বর্তমানে তা হচ্ছে না, কারণ কোনও আলোচনা চলছে না।

এর আগে রোববার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সিএনএনকে বলেন, দুই নেতা এই সপ্তাহে সত্যিই ভালো এবং ইতিবাচক আলোচনা করার পরিকল্পনা করেছেন।

সৌদি আরবের জেদ্দায় গত সপ্তাহের আলোচনা থেকে উদ্ভূত ৩০ দিনের তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাবে উভয় পক্ষকে রাজি করানোর আশা করছে ওয়াশিংটন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রস্তাবটি গ্রহণ করলেও, পুতিন এখনো এই পরিকল্পনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নন। তিনি কেবল নীতিগতভাবে সমর্থন করার কথা বলেছেন।

গত সপ্তাহে তিনি বলেন, এই পরিকল্পনাটি মূলত কিয়েভকে উপকৃত করবে। কারণ রাশিয়ান বাহিনী অগ্রগতি অর্জন করছে এবং এই উদ্যোগ নিয়ে তার গুরুতর প্রশ্ন রয়েছে।

জেলেনস্কি শনিবার মস্কোর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা সংঘাতের অবসান ঘটাতে চায় না এবং যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে যুদ্ধক্ষেত্রে তাদের পরিস্থিতি উন্নত করতে চাইছে। রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার কুরস্ক অঞ্চলের বেশিরভাগ অংশ থেকে ইউক্রেনীয় বাহিনীকে সারিয়ে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত!

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

১০

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

১১

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১২

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১৩

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১৪

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৫

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১৬

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৭

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১৮

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১৯

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

২০
X