সুইজারল্যান্ডের বিদ্যালয়ে শিক্ষকরা নতুন একটি সমস্যার মুখোমুখি হচ্ছেন। সমস্যাটা এত দিন চেপে রাখলেও এখন এটা নিয়ে তারা কথা বলা শুরু করেছেন।
সুইস শিক্ষকদের অভিযোগ, দিন দিন বিদ্যালয়ে ডায়াপার পরা শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
সুইস ফেডারেশন অব টিচার্স-এর প্রধান ডগমার রসলার সুইস সংবাদপত্র ‘টোয়েন্টি মিন্যুটেন’কে বলেন, ‘শিশুরা এখন ৪ বছর বয়স থেকেই বিদ্যালয়ে যাওয়া শুরু করে। এ কারণে কিছু শিশুকে ডায়াপার পরা অবস্থায় দেখা যেতেই পারে। তবে ১১ বছর বয়সে শিশুদের ডায়াপার পরার বিষয়টি উদ্বেগের।’
স্বাস্থ্যজনিত কোনো কারণ ছাড়াই প্রতিনিয়ত অজস্র বয়স্ক শিক্ষার্থী ডায়াপার পরছে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রথমে এটা যাচাই করা দরকার যে এটা সাইকোলজিক্যাল কোন ডিজর্ডারের কারণে ঘটছে নাকি আক্রান্ত ব্যক্তি কখনো ব্যাপারটা শেখেনি।
রসলার মনে করেন, এমন অবস্থায় শিক্ষকদের বিচক্ষণতার সঙ্গে স্পর্শকাতর বিষয়টি নিয়ে কথা বলা উচিত। তিনি বলেন, কোনো অবস্থাতেই শিশুদের হতাশ করা যাবে না। কোনো স্বাস্থ্য সমস্যা না থাকলেও পিতামাতার উচিত এ বিষয়ে কথা বলা এবং তাদের সচেতন করে তোলা।
সাইকোথেরাপিস্ট ফেলিক্স হফও এমনটাই মনে করেন যে, পিতামাতাকে সবার আগে বিষয়টি জানাতে হবে এবং তারা সন্তানের সঙ্গে এটি নিয়ে কথা বলবেন। তিনি বলেন, এটা যদি কোনো শারীরিক দুর্বলতার কারণে না হয়ে থাকে, তবে এমন অভ্যাস অবহেলা ও পীড়নমূলক পারিবারিক অবস্থার নির্দেশক হতে পারে।
মন্তব্য করুন